Filhal

Filhal একটি স্বচ্ছ ও বিশ্বস্ত গণমাধ্যম Media

11/07/2025

কিসাসই এসব কসাইয়ের সমাধান।
-শাইখ আহমাদুল্লাহ

গুমের শিকার Tahiat Chowdhury এর ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো -সেদিন রাতে, দীর্ঘ ১৬ মাস গুm নির্য|তনের পরে আমাকে একটা ...
09/07/2025

গুমের শিকার Tahiat Chowdhury এর ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো -
সেদিন রাতে, দীর্ঘ ১৬ মাস গুm নির্য|তনের পরে আমাকে একটা কালো মাইক্রোতে করে নিয়ে যাওয়া হয় বান্দরবানের টংগাবতী নামক গহীন পাহাড়ে। যাওয়ার পূর্বে আলেপ উদ্দিন বলে - “মুকুল রানার নাম শুনছোস..?” আমি বললাম, “হ্যাঁ, টিভিতে শুনছি।” সে উত্তরে বললো, “আজকে রাতে দেখা হবে, চিন্তার কিছু নাই, জান্নাতে একসাথে গল্প করবি।”
{যেই পাঠকরা মুকুল রানা নামের সাথে পরিচিত না, আপনাদের জন্য বলছি—২০১৬ সালে অভিজিৎ রায় হত্য| মামল|র দায়ে উনাকে ক্রসফ|য়ার দেওয়া হয়।}
আলেপের কথা শুনে বুঝতে বাকি থাকলো না যে আজকে হয়তো দীর্ঘ গুm জীবনের অবসান হতে চলেছে, হয়তো আজকেই আমাকে ক্রসফ|য়ারে হত্য| করবে। এর কিছু দিন আগে থেকেই ডিউটিম্যানরা এসে বলতো—“তোকে তো ক্রসফ|য়ার দেওয়ার পরিকল্পনা হয়েছে।” আমি ভাবতাম, হয়তো ভয় দেখানোর জন্যই এগুলো বলছে। কিন্তু আজকে আলেপের কথা এবং আশপাশের পরিবেশ কিছুটা অন্যরকম মনে হলো।
রাত ২/২:৩০ হবে (ধারণা করে বললাম), গাড়ির ভিতরে হাত-পায়ে হ্যান্ডক|ফ লাগিয়ে নিয়ে যাওয়া হলো গহীন পার্বত্য অঞ্চলে। দীর্ঘ রাস্তা অতিক্রম করার পরে একটা আম বাগানের ভিতরে আমাকে নিয়ে শুইয়ে দেওয়া হলো। চোখ তখনো কাপড় দিয়ে বাঁধা। আমি অনুভব করলাম, এখানে শুধু আমি একা না, আমার আশেপাশে আরও কয়েকজনকে এনে মাটিতে ফেলা হয়েছে।
আমাকে একজন ঘাড়ে ধরে মাটিতে গড়াগড়ি করালো—উদ্দেশ্য ছিল আমার জামাকাপড় যাতে ধুলো-ময়লা হয়ে যায়। ভিডিওতে লক্ষ করুন, এখানে আমাদের সকলের কাপড়ে একই কমন স্টাইলে বালু লাগানো। যেহেতু মাটিতে গড়াগড়ি করিয়েছে, তাই পেটের দিকে, পায়ের উরুতে এবং পিঠের পিছনে একটা কমন স্টাইলে মাটির ছাপ। যেকোনো বিচক্ষণ মানুষই লক্ষ্য করলে বুঝবে, এই মাটি ইচ্ছাকৃত ভাবেই লাগানো হয়েছে।
