Our Bangla

Our Bangla আমাদের পেজে আপনাকে স্বাগতম
আমাদের পেজের নতুন নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন�

শহীদ ওসমান হাদিকে হারিয়ে তাঁর পরিবার আজ দিশেহারা। ছোট্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে তাঁর সম্মানিত স্ত্রী ন্যায়বিচারের আশা...
24/12/2025

শহীদ ওসমান হাদিকে হারিয়ে তাঁর পরিবার আজ দিশেহারা। ছোট্ট সন্তানের মুখের দিকে তাকিয়ে তাঁর সম্মানিত স্ত্রী ন্যায়বিচারের আশায় অপেক্ষায় দিন গুনছেন। গভীর শোককে শক্তিতে রূপান্তর করে, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ‘শহীদী শপথ’ গ্রহণ করেছে শহীদের হাতে গড়া ইনকিলাব মঞ্চের সহযোদ্ধারা।

এত কিছুর পরও এবং অন্যান্য ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চোখে পড়লেও, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে তেমন কোনো কার্যকর তৎপরতা এখনো দৃশ্যমান নয়। খুনি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খাঁনসহ এই হত্যাকাণ্ডের হুকুমদাতা কেউই এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি, এমনকি খুনীর অবস্থান সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

শহীদ ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির মধ্যেও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে কোনো স্পষ্ট বক্তব্য শোনা যায়নি। বিচার নিশ্চিতের বিষয়ে প্রধান উপদেষ্টাকে সুস্পষ্ট ও দায়িত্বশীল অবস্থান নিতে হবে।

এদিকে ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি করে শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবি ও আন্দোলনকে ছাত্র-জনতার মন থেকে মুছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। গণমাধ্যমেও এই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে পর্যাপ্ত ফলোআপ সংবাদ চোখে পড়ছে না।

আমরা এসব ষড়যন্ত্র ও অপচেষ্টাকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব। দেশের আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম, রাজনৈতিক দল, ছাত্রসংগঠন ও সুশীল সমাজসহ সকল শ্রেণি-পেশার মানুষকে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়ে ইনসাফ প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছি।

শহীদ ওসমান হাদির হত্যার দ্রুততম ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা পিছু হটব না, এক চুলও না। আমরা শপথ করছি, শহীদ ওসমান হাদির স্বপ্নের ইনসাফভিত্তিক, সার্বভৌম ও মর্যাদাশীল একটি নতুন বাংলাদেশ গড়ে তুলব।

ইনকিলাব জিন্দাবাদ।

জুয়েল ভাই বলেছিলেন, “প্রেয়সী কখনও কুৎসিত হয়না” আসলে যারা মন থেকে ভালোবাসে তাদের চোখে তার প্রিয় মানুষ সবচেয়ে সুন্দরী রমনী...
24/12/2025

জুয়েল ভাই বলেছিলেন, “প্রেয়সী কখনও কুৎসিত হয়না” আসলে যারা মন থেকে ভালোবাসে তাদের চোখে তার প্রিয় মানুষ সবচেয়ে সুন্দরী রমনী ❤️

চাকসু সদস্য সানজিদাকে আজ বিয়ে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ।
24/12/2025

চাকসু সদস্য সানজিদাকে আজ বিয়ে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ।

বিয়ের আগে আমার চেহারা যেমন ছিল ঐ রকম বানিয়ে দে, স্বামী স্ত্রী স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছিল, স্বামী কম টাকা নিয়ে যাওয়ার কা...
24/12/2025

বিয়ের আগে আমার চেহারা যেমন ছিল ঐ রকম বানিয়ে দে,
স্বামী স্ত্রী স্মৃতিসৌধে ঘুরতে গিয়েছিল, স্বামী কম টাকা নিয়ে যাওয়ার কারণে স্ত্রী ক্ষি*প্ত হয়ে স্বামীকে মা*রতেছে,আমার টাকা কম স্বামী মা*র খেয়ে বলতেছে, তোমার যদি ভালো নালাগে তুমি চলে যেতে পার, এক পর্যায়ে স্ত্রী বলতাছে আমার বিয়ের আগে আমার চেহারা শরীর যে রকম ছিল, ঐ রকম বানিয়ে দে আমি চলে যাব,আমার আগের চেহারা ভাল ছিল এখন তোর কাছে এসে ন*ষ্ট হয়ে গেছে, এখন চেহারার কি করবি কর , ঝ*গড়ার সময় আশেপাশের লোক জড় হয়ে গেছে, স্বামী কি করবে মাথায় হাত দিয়ে এদিক সেদিক ঘোরাফেরা করছে স্ত্রীর য*ন্ত্রণায় ।

