FOODY PAI

FOODY PAI Cooking with love, serving with smiles. Every dish tells a happy little story at Foody Pai!

17/07/2025

বেগুন ভাজা মানেই আর সাদামাটা না! আজকে শিখে নিন কিভাবে বেগুনকে বানানো যায় একদম ক্রিস্পি, গোল্ডেন ফ্রাইড ডেলিশ! বাইরে ব্রেডক্রাম্বে মোড়া আর ভেতরে মোলায়েম বেগুন – একবার খেলে মনে থাকবে অনেকদিন।

12/07/2025

ঘরেই তৈরি করুন দোকানের মতো সুস্বাদু, রঙিন লেমন বরফি (Lemon Barfi)! এই রেসিপি একদম সহজ, কোনো কঠিন উপকরণ ছাড়াই—
ময়দা, দুধ, চিনি আর সামান্য ফুড কালার দিয়েই তৈরি অসাধারণ বরফি।

📌 পুরো রেসিপিটা দেখুন এবং আজই ট্রাই করে ফেলুন!

👇 কমেন্ট করে জানিও কেমন লাগলো!



#লেমনবরফি #বরফিরেসিপি #মিষ্টিরেসিপি

09/07/2025

পাকিস্তানি স্টাইলে দই বেগুন! নরম করে ভাজা বেগুন আর মশলাদার টক-দইয়ের মিশেলে তৈরি হয় এক দুর্দান্ত স্বাদের তরকারি। গরম ভাত, রুটি বা পরোটা—যেকোনো কিছুর সাথেই অসাধারণ লাগে!

🍆 দেশি ঘ্রাণে বেগুন-দইয়ের জাদু
🥣 একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে
🔥 সহজ রেসিপি, মজাদার স্বাদ

#দইবেগুন #পাকিস্তানিরেসিপি #দেশিরান্না #বেগুনরেসিপি

07/07/2025

আজ আমরা বেরিয়ে পড়েছিলাম গাছের ছায়ায় হারিয়ে যেতে—জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলা ২০২৫।

#জাতীয়বৃক্ষমেলা২০২৫ #সবুজভ্রমণ #ভ্রমণগল্প

04/07/2025

আজকের রেসিপি মিষ্টি আলু, ডাটা আর চিংড়ি দিয়ে তৈরি একদম ভিন্ন স্বাদের ঘরোয়া তরকারি। সহজ উপকরণে দারুণ স্বাদ—একবার ট্রাই করেই দেখো! ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানাও কেমন হলো। নতুন রেসিপি পেতে পেজ ফলো করতে ভুলো না!

01/07/2025

উৎসব কিংবা যেকোনো স্পেশাল দিনে মিষ্টি কিছু না হলে চলে? আজ আপনাদের জন্য নিয়ে এলাম দারুণ স্বাদের চুই সেমাই রেসিপি!
ভিডিওটি দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, যাতে কোনো ধাপ মিস না হয়।
📌 উপকরণ সহজ
📌 সময় কম লাগে
📌 স্বাদ গ্যারান্টি ১০০%
👉 ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।
👉 আরও দারুণ রেসিপির জন্য লাইক করে পাশে থাকুন!
#চুইসেমাই #মিষ্টিরেসিপি

এরকম এক প্লেট ভর্তা ভাত হলে আর কি লাগে?  #ভর্তা  #ভর্তা_ভাত
01/07/2025

এরকম এক প্লেট ভর্তা ভাত হলে আর কি লাগে?

#ভর্তা #ভর্তা_ভাত

30/06/2025

"সবুজে ঘেরা বিকেল, পাখির কলরবে মুখর চারপাশ—মাটির স্পর্শে ছোট্ট ইহানের পায়ের ছাপ যেন প্রকৃতির সঙ্গে এক মধুর আলাপ।"
(Keep him on your prayers)
#শিশুরশৈশব #প্রকৃতিপ্রেম #ইহানেরভ্রমণ #সবুজবিকেল #নির্মলপ্রকৃতি

28/06/2025

কলারণ থেকে মোড়েলগঞ্জ—একটা বিকেলের গল্প, নদীর বুক চিরে চলা আমাদের ছোট্ট পরিবারের সফর। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন। কমেন্টে জানিয়ে দিন আপনাদের শেষ নদীপথের অভিজ্ঞতা কেমন ছিল!
আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না 🌿

#নদীপথে #পরিবারেরভ্রমণ #ট্রলারজার্নি #বাংলারপ্রকৃতি #ভ্রমণভ্লগ

27/06/2025

আজকের রান্নাঘরে হাজির হয়েছে জলের রাজা – কাকড়া! 🦀
ঝাল-মশলার ঝটপট রেসিপিতে কিভাবে সহজেই কাকড়া রাঁধা যায়, সেটা দেখাতে এসেছি এই ভিডিওতে।
সামুদ্রিক এই সুস্বাদু খাবার পছন্দ করেন?

👩‍🍳 রেসিপি সহজ, স্বাদ অসাধারণ!
📌 পুরো ভিডিওটা দেখুন, শেয়ার করতে ভুলবেন না।
আর যদি ভালো লাগে, এক কাপ চায়ের সাথে একটা লাইক জমিয়ে দিন! ☕
#কাকড়ারান্না

রাতের জন্য সিম্পল আয়োজন। #বেগুনদিয়েমাছ  #ঢেড়সভাজি  #মাছেরডিমভুনা
26/06/2025

রাতের জন্য সিম্পল আয়োজন।

#বেগুনদিয়েমাছ
#ঢেড়সভাজি
#মাছেরডিমভুনা

11/07/2023

গরুর মাংস দিয়ে নুডুলসের পাকোড়া।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when FOODY PAI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share