এবার লাইন ধরে শুইয়ে দেওয়া হলো মাটির মধ্যে। চোখের কাপড়ের ফাঁক দিয়ে অল্প আকাশ দেখা যাচ্ছে। ওইদিন চাঁদনি রাত ছিল, আকাশে অনেক তারা ঝলমল করছে—সেটা স্পষ্টই দেখতে পেলাম। মন থেকে আল্লাহর কাছে দোয়া করছি—আল্লাহ যেন নিয়তকে পরিশুদ্ধ করে দেন এবং শাহ|দাতের মৃ*ত্যু দান করেন।
আমার বাম পাশে এক নিরীহ মাদ্রাসা পড়ুয়া ভাইকে শুইয়ে দেওয়া হয়েছে ক্রসফ|য়ারের জন্য। আমার হাতের কনুই তার শরীরে লাগার ফলে অনুভব করলাম, হয়তো খুব বেশি নার্ভাস—সে সম্পূর্ণ শরীর কাঁপছে তার। ওইদিকে র‍্য|ব অফিসার শ্যামল ফিসফিস করে কমান্ড দিচ্ছে। র|ইফেল রিলোডের শব্দ কানে বাজলো। শ্যামল বলছে—“যে যার ট|র্গেটের দিকে খেয়াল রাখবে।”
হঠাৎ চারদিকে গু*লির শব্দ শুরু হলো—এবং সাথে র‍্য|ব কর্মকর্তাদের মুখে চিৎকার—“ঐ ধর ধর, জ*ঙ্গি পালাইতেছে!” আকাশের দিকে অনবরত ফায়|র করে কিছু লোক আমাদের দিকে ছুটে আসছে বুঝতে পারলাম। মনে হচ্ছিল, হয়তো এই “ধর ধর” বলে সামনে এসে গু*লি করে দেবে। পরে দেখলাম না—চোখ খুলে দিল। ক্যামেরা, লাইট—সব চোখের সামনে হাজির। ওইদিনই আমার চোখে পড়লো হলুদ মিডিয়ার অন্যতম সদস্য সময় টিভির কমল দের চেহারা। সে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে র‍্য|ব-এর সাথে এই ঘটনাগুলো মঞ্চায়নে মিডিয়া সাপোর্ট দিত। তার বিষয়ে বিস্তারিত আমি আমার ধারাবাহিক পর্ব ফেরাউনীর আয়নাঘরে রাত-দিন–এ উল্লেখ করবো, ইনশাআল্লাহ।
এ যেন ফেরাউনী হাসিনার নরপিশাচ র‍্য|ব কর্তৃক মঞ্চায়ন করা বাংলাদেশের বুকে আরও একটি জ*ঙ্গি নাটক। আহা, কত মায়ের বুক খালি হয়েছে এই “জ*ঙ্গি জ*ঙ্গি” নাটকে! হয়তো আমরা বেঁচে ফিরেছি—আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অশেষ রহমতে। কিন্তু এভাবে হয়তো কতই না মজলুমকে গু*ম করে ক্রসফ|য়ার দিয়েছে এই ডেথ স্কোয়াড র‍্য|ব।
৫ আগস্টের এই গণঅভ্যুত্থ|নের পরে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম। কিন্তু যখন আমাদের চোখে পড়ে—কিছু সুশীল, বুদ্ধিজীবী, এক্টিভিস্ট এবং হলুদ মিডিয়া কর্তৃক আবারও “জ*ঙ্গি” জুজুর আলোচনা; এই ন্যারেটিভ ব্যবহার করে আবারও ইসল|মপন্থীদেরকে ‘না-মানুষ’ বানানোর অপচেষ্টা—তখন আমাদের অনেক ভয় হয়। আমরা এই নাম, গোপন তথ্য দিয়ে গুম-কমিশনকে যে সহযোগিতা করছি, তার বদলা কি আবারও আমাদের গুম এবং খুন করে নেওয়া হবে...?

