Abdul Basith Emon

Abdul Basith Emon Welcome to a journey of productivity, exploration, and enlightenment.

16/04/2025
অবশেষে GA4 ও Facebook একসাথে হাত মিলিয়েছে!হাজারো দ্বন্দ্ব ও দীর্ঘ প্রতীক্ষার পর, এখন আপনি সরাসরি GA4 কে Facebook Event M...
11/04/2025

অবশেষে GA4 ও Facebook একসাথে হাত মিলিয়েছে!
হাজারো দ্বন্দ্ব ও দীর্ঘ প্রতীক্ষার পর, এখন আপনি সরাসরি GA4 কে Facebook Event Manager-এর সাথে কানেক্ট করতে পারবেন — অফিসিয়ালি!

এর সুবিধা কী?
এই ইন্টিগ্রেশনের মাধ্যমে Facebook Pixel আগের চেয়ে অনেক বেশি পরিপূর্ণ ও রিচ ডাটা পাবে। শুধু Facebook অ্যাড থেকে আসা পারচেজ নয়, বরং GA4 থেকে পাওয়া অর্গানিক, ডাইরেক্ট বা অন্য যেকোনো সোর্স থেকে আসা পারচেজের ডাটাও Facebook বুঝতে পারবে। এর মানে Attribution হবে আরও সঠিক, আর Optimization হবে আরও স্মার্ট।

যেভাবে করবেন:
Facebook Event Manager > Partner Integrations > Google Analytics 4
এই কয়েকটি ধাপে আপনি সহজেই ইন্টিগ্রেশন করতে পারবেন।

যদি এখনো GA4 সেটআপ না করে থাকেন — এটাই সঠিক সময়!
GA4 সেট করুন, Facebook-এর সাথে কানেক্ট করুন, আর আপনার মার্কেটিং গেমকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।

02/04/2025

একটি নতুন অধ্যায়ের সূচনা, সৎ উদ্দম ও সরল পথচলায় চলার অঙ্গীকার, ইমানের সাথে মৃত্যুর প্রতীক্ষা, কবরের সামান সংগ্রহের পথ যেন সহজ হয়। ভালো থাকতে চাই, সবার সাথে মিলেমিশে এগিয়ে যেতে চাই। সকল ভুল ও ভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থনা করি।

~ইমন

03/03/2025

IELTS Listening এ 7.5 পাওয়ার নিঞ্জা টিপস & ট্রিক্স। How to get a 7.5 band in IELTS Listening (2025)

02/03/2025

👉 IELTS পরীক্ষার প্রস্তুতি নিন এখন ঘরে বসে | Tips and Tricks | Overall 7.5 (2025)

07/09/2024
22/08/2024

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণ প্রসঙ্গে

ঢাকা, ২২ আগস্ট ২০২৪ (বৃহস্পতিবার): বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদানে আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান 'লজিস্টিকস এরিয়া রিলিফ ফান্ড' হিসাব নম্বর ০০১৮-০২১০০১০১১০, দি ট্রাস্ট ব্যাংক লিমিটেড, রেডিসন ওয়াটার গার্ডেন হোটেল শাখার অনুকূলে অনুদান প্রদান করতে পারবেন অথবা বিকাশ এর ক্ষেত্রে প্রয়োজনীয় বিকাশ নম্বরঃ ০১৭৬৯০১৩৮৫৮ ।প্রয়োজনে যোগাযোগ করুনঃ ০১৭৬৯-০১৩৬০৪, ০১৭৬৯-০১৩৫৩০।

এছাড়া ঢাকায় ত্রাণসামগ্রী প্রদানের জন্য সেনাবাহিনী ত্রাণ বিতরণ ব্যবস্থাপনা কেন্দ্র; প্রযত্নেঃ লজিস্টিকস এরিয়া, ঢাকা সেনানিবাসে যোগাযোগ করুন। স্থান : সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো (সি ও ডি), মিলিটারি উইং (হোটেল রেডিসন ব্লু সংলগ্ন)।যোগাযোগের নাম্বার - ০১৭৬৯-০৫১৮১৯, ০১৭৬৯-০১৩৮৩২, ০১৭৬৯-০১৩৫৩০ ও ০১৭৬৯-০১৩৬০৪।

কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান সরাসরি বন্যাকবলিত এলাকায় ত্রাণ সহায়তা প্রদানে আগ্রহী হলে নিম্নলিখিত নাম্বারে যোগাযোগ করুন:

ফেনী:
০১৭৬৯-৩৩২০৩২, ০১৭৬৯-৩৩২১৭৮।

চট্টগ্রাম মেট্রোপলিটন : ০১৭৬৯-২৪৪০১২;

সীতাকুন্ড-মীরসরাই:
০১৭২৮-২০২৬৭৭, ০১৭৬৯-২৪২১৩২, ০১৭৬৯-২৪২১২৮;

খাগড়াছড়ি : ০১৭৬৯-৩০২৩৪২, ০১৭৬৯-৩০২৩৩৬;

ফটিকছড়ি : ০১৭৬৯-২৭২৩৪২, ০১৭৬৯-২৭২৩৩৬;

মৌলভীবাজার এবং হবিগঞ্জ :
০১৭৬৯১৭০০০৬

বিশেষভাবে উল্লেখ্য যে, খাদ্য সহায়তা প্রদানের ক্ষেত্রে বিস্কুট, চিড়া, গুড়, খেজুর, বান ও পাউরুটি, নুডুলস, খাবার স্যালাইন, গুঁড়া দুধ, চিনি ও খাবার পানি, এবং প্রয়োজনীয় দ্রব্য হিসেবে দিয়াশলাই ও মোমবাতিকে প্রাধান্য দেয়ার জন্য অনুরোধ করা হলো।

04/08/2024

Long March to Dhaka.
5 August, 2024.
সারাদেশের সবাইকে ৫ তারিখে ঢাকায় আহ্বান জানিয়েছে ছাত্র-জনতা।

Address

44 Muzib Sorok
Jashore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Basith Emon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share