23/12/2025

ক্ষমতায় গেলে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ ভাতা দেবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

এ কথা যারা বিশ্বাস করেন তারাই শুধু লাভ রিয়েক্ট দিন।

৯০ বছর বয়সে হাদির জন্য কাঁদলেন এক বৃদ্ধা—চাইলেন বিচার।কাঁপা কণ্ঠে বলছিলেন, ওসমান হাদীর বাবা থেকে শুরু করে পুরো পরিবারই ত...
23/12/2025

৯০ বছর বয়সে হাদির জন্য কাঁদলেন এক বৃদ্ধা—চাইলেন বিচার।

কাঁপা কণ্ঠে বলছিলেন, ওসমান হাদীর বাবা থেকে শুরু করে পুরো পরিবারই তার পাশে ছিল। হাদি নিজেও নিয়মিত অর্থনৈতিক সাহায্য করত, খোঁজ নিত।

আজ সেই মানুষটা নেই। বৃদ্ধার প্রশ্নটা খুব সাধারণ, কিন্তু ভীষণ ভারী—
“এখন আমারে কেডা সাহায্য করবে?”

এই কথাগুলো রাজনীতি নয়, সংবাদ নয়—এগুলো নিখাদ মানবিক আর্তনাদ, যা মন আর হৃদয় দুটোই নাড়িয়ে দেয়।

ওনার শখ হয়েছিলো মেট্রোর ছাদে ওঠার। সচিবালয় স্টেশন থেকে ওনারা দু'জন মেট্রোর ছাদে উঠেছেন। একজন পালিয়েছে। ওনার কপাল খারাপ ধ...
01/12/2025

ওনার শখ হয়েছিলো মেট্রোর ছাদে ওঠার। সচিবালয় স্টেশন থেকে ওনারা দু'জন মেট্রোর ছাদে উঠেছেন। একজন পালিয়েছে। ওনার কপাল খারাপ ধরা পড়েছেন। কিশোর বয়সের এডভেঞ্চার আর কি। কিন্তু ওনাদের নিয়ে মেট্রো যদি চলতে শুরু করতো তাহলে লাশও খুঁজে পাওয়া যেতো কিনা সন্দেহ। কারণ ১৫শ ভোল্টের বিদ্যুতে চলে মেট্রোরেল। রেলের ছাদের গা ঘেঁষে চলে গেছে বিদ্যুত লাইন।

ওনারা হয়তো রেগুলার কমলাপুর বা তেজগাঁও থেকে রেলের ছাদে চড়ে বসেন। এবার হয়তো মেট্রোর ছাদে চড়ার শখ হয়েছিলো। কন্ট্রোল রুমের নজরদারিতে বিপর্যয় এড়ানো গেছে।

রাত পৌনে নয়টায় ফার্মগেট স্টেশনে গিয়ে শুনি এই কাহিনী। যথারিতি তখনই বন্ধ হয়ে গেছে মেট্রো 😶

ঢাকামেট্রো

এই সেই মেট্রোরেল কান্ড এর যুবক!
30/11/2025

এই সেই মেট্রোরেল কান্ড এর যুবক!

হয়ে যাক ভোট
29/11/2025

হয়ে যাক ভোট

29/11/2025
কি শুরু হলো দেশটাতে, কখনো নিজে নিজে ঢুকে যায়, কখনো অন্য কেউ ঢুকিয়ে দেয়। ২ দিন আগে লাউ কাহিনী শেষ হল, আজ আবার মার্কার পেন...
26/11/2025

কি শুরু হলো দেশটাতে, কখনো নিজে নিজে ঢুকে যায়, কখনো অন্য কেউ ঢুকিয়ে দেয়। ২ দিন আগে লাউ কাহিনী শেষ হল, আজ আবার মার্কার পেন।

কি আর করা, ঘটনা যাই হওক, সমস্যার সমাধানতো আমাকে করতেই হবে.......

অপারেশন করা হল, রোগীও ভাল আছে।

সবাই সাবধানে থাকবেন, বাচ্চাদের, ছেলেমেয়েদের সাবধানে রাখবেন।

নিজের পিছনে সবসময় একটা চোখ রাখবেন......

~ডা. পলাশ চন্দ্র বিশ্বাস

Address

Jessore
7410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share