লজ্জায় মরে যাওয়া উচিৎ বাংলাদেশিদের, তাদের কাছে কুরআন হাদীস থাকতে, নবিজীর সিরাত থাকতে তাদেরকে মানবতা শেখাতে আসছে পশ্চিম দ...
04/07/2025

লজ্জায় মরে যাওয়া উচিৎ বাংলাদেশিদের, তাদের কাছে কুরআন হাদীস থাকতে, নবিজীর সিরাত থাকতে তাদেরকে মানবতা শেখাতে আসছে পশ্চিম দেশ থেকে। আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এসব অপকর্মের সাথে বিলকুল সম্পর্কযুক্ত না
-মুফতী আব্দুল মালেক হাফি.

জুলাই গণঅভ্যুত্থান: শহীদদের স্মরণে বিতর্ক ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপেক্ষিত ভূমিকা২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত...
04/07/2025

জুলাই গণঅভ্যুত্থান: শহীদদের স্মরণে বিতর্ক ও মাদ্রাসা শিক্ষার্থীদের উপেক্ষিত ভূমিকা

২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, যা তৎকালীন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছে, তা নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়। এই আন্দোলনে অগণিত মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। এই শহীদদের আত্মত্যাগ স্মরণ করে বিভিন্ন মহল থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মিডিয়া সেল কর্তৃক প্রকাশিত একটি পোস্টারকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যেখানে এই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের বিশাল ভূমিকা এবং আত্মত্যাগের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিএনপি'র পোস্টার এবং সমালোচনা:

বিএনপি মিডিয়া সেল তাদের "REMEMBERING JULY" শীর্ষক পোস্টারে জুলাই আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের চিত্রিত করেছে। ছবিতে সাধারণ ছাত্র, যুবক, বিভিন্ন পেশার মানুষ এবং আন্দোলনে ক্ষতিগ্রস্ত কিছু প্রতীকী চিত্র তুলে ধরা হয়েছে। তবে এই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং তাদের মধ্যে থেকে অসংখ্য শহীদের আত্মত্যাগ এই পোস্টারে সেভাবে প্রতিফলিত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যাদের রক্তে রঞ্জিত হয়েছে এই গণঅভ্যুত্থান, তাদের একটি অংশকে কেন এই স্মারক চিত্র থেকে বাদ দেওয়া হলো?

মাদ্রাসা শিক্ষার্থীদের অবিস্মরণীয় ভূমিকা:

জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চোখে পড়ার মতো। 'গণঅভ্যুত্থানে শহীদ ৭১ আলেম-শিক্ষার্থীর তালিকা প্রকাশ' শীর্ষক একটি সংবাদ দৈনিক ইনকিলাব ছাপিয়েছে । আন্দোলনে আলেম ও মাদ্রাসা শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ শহীদ হয়েছেন। ঢাকার বিভিন্ন এলাকায়, বিশেষ করে যাত্রাবাড়ী সহ বিভিন্ন স্থানে মাদ্রাসার ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছেন। অনেক ক্ষেত্রে তারা সম্মুখভাগে থেকে পুলিশের হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন নিজেও বলেছেন, গণমাধ্যমগুলোতে সাধারণ শিক্ষার্থীদের ভূমিকা যেভাবে তুলে ধরা হয়েছে, সেভাবে মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরা হয়নি, যদিও তারা অসাধারণ ভূমিকা রেখেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও স্বীকার করেছেন, জুলাই আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা অনেক অবদান রেখেছেন এবং তাদের ওপর ভয়াবহ অত্যাচার হয়েছে।

যাত্রাবাড়ীর মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মাদ্রাসা শিক্ষার্থীরাই আন্দোলনের গতিকে ত্বরান্বিত করেছেন। এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে মাদ্রাসার ছাত্ররা শহীদ হয়েছেন, যেমন ২১ বছর বয়সী খুবাইর বিন আব্দুল্লাহ যিনি যাত্রাবাড়ীতে গুলিতে শহীদ হয়েছিলেন। এই আত্মত্যাগ নিঃসন্দেহে জুলাই গণঅভ্যুত্থানের সফলতার অন্যতম কারণ।

বিতর্কের কারণ ও প্রভাব:

এই বিতর্কের মূল কারণ হলো, একটি রাজনৈতিক দল যখন একটি জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনাকে স্মরণ করতে গিয়ে নির্দিষ্ট একটি অংশের অবদানকে দৃশ্যত উপেক্ষা করে, তখন তা প্রশ্নবিদ্ধ হয়। বিশেষত, যখন সেই অংশের আত্মত্যাগ সর্বজনস্বীকৃত। আগামীতে বিএনপি ক্ষমতা পেলেও তারাও কী ইসলামী মহল ইস্যুতে আওয়ামী পথে হাটবে? এই প্রশ্নও বেশ চাউর হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না, এটি ছিল ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত এক বিপ্লব। এই বিপ্লবে সমাজের সকল স্তরের মানুষ, বিশেষত সাধারণ ছাত্র এবং মাদ্রাসা শিক্ষার্থীরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। তাদের আত্মত্যাগেই অর্জিত হয়েছে এই ঐতিহাসিক পরিবর্তন। তাই, যখন এই আন্দোলনের শহীদদের স্মরণ করা হয়, তখন প্রতিটি আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি থাকা উচিত বল মনে করেন অনেকেই।

04/07/2025

রাশিয়া প্রথম দেশ হিসেবে তাLI বাN সরকারকে স্বীকৃতি দিল

30/06/2025

সংবাদ নাকি মতলব?

