04/03/2024
আমার বউ তরী এতই বেশী হিন্দি সিরিয়াল দেখে যে, বাসর রাতে সে স্টার-প্লাস লাগিয়ে দিয়েছে।
তবে হিন্দি সিরিয়ালে আমার কোন প্রবলেম নেই, কিন্তু প্রবলেম হলো ওর হিন্দি বলাতে।
সে সব কিছু বাংলাতে বললেও, শুধু একটা শব্দ হিন্দি বলে। আর সেটা হলো ও চুল'কে বাল বলে।
ওইদিন আম্মাজান বউকে বললেন... মা! চিরুনি'টা নিয়ে আয় তো!
বউ বলল," মা বালের জন্য কি আনবো !"
মা তো কথাটা শুনে মৃদু স্ট্রোক করলেন। শেষে কোনো রকম বুঝিয়ে দমানো গেলো