Shirina Rahman

Shirina Rahman daily vlog
(58)

একজন সন্তানের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান উপহার হলো—✨ তার বাবা ও মায়ের মধ্যে ভালোবাসা, সম্মান আর সুস্থ সম্পর্ক। 💖
24/07/2025

একজন সন্তানের জন্য সবচেয়ে বড়, সবচেয়ে মূল্যবান উপহার হলো—
✨ তার বাবা ও মায়ের মধ্যে ভালোবাসা, সম্মান আর সুস্থ সম্পর্ক। 💖

24/07/2025
দেশ খাবে রাজনীতিবিদরা  আর আমরা চুমু খাব লাশের গায়ে
23/07/2025

দেশ খাবে রাজনীতিবিদরা আর
আমরা চুমু খাব লাশের গায়ে

23/07/2025

কোথায় যাই

এখন আর ফেইসবুকে ঢুকতে ইচ্ছে করেনা,,,মনটা কেনো যেনো ভীষণ খারাপ হয়ে যায়, মনটা খালি কাঁদে ঐই নিষ্পাপ বাচ্চাগুলোর জন্য। কিভা...
23/07/2025

এখন আর ফেইসবুকে ঢুকতে ইচ্ছে করেনা,,,
মনটা কেনো যেনো ভীষণ খারাপ হয়ে যায়, মনটা খালি কাঁদে ঐই নিষ্পাপ বাচ্চাগুলোর জন্য। কিভাবে ঐই বাবা-মা গুলো বাঁচবে তাদের কলিজার টুকরোদের ছাড়া 😢

23/07/2025

আমার মেজো চাচার বাসায় যখনই যায়, তুবা খুব খুশি হয়🥰

সন্তান কি জিনিস সেটা শুধু মাএ একজন মা যানে!কম বেশি সব বাচ্ছারায় দুষ্টামি করেআর আমারা মায়েরা সব কিছু সামলেযখন অনেক বেশি ক...
22/07/2025

সন্তান কি জিনিস সেটা শুধু মাএ একজন মা যানে!
কম বেশি সব বাচ্ছারায় দুষ্টামি করে
আর আমারা মায়েরা সব কিছু সামলে
যখন অনেক বেশি ক্লান্ত হয়ে যাই!
তখনি বাচ্ছার করা অন্যায় আবদার গুলা
আমাদের অনেক বিরক্তকর মনে হয়
আর ঠিক তখনি বাচ্ছার সাথে উচ্চস্বরে কথা বলি
মাঝেমধ্যে বাচ্চার গায়ে হাত তুলি!
ঠিক তখনি বাচ্ছার আড়ালে গিয়ে মুখ লুকিয়ে আবার কান্না করি!
বাচ্ছার বাবারা পর্যন্ত বাচ্চাদের সাথে,, উচ্চস্বরে কথা বললে সেটা মেনে নিতে পারি না😭
মনের ভিতরে শুধু একটা কথাই চলতেছে
যে সকল মায়েরা সন্তান হারাইছে তারা কিভাবে নিজেদেরকে সান্তনা দিচ্ছে 😭আল্লাহর কাছে একটাই ছাওয়া আল্লাহ তুমি সকল মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও 🤲

22/07/2025

Ice-cream 🍦

21/07/2025

আমার আম্মুর হাতের এই বিফ ফ্রাইটা এত মজা ছিলো 🥰

বিমান দূর্ঘটনার দায় কার, সেটা হয়তো কখনোই জানা যাবে না।কিন্তু যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটা বহু বছরের পুরোনো বিমান। ৮৪ সা...
21/07/2025

বিমান দূর্ঘটনার দায় কার, সেটা হয়তো কখনোই জানা যাবে না।

কিন্তু যে বিমান বিধ্বস্ত হয়েছে, সেটা বহু বছরের পুরোনো বিমান। ৮৪ সালের দিকে বানানো।

এই বিমান দুনিয়াজোড়া উড়ন্ত কফিন বলে। আর আমাদের এটা দিয়ে প্রশিক্ষন চলে।

আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training)সদ্য বিবাহিত সে...

সলো ফ্লাইট ট্রেনিং হলো একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট অপারেট করার জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড, সেটি'ই প্রমাণিত হয় সোলো ফ্লাইটের মাধ্যমে। ট্রেনিং-এর এপর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো-পাইলট বা কোনো প্রকার ইন্সট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইট অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আজ সেরকমই একটি ট্রেনিং ফ্লাইট অপারেট করছিলেন।

যেকোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এরিয়া থেকে দূরেই হয়ে থাকে, তবে সলো ফ্লাইট সাধারণত আর্বান এরিয়াতেই হয়ে থাকে৷ আর আর্বান এরিয়াতে এধরণের সেন্সিটিভ ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে যথেষ্ট কোয়ালিফাইড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট। তো ট্রেনিংয়ের লক্ষ্যে তৌকির তার এফ-৭ বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন।

এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা'র আকাশজুড়ে তিনি উড়তে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানে কিছু সমস্যা আঁচ করেন। কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে বিমান নিচের দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে ইন্সট্যান্ট রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়।

কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জানা সম্ভব হয়েছে: ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত অব্দি চেষ্টা করেছেন বিমান বাচানোর জন্য। তিনি বিমানটির সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বেসের দিকে ছুটতে থাকেন। এর মধ্যেই কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক এক থেকে দেড় মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বি'ধ্ব'স্ত হয়।

এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে। তবে বিমানের ঠিক কি ধরণের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এই দুর্ঘটনা ঘটলো, তা কেবলমাত্র ম্যাসিভ ইনভেস্টিগেশন হলেই জানা সম্ভব।

Whatever happened,DON’T blame the pilot.He tried! He really did.He knew it was a school,he knew there were kids around. That’s why he didn’t eject.He stayed till the last second, trying to steer the jet away.He gave it everything.He went down with it.

Don’t disrespect the Bangladesh Air Force.

Don’t throw dirt on the ones who serve and protect.

We salute you, brother ♥️

হে আরশের মালিক! উত্তরায় মাইলস্টোন কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় আহত, অগ্নিদগ্ধ সকলের প্রতি আপনি রহম করুন।

21/07/2025

খেলা

20/07/2025

মজাদার খাবার 😋❤️

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shirina Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category