Branding Business Bangladesh

Branding Business Bangladesh আপনার ব্যবসার সাফল্যের নির্ভরযোগ্য সঙ্গী
✨ একটি আইডিয়া থেকে একটি ব্র্যান্ডে রূপান্তর—আমরা আছি আপনার পাশে। ✨
"আমরা শুধু সেবা দিই না, সাফল্যের গল্প তৈরি করি"

In Bangladesh, too many highly educated and talented individuals aren’t given the recognition or opportunities they dese...
02/07/2025

In Bangladesh, too many highly educated and talented individuals aren’t given the recognition or opportunities they deserve. On the other hand, some people climb to the top simply due to connections or family influence.

That’s why it’s important to not only depend on education. Learn new skills and have a backup plan. Degrees alone aren’t enough today—you need to build your own value. 🖤

01/07/2025

সাম্প্রতিক গবেষণা অনুযায়ী সফল সাইবার এট্যাকের ফলে প্রায় ২০% ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে!!
প্রতিদিন যেভাবে অনলাইন বা সোস্যাল মিডিয়া কেন্দ্রিক বিজনেস বেড়ে যাচ্ছে!
এর সার্বিক নিরাপত্তা নিয়ে ততটা সচেতন কি হচ্ছি আমরা? গবেষণা মতে অনলাইন বিজনেসের নিরাপত্তায়, যে ৫ টা ব্যাপারে লক্ষ্য রাখা জরুরী:
১. ব্রান্ড প্রটেকশন ম্যানেজমেন্ট
২. ব্রান্ড কন্টেন্ট সেইফটি
৩. ব্রান্ড কপিরাইট ম্যানেজমেন্ট
৪. ওয়েব সিকিউরিটি
৫. সোস্যাল মিডিয়া সিকিউরিটি মনিটরিং & ম্যানেজমেন্ট
অনলাইন বিজনেসের এই ৫ টা বিষয় ঠিক-ঠাক থাকলে, অনেকটাই সেইফ থেকে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভব।

নিউজফিডে Facebook Ads Business Manager এর একটা Ads ঘুরে বেড়াচ্ছে! এ্যাডসে বলতেছে , "বুস্ট করতে পারতেছেন না? এই এ্যাপ্স ড...
30/06/2025

নিউজফিডে Facebook Ads Business Manager এর একটা Ads ঘুরে বেড়াচ্ছে! এ্যাডসে বলতেছে , "বুস্ট করতে পারতেছেন না? এই এ্যাপ্স ডাউনলোড করেন!"
কাহিনী হচ্ছে, এই এ্যাপস ইন্সটল করলে, আপনার ডিভাইসের সব তথ্য তো হ্যাকারের কাছে যাবেই, সাথে হারাতে হবে সকল একাউন্টের এক্সেস, যেমন: ফেসবুক, ইন্সটাগ্রাম বা যেকোনো সোস্যাল মিডিয়া!!
কারণ, এ্যাডসে দেখানো Ads Business Manager টা ফেইক একটা এ্যাপ!!!
পোস্টে স্ক্রিনশট টা দেখতে পাচ্ছেন হয়তো এ্যাডস টার!
সুতরাং, এই ধরনের এ্যাডস দেখেই ক্লিক করে কোনো অপরিচিত বা পরিচিত নামের এ্যাপস ইনস্টল দেওয়ার আগে ভালোভাবে যাচাই বাছাই করুন!
কিভাবে বুঝবেন ফেইক-
- প্রথমত এ্যাডসে দেখানো এ্যাপসের নামটাই ভুল! আসল নাম "Meta Ads Manager"
- দ্বিতীয়ত যেসব Meta Apps বা software এর প্রোমোশন চলে ফেসবুকে সেগুলোই ভেরিফাইড এবং তাদের নামের পাশে ব্লু টিক থাকে, যেটা এই এ্যাডসে নেই!!
তাই, অনলাইনে কোনো কিছু দেখলেই ডাউনলোড করা বা ক্লিক করা থেকে বিরত থাকুন , আগে যাচাই বাছাই তারপর ক্লিক!!

