
05/08/2025
মায়েরা চায় না কিছু… শুধু চায় সন্তানের একটু সময়। তারা কখনো অভিযোগ করে না, ক'ষ্ট পেলে মুখ বুজে সয়ে নেয়।
আপনি ব্যস্ত বললে তারা চুপ করে যায়, আপনি বি'রক্ত হলে তারা আর কিছু বলে না! দিনের পর দিন অপেক্ষা করে, শুধু একটা খোঁজের জন্য… "বাবা, আজ কেমন আছিস?" — এই একটি প্রশ্নই তো চায় তারা।
কিন্তু আমরা কী দিই?
অ'জুহাত, অ'বহেলা আর সময় নেই—এই তিনটিই তো মায়ের প্রাপ্য হয়ে দাঁড়ায়!
একদিন হয়তো মা থাকবে না, তখন সময় থাকবে অনেক…
কিন্তু যাকে দেওয়ার ছিল, সে থাকবে না।
📌 সময় থাকতেই মায়ের জন্য সময় রাখো। ভালোবাসা প্রকাশে দেরি করবেন না… কারণ সময় অপেক্ষা করে না...