20/07/2025
এই ছবিটা আমি একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়েছি। একজন ভদ্রলোক তার স্ত্রী- কন্যাদের সাথে ম্যাচিং কাপড়ের জামা পরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন নিজেদের মত... সেই দৃশ্য কোন এক অবিবেচক মানুষ ভিডিও করেছে, আর সেই ভিডিও ফেসবুকে পোস্ট করেছে খুবই Funny একটা কিছু মনে করে...
মানে সিরিয়াসলি??? মানুষ নিজের পরিবার নিয়ে শান্তিতে রাস্তা দিয়েও হেঁটেও যেতে পারবে না??? সে কী কালারের জামা পরলো আর কেমন জামা পরল, সেইটা নিয়েও কন্টেন্ট বানাতে হবে??? হাসাহাসি করতে হবে??? দেখেই বোঝা যাচ্ছে, উনারা খুব শখ করে ম্যাচিং ড্রেস বানিয়েছেন। এই সুন্দর ফুটফুটে ব্যাপারটা নিয়ে হাসাহাসি করতে হবে কেন???
পুরুষ মানুষের কথা বাদ, আমি অনেক মহিলাদেরকেও দেখলাম এটা নিয়ে হাসাহাসি করতে।
বইন, তোর বর তোর কথা শুনে না মানে আরেকজনের বরও কথা শুনে না, ব্যাপারটা কিন্তু তা না! ছবির এই ভদ্রমহিলা এই দেশের অনেক মেয়ের তুলনায় অনেক বেশি ভাগ্যবতী, অনেক বেশি সম্পদশালী। আমি নিজেও এক জীবনে অমন ভাগ্যবতী হতে পারিনি।
আচ্ছা, উনাদের পোশাকের মধ্যে খারাপটা কী আছে???
আমি তো খারাপ কিছু দেখতে পেলাম না!
বরং দেখলাম একট ছোট্ট মিষ্টি পরিবার, যাদের ভেতরে ভালোবাসার বন্ধনটা বড় সুন্দর। দেখলাম একজন মমতাময় স্বামী ও বাবাকে, যিনি স্ত্রী-কন্যাদের পোশাকের সাথে মিলিয়ে শার্ট পরতে একটুও দ্বিধা করেন নাই... ম্যাচিং জামা কাপড় পরে পরিবারের সবাইকে নিয়ে কি সুন্দর বেড়াতে এসেছেন।
আমার চোখে এই পরিবারটা সুন্দর, খুব সুন্দর।
পরম করুণাময় উনাদের হেফাজত করুক। 🌼
collected post