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় ৩ বছরের জন্য সমঝোতা স্মারক অনুমোদ: সাধারণ আলেম সমাজ  এর উদ্বেগ প্রকাশসংগঠনটি ত...
29/06/2025

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় ৩ বছরের জন্য সমঝোতা স্মারক অনুমোদ: সাধারণ আলেম সমাজ এর উদ্বেগ প্রকাশ

সংগঠনটি তাদের এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই উদ্বেগের কথা জানায়। পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো।

ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় ৩ বছরের জন্য সমঝোতা স্মারক অনুমোদন হয়েছে৷ আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদন হয়। এ বিষয়ে সাধারণ আলেম সমাজ এর আগেও উদ্বেগ প্রকাশ করে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন করেছে।
আমরা এখনও উদ্বেগ প্রকাশ করছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই—
• আমরা মানবাধিকারকে স্বাগত জানাই, তবে সেটি জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে বিপন্ন করে নয়।
• আমরা আন্তর্জাতিক সহযোগিতা চাই, তবে দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অবকাঠামোকে পাশ কাটিয়ে নয়।
• আমরা জাতিসংঘকে সম্মান করি, তবে তাদের রাজনৈতিক অভিপ্রায় ও শক্তির ভারসাম্যহীন চর্চা আমরা মেনে নিতে পারি না।
বাংলাদেশ কোনো জাতিগত সংঘাতপূর্ণ রাষ্ট্র নয়। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো প্রকার বিদেশি হস্তক্ষেপ—নৈতিক বা প্রতিষ্ঠানগত—আমরা মেনে নিতে পারি না। ধর্ম, সংস্কৃতি ও রাষ্ট্রীয় স্বাধীনতাকে রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব।
—সাধারণ আলেম সমাজ
২৯ জুন ২০২৫

গণতন্ত্র সেক্যুলার মতবাদ। এর দ্বারা যেমন শরিয়াহ প্রতিষ্ঠা হবে না, এর দ্বারা হি ন্দু *ত্ব বা দও প্রতিষ্ঠা হবার কথা না। কি...
28/06/2025

গণতন্ত্র সেক্যুলার মতবাদ। এর দ্বারা যেমন শরিয়াহ প্রতিষ্ঠা হবে না, এর দ্বারা হি ন্দু *ত্ব বা দও প্রতিষ্ঠা হবার কথা না। কিন্তু ওপারে বজরং দল সেটাই করছে। কারণ, শক্তিধররা অন্যের মূলনীতির পেছনে ছোটে না, বরং নিজেরা মূলনীতি বানায়। জোর যার, মুলুক তার। এ দেশে ই স লা ম পন্থিরাও গণজোয়ার সৃষ্টি করতে পারলে তারাও পারবে নীতি বদলাতে। আর নীতি না পাল্টালে স্রেফ নেতার পরিবর্তনে কী আর লাভ হবে?
সংস্কার নয়, বি প্ল ব। একটি চূড়ান্ত বি প্ল ব ছাড়া এ জাতির মুক্তি নেই।
- Ali Hasan Osama

প্রাইভেট টাইম দিতে না পারায় রুপনগর থানার ওসি বলেছে আমার মামলায় ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে!- Najnin Akter Amatullah
28/06/2025

প্রাইভেট টাইম দিতে না পারায় রুপনগর থানার ওসি বলেছে আমার মামলায় ফাইনাল রিপোর্ট দিয়ে দিবে!
- Najnin Akter Amatullah

ভালো লোক ১০ বছর কেন, আওরঙ্গজেবের মতো ৫০ বছর ক্ষমতায় থাকলেও বা কী সমস্যা? আর মন্দ লোক ১০ বছর কেন, ১০ দিন থাকলেও তো ভারী স...
25/06/2025

ভালো লোক ১০ বছর কেন, আওরঙ্গজেবের মতো ৫০ বছর ক্ষমতায় থাকলেও বা কী সমস্যা? আর মন্দ লোক ১০ বছর কেন, ১০ দিন থাকলেও তো ভারী সমস্যা। ই স লা ম তাই শাসকের মেয়াদ বেঁধে দেয় না; তবে কিছু বৈশিষ্ট্য অবধারিত করে দেয়, যার ব্যত্যয় হলে আর ক্ষমতায় থাকতে পারে না। - Ali Hasan Osama

আমরা ইস # রায়েল কে এক মুহূর্তের জন্যও শান্তি দেবো না--ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র
19/06/2025

আমরা ইস # রায়েল কে এক মুহূর্তের জন্যও শান্তি দেবো না
--ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র

Address


Alerts

Be the first to know and let us send you an email when Filhal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Filhal:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share