29/06/2025

২০২৫ সালে এসে ব্যবসা করা উচিত কেন?

✅ ২০২৫ সালে ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস এবং ডিজিটাল পেমেন্ট সিস্টেম অনেক সহজ ও সাশ্রয়ী হয়েছে। মোবাইল দিয়ে ব্যবসা পরিচালনা করা এখন খুবই সহজ।
✅ চাকরির বাজারে প্রতিযোগিতা বাড়ছে, আর স্থায়ী চাকরির নিশ্চয়তা কমে যাচ্ছে। ব্যবসা আপনাকে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তোলার সুযোগ দেয় এবং আয় সীমাহীন হতে পারে।
✅ "Made in Bangladesh" পণ্যের প্রতি আগ্রহ ও আস্থা বেড়েছে। দেশীয় ব্র্যান্ড গড়ে তোলার এখনই সময়।
✅ উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন প্রণোদনা, প্রশিক্ষণ, ও লোন সুবিধা রয়েছে। নারী উদ্যোক্তাদের জন্য আরও বেশি সুবিধা পাওয়া যাচ্ছে।
✅ একজন উদ্যোক্তা এখন ঘরে বসেই আন্তর্জাতিক মার্কেটে কাজ বা পণ্য বিক্রি করতে পারে। Amazon, Etsy, Fiverr, Upwork, Daraz-এর মতো প্ল্যাটফর্মে ব্যবসা করা সম্ভব।
✅ চ্যাটবট, কাস্টমার ম্যানেজমেন্ট টুল, অ্যাড ম্যানেজার, গ্রাফিক ডিজাইন টুল ইত্যাদি প্রযুক্তির মাধ্যমে একা বা ছোট টিম দিয়েই বড় ব্যবসা পরিচালনা সম্ভব।
✅ ডিজিটাল প্রোডাক্ট, সার্ভিস বেইজড ব্যবসা, ড্রপশিপিং, ফেসবুক কমার্স, ইউটিউব, কোর্স বিক্রি ইত্যাদি অনেক ব্যবসা খুব কম খরচে শুরু করা যায়।

২০২৫ সালে ব্যবসা মানে শুধু টাকা ইনকাম না, এটা আপনার স্কিল, স্বাধীনতা ও ভবিষ্যৎ নিশ্চিত করার স্মার্ট পথ। যারা আগে শুরু করবে, তারা বাজার দখলে এগিয়ে থাকবে।

28/06/2025

প্রথমে নিজের ভ্যালু স্পষ্ট করুন।
দাম বলার আগে বলুন আপনি কী দিচ্ছেন—এই ড্রেসটা শুধু পোশাক না, এটা ফ্যাশন, কমফোর্ট, স্টাইল আর ক্লাস একসাথে। কাপড় থেকে শুরু করে ফিনিশিং—সবকিছুতেই আলাদা।"
‘দাম বেশি’ শুনলে ভয় না পেয়ে বোঝান।
“আমার প্রোডাক্টে আপনি যা পাচ্ছেন, সেটা অন্য জায়গায় এই দামে মিলবে না। আমি কোয়ালিটি ও কাস্টমার সার্ভিস গ্যারান্টি দেই।”
বিকল্প অফার দিন
“আপনি চাইলে একটু সিম্পল ভার্সন নিতে পারেন, যেটা বাজেট ফ্রেন্ডলি। তবে কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করি না।”
Confidence + Respect = Professionalism
পালিয়ে গেলে তার পেছনে দৌড়াবেন না। বরং বলুন:
“আপনি যদি ভবিষ্যতে কোয়ালিটি প্রোডাক্ট নিতে চান, আমি আছি ইনশাআল্লাহ।”
নিজের মার্কেটিং আরো শক্ত করুন।
ভিডিও রিভিউ, কাস্টমার ফিডব্যাক, বেনিফিটস, রেজাল্ট, সৎ কনটেন্ট—এসব বাড়ান। তখন ক্লায়েন্ট দাম নিয়ে নয়, আপনার প্রোডাক্ট নিয়ে আগ্রহী হবে।
সংক্ষেপে উত্তরঃ
ভয়ে দাম কমিয়ে দিবেন না।
বরং এমন ভ্যালু তৈরি করুন, যেন দাম নয়—আপনার প্রোডাক্টই তাদের দরকার হয়ে যায়।
যারা পালায়, তারা হয়তো আপনার কাস্টমারই না!

