মিতুর হেঁশেল

মিতুর হেঁশেল 🍰 Baking with Passion | Digital Creator 🎥
Bringing sweet treats to life! 🎂 Sharing baking tips, vlogs & creative delights. ✨
"Dream big, Bake bigger!" ❤️‍🩹
(8)

ফুল ফুটুক - না ফুটুক !   আজ বসন্ত  🏵️
19/09/2025

ফুল ফুটুক - না ফুটুক !
আজ বসন্ত 🏵️

18/09/2025

কোন জিনিস প্রথমে খেলে ঝাল লাগে কিন্তু পরে মিষ্টি লাগে 🤔

18/09/2025

বলেন তো এগুলো কি..?? আর এগুলো দিয়ে কি করব..??

゚viralシfypシ゚

18/09/2025

রেসিপি চাই ?????
রেসিপি দেবো কি দেবোনা সব কিন্তু আপনাদের হাতে 🥰

゚viralシfypシ゚

বেসিক বেকিং কোর্স ২য় ব্যাচ (অফলাইন) 🍰📅 কোর্স শুরু: আগামী ১/১০/২৫ তারিখ  থেকে। ক্লাসের সময় দুপুর ৩ঃ০০ মিনিট  🕒📍 লোকেশন: য...
18/09/2025

বেসিক বেকিং কোর্স ২য় ব্যাচ (অফলাইন) 🍰

📅 কোর্স শুরু: আগামী ১/১০/২৫ তারিখ থেকে।
ক্লাসের সময় দুপুর ৩ঃ০০ মিনিট 🕒

📍 লোকেশন: যাত্রাবাড়ী, মাতুয়াইল কাউন্সিল, ডেমরা রোড, ঢাকা

✨ যারা একদম শুরু থেকে বেকিং শিখতে চান এবং শিখে ছোট পরিসরে নিজস্ব ব্যবসা শুরু করতে চান – তাদের জন্য এই বেসিক বেকিং কোর্স একদম উপযুক্ত!

স্পঞ্জ বেজ

১। ভেনিলা স্পঞ্জ কেক
২। চকলেট স্পঞ্জ কেক
৩। অরেঞ্জ স্পঞ্জ কেক
৪। পানদান স্পঞ্জ কেক

ময়েস্ট বেজ —

৫। চকলেট ময়েস্ট কেক

৬। স্পঞ্জ কেক এর দুই রকম পদ্ধতি দেখানো হবে ,
৭। সব কয়টা কেক এর ডেকোরেশন দেখানো হবে , একেক টার ভিন্ন ভিন্ন ডেকোরেশন,আর যেহেতু ভিন্ন ফ্লেবার তাই প্রতিটি কেক ডেকোরেশন এ থাকবে ক্রিমে ফ্লেবার এড করে ক্রিম প্রস্তুত করা ।

৯। পারফেক্ট ভাবে ক্রিম মেকিং ,ক্রিম সংরক্ষণ পদ্ধতি , ক্রিম টেস্টি করার টিপস , ক্রিম দিয়ে ডিজাইন করার পদ্ধতি , ক্রিম কিভাবে স্মুথ করে কেক এর উপরে ফিনিসিং আনতে হবে সেই পদ্ধতি ,
১০। চকলেট গানাস (হোয়াইট / ডার্ক)
১১। চকলেট টপার তৈরি এবং এর সংরক্ষণ পদ্ধতি , একেক ডেকোরেশনে একেক ঘনত্বের গানাস প্রয়োজন সব দেখানো হবে ,
১২। জার কেক /টাব কেক
১৩। অয়েল বেজ পাউন্ড কেক তিনটি আইটেম , ভেনিলা /চকলেট /অরেঞ্জ।
১৪। বিজনেস আইডিয়া , প্রডাক্ট এর মূল্য নির্ধারণ, কেক প্যাকেজিং এবং কাজ করতে গেলে সব ধরনের টিপস এন্ড ট্রিকস শেখানো হবে ।

আর আমাদের পেইজের অরেঞ্জ ফ্লেবার কেক খুবই স্পেশাল একটি আইটেম , যারা খেয়েছে তারাই বলতে পারবে এর টেস্ট 👌

17/09/2025

স্ট্যাটাস দেখছো-হাসছো- মজা নিচ্ছো কিন্তু লাইক-কমেন্ট করছ না আফসোস 😞একদিন দাওয়াত দিয়ে কেক খেতে দিবোনা ,তখন বুঝবা আফসোস কি 🥴

17/09/2025

ক্লাসে করানো রশ মালাই কেক এর ডেকোরেশন ভিডিও

゚viralシfypシ゚ #রশমালাইকেক

17/09/2025

ভুল ভাল ইনফরমেশন

゚viralシfypシ゚

কাস্টমার যদি কেক খেয়ে বেহুশ হয়ে যায় , তাহলে শেষ পর্যন্ত মনে হচ্ছে কেক বানানো ছেড়েই দিতে হবে  😢
17/09/2025

কাস্টমার যদি কেক খেয়ে বেহুশ হয়ে যায় , তাহলে শেষ পর্যন্ত মনে হচ্ছে কেক বানানো ছেড়েই দিতে হবে 😢

16/09/2025

আজ বৃষ্টিতে খিচুড়ি রান্না করেছেন কে কে ?
খিচুড়ির ছবি দেখতে চাই ।
ছবি নিয়ে চলে আসেন কমেন্ট বক্সে 🏃‍♀️
খালি কেক বানালে হবে 🤔

ফেসবুকে ঢুকলেই মনে হয় যেনো সমালোচনার প্রতিযোগিতা চলছে।একজন আরেকজনকে নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি, আর সেই পোস্ট গুলোর নিচে সেই চি...
16/09/2025

ফেসবুকে ঢুকলেই মনে হয় যেনো সমালোচনার প্রতিযোগিতা চলছে।
একজন আরেকজনকে নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি, আর সেই পোস্ট গুলোর নিচে সেই চিরচেনা পা-চাটার বাহিনী—যাদের নিজস্ব কোনো মতামত নেই। শুধু সহমত জানানোই তাদের একমাত্র যোগ্যতা, যেনো অন্যের কথায় তালি বাজানোই তাদের অর্জন।

কিন্তু আসল ক্ষতি কোথায় জানেন ? এইসব নেগেটিভিটির সাথে বারবার যুক্ত থাকলে অজান্তেই এর প্রভাব পড়ে নিজের ভেতর। নিজের অপছন্দের কাজ—অন্যকে সমালোচনা—একসময় নিজের অজান্তেই চরিত্রে ঢুকে পড়ে। এমনকি কখনো দেখি এমন জায়গায় কমেন্টও করে ফেলেছি, যা আমি করতে চাইনি।

বিশেষ করে বেকিং ইন্ডাস্ট্রিতে এই বাজে ট্রেন্ডটা সবচেয়ে বেশি। সকালবেলা ঘুম থেকে উঠে ফোন হাতে নিলেই সেই তথাকথিত “মহামানব” আর “মহামানবীরা” হাজির হয় নিউজফিডে—তারা এই তারা সেই , বাকিরা সব মশা মাছি ।

তাই ঠিক করলাম—নিজেকে এই নেগেটিভ স্রোত নিজেকে বাঁচানো জরুরী , মানসিক শান্তি আর নিজের ভদ্রতা - ব্যক্তিত্ব বাঁচাতে তাদের জায়গা দিলাম ব্লক লিস্টে।
কারণ আমার সময়, এনার্জি, আর মানসিক সুস্থতা এরচেয়ে অনেক বেশি দামী।

শুভ সকাল 🌞


15/09/2025

যখন দেখবেন আপনাকে নিয়ে আশে পাশে , স্ট্যাটাসের মাধ্যমে সমালোচনা শুরু হয়ে গেছে , তখনই ভাববেন যে আপনি সঠিক পথেই আগাচ্ছেন !!

Address

Jatrabari

Website

Alerts

Be the first to know and let us send you an email when মিতুর হেঁশেল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share