
12/05/2025
যশোর শহরের ব্যস্ততম এলাকা কাঠেরপুল মোড় থেকে বারান্দি পাড়া যেতে ঠিক কাঠেরপুল মরে কিছু খাবারের ভ্যান গাড়ির জন্য প্রচুর পরিমাণে যানজট হয় এবং সাধারণ মানুষ ভুক্তভোগী হয়। এমনও হয়েছে এখান থেকে অ্যাম্বুলেন্স সময় মত রোগী নিয়ে যেতে পারে না।। এই পরিস্থিতি দীর্ঘদিন থেকে হয়ে আসছে আশাকরি কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।।