📢 এই ইনফো অনেকের কাজে লাগতে পারে — তাই জনস্বার্থে পোস্টটি শেয়ার করে দিন। 🤝
💬 যোগাযোগ করুন:
📞 Call: +8801639749045
আপনার সাফল্যই আমাদের অনুপ্রেরণা🚀

27/06/2025

🔔 AI কি এবার ডিজিটাল মার্কেটারদের চাকরিই খেয়ে ফেলবে? 😟
জানেন কি? ২০২৬ সাল থেকে Meta তাদের প্ল্যাটফর্মে এমন এক চমকপ্রদ ফিচার চালু করতে যাচ্ছে, যা আপনার ব্যবসার জন্য বিজ্ঞাপন চালানোকে একদম সহজ করে দেবে – একদম অটোমেটেড ভাবে! 😲
✅ কী কী থাকবে এই নতুন AI Ads সিস্টেমে?
📌 Auto Caption – নিজের ক্যাপশন লেখার চিন্তা নেই!
🎨 Auto Creative (ছবি/ভিডিও) – প্রোডাক্ট অনুযায়ী কনটেন্ট নিজেই বানাবে!
🎯 Auto Audience Selection – টার্গেট মার্কেট কারা হবে সেটাও ঠিক করবে AI!
💰 Budget Optimization – অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সর্বোচ্চ রেজাল্ট নিশ্চিত করবে!
🎯 উদ্দেশ্য কী?
যেন ছোট ব্যবসায়ীরা আলাদা করে ডিজিটাল মার্কেটার ছাড়াই নিজেদের বিজ্ঞাপন চালাতে পারে, এবং অহেতুক বাজেট নষ্ট না হয়!
📣 তাহলে আমাদের কী করা উচিত?
WE গ্রুপের উদ্যোক্তারা এখন থেকেই নিজেদের AI trends ও Meta Ads update সম্পর্কে সচেতন হোন। পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে, AI হবে আপনার প্রতিদ্বন্দ্বী নয় – বরং আপনার শক্তিশালী সহকারী! 🤝

আমরাই দিচ্ছি One‑Stop সার্ভিস। ব্র্যান্ডিং, ওয়েবসাইট, ডিজাইন, মার্কেটিং, ম্যানেজমেন্ট — সব এক জায়গায়শুরু থেকে শেষ পর্যন্...
27/06/2025

আমরাই দিচ্ছি One‑Stop সার্ভিস। ব্র্যান্ডিং, ওয়েবসাইট, ডিজাইন, মার্কেটিং, ম্যানেজমেন্ট — সব এক জায়গায়
শুরু থেকে শেষ পর্যন্ত সহজ ও হোলিস্টিক বিজনেস সলিউশন
"সময় ও খরচ দুই-ই বাঁচে"

আমাদের সার্ভিস সমূহঃ
-------------------------
১. ফেসবুক ও ইনস্টাগ্রাম মার্কেটিং সার্ভিস
◼ বিজনেসের জন্য বিজ্ঞাপন (Boost / Ads) চালানো
◼ কাস্টমার টার্গেট করে বিজ্ঞাপন সেটআপ
◼ বিক্রি বাড়ানোর জন্য কনটেন্ট ও ক্যাম্পেইন প্ল্যান

২. গ্রাফিক্স ডিজাইন সার্ভিস
◼ প্রোডাক্টের ছবি ডিজাইন
◼ ফেসবুক পেজ/বিজ্ঞাপনের জন্য পোস্ট ডিজাইন
◼ লোগো, ব্যানার, বিজনেস কার্ড ইত্যাদি ডিজাইন

৩. ব্র্যান্ডিং এবং ব্যবসা পরিচিতি গড়ে তোলা
◼ নতুন বা ছোট ব্যবসাকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সাহায্য
◼ কিভাবে পেজ/প্রোডাক্টকে পরিচিত করা যায় তা নিয়ে গাইডলাইন
◼ অনলাইনে বিশ্বাসযোগ্যতা ও পরিচিতি বাড়ানোর স্ট্র্যাটেজি

৪. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
◼ পেজের পোস্ট প্ল্যান করা (Content Calendar)
◼ পেজের কমেন্ট-ইনবক্স হ্যান্ডেল করা
◼ নিয়মিতভাবে পেজের অ্যাকটিভিটি বাড়ানো

৫. ফ্রিল্যান্সিং ও অনলাইন ব্যবসায়িক পরামর্শ
◼ নতুন ব্যবসা কীভাবে অনলাইনে শুরু করবেন সে বিষয়ে গাইড
◼ কীভাবে সঠিকভাবে প্রোডাক্ট আপলোড, কনটেন্ট, মার্কেটিং করবেন
◼ বিজনেসের সমস্যা সমাধান ও গোপন কৌশল শেখানো

৬. Google Sheet টাস্ক ম্যানেজমেন্ট ও রিপোর্টিং সিস্টেম
◼ প্রতিদিনের কাজ ট্র্যাক করার জন্য শিট তৈরি
◼ কর্মীদের কাজ ট্র্যাক করার Monthly Report System
◼ ব্যবসার উন্নয়ন মাপার জন্য KPI সেটআপ

৭. ওয়েবসাইট ও সফটওয়্যার ডেভেলপমেন্ট
◼ ব্যবসার জন্য কাস্টম ওয়েবসাইট তৈরির সার্ভিস
◼ টাইপ করে ফরম, লিড কালেকশন, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনসহ ওয়েব ডেভেলপমেন্ট
◼ ছোট ফার্ম/ব্যবসার জন্য সহজ ও ব্যবহারযোগ্য সফটওয়্যার

📞 যোগাযোগ করতে পারেন:
📞 Call: +8801639749045
📲 WhatsApp: wa.me/8801639749045
📩 Inbox: m.me/brandingbusinessbangladesh
আপনার সাফল্যই আমাদের অনুপ্রেরণা🚀

"পণ্য থেকে ব্র্যান্ড"টপিক বেইজড পোস্ট - পণ্যের উন্নয়ন, মার্কেটিং, ব্র্যান্ডিং বিষয়ে সচেতনতা তৈরি✍️ পর্ব ৫: ব্র্যান্ডিং ম...
26/06/2025

"পণ্য থেকে ব্র্যান্ড"
টপিক বেইজড পোস্ট - পণ্যের উন্নয়ন, মার্কেটিং, ব্র্যান্ডিং বিষয়ে সচেতনতা তৈরি
✍️ পর্ব ৫: ব্র্যান্ডিং মানে লোগো না—বিশ্বাস!

ব্র্যান্ডিং মানে আপনি কাস্টমারের মনে যে ইমেজ তৈরি করছেন।
🎯টিপস:
◼ একরকম ভয়েস, কালার, নাম ব্যবহার করুন
◼ বিশ্বস্ততা গড়ুন
◼ “আমি কেন আপনার কাছ থেকে কিনব?” — উত্তর দিন

📢 এই ইনফো অনেকের কাজে লাগতে পারে — তাই জনস্বার্থে পোস্টটি শেয়ার করে দিন। 🤝
💬 যোগাযোগ করুন:
📞 Call: +8801639749045
আপনার সাফল্যই আমাদের অনুপ্রেরণা🚀

"পণ্য থেকে ব্র্যান্ড"টপিক বেইজড পোস্ট - পণ্যের উন্নয়ন, মার্কেটিং, ব্র্যান্ডিং বিষয়ে সচেতনতা তৈরি✍️ পর্ব ৪: প্রোডাক্ট টেস...
25/06/2025

"পণ্য থেকে ব্র্যান্ড"
টপিক বেইজড পোস্ট - পণ্যের উন্নয়ন, মার্কেটিং, ব্র্যান্ডিং বিষয়ে সচেতনতা তৈরি

✍️ পর্ব ৪: প্রোডাক্ট টেস্টিং ও ফিডব্যাক

বাজারে দেওয়ার আগে আপনার পণ্য ৫-১০ জনকে দিয়ে টেস্ট করান।
🎯টিপস:
◼ স্যাম্পল দিয়ে ফিডব্যাক নিন
◼ খারাপ মতামতকে ভয় পাবেন না
◼ উন্নত করার সুযোগ হিসেবেই দেখুন

📢 এই ইনফো অনেকের কাজে লাগতে পারে — তাই জনস্বার্থে পোস্টটি শেয়ার করে দিন। 🤝
💬 যোগাযোগ করুন:
📞 Call: +8801639749045
আপনার সাফল্যই আমাদের অনুপ্রেরণা🚀

"পণ্য থেকে ব্র্যান্ড"টপিক বেইজড পোস্ট - পণ্যের উন্নয়ন, মার্কেটিং, ব্র্যান্ডিং বিষয়ে সচেতনতা তৈরি✍️ পর্ব ৩: ভালো পণ্যের ব...
24/06/2025

"পণ্য থেকে ব্র্যান্ড"
টপিক বেইজড পোস্ট - পণ্যের উন্নয়ন, মার্কেটিং, ব্র্যান্ডিং বিষয়ে সচেতনতা তৈরি
✍️ পর্ব ৩: ভালো পণ্যের বৈশিষ্ট্য কী?
একটা ভালো পণ্য মানেই হচ্ছে:
✅ কার্যকরী
✅ দৃষ্টিনন্দন
✅ কাস্টমার ফ্রেন্ডলি

🎯 টিপস:
🔰 ফিডব্যাক নিন
🔰 নিজের পণ্য নিজে ব্যবহার করুন
🔰 ছোট ছোট আপডেট আনুন

📢 এই ইনফো অনেকের কাজে লাগতে পারে — তাই জনস্বার্থে পোস্টটি শেয়ার করে দিন। 🤝
💬 যোগাযোগ করুন:
📞 Call: +8801639749045
আপনার সাফল্যই আমাদের অনুপ্রেরণা🚀

"পণ্য থেকে ব্র্যান্ড"টপিক বেইজড পোস্ট - পণ্যের উন্নয়ন, মার্কেটিং, ব্র্যান্ডিং বিষয়ে সচেতনতা তৈরি✍️ পর্ব ২: টার্গেট কাস্ট...
23/06/2025

"পণ্য থেকে ব্র্যান্ড"
টপিক বেইজড পোস্ট - পণ্যের উন্নয়ন, মার্কেটিং, ব্র্যান্ডিং বিষয়ে সচেতনতা তৈরি
✍️ পর্ব ২: টার্গেট কাস্টমার কারা?
পণ্য সবার জন্য না—যারা কিনবে, তারাই আপনার মূল ফোকাস।
🎯 টিপস:
📌 বয়স, পেশা, লোকেশন ঠিক করুন
📌 তার প্রয়োজন, ব্যথার জায়গা বুঝুন
📌 কেন সে কিনবে, সেটা জানুন

📢 এই ইনফো অনেকের কাজে লাগতে পারে — তাই জনস্বার্থে পোস্টটি শেয়ার করে দিন। 🤝
💬 যোগাযোগ করুন:
📞 Call: +8801639749045
আপনার সাফল্যই আমাদের অনুপ্রেরণা🚀

Address

Jatrabari

Alerts

Be the first to know and let us send you an email when Branding Business Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Branding Business Bangladesh:

Share