02/07/2024
আমাকে খুব সহজে ভুলে থাকা যায়
যেভাবে ক্ষুধার্ত সরল শিশু মায়ের কোলে থেকে ভুলে যায় ক্ষুধার যন্ত্রণা।
আমাকে ভুলে থাকা যায় আজীবন করা ভুল গুলো যেভাবে ভুলে যওয়া সহজ।
মনে রাখার মতো তেমন কিছুই হয়তো আমি করতে পারিনা হয়তো তেমন একটা প্রয়োজন পড়ে না । কালক্রমে ভুলে যাওয়াই হয়তো স্বাভাবিক।
___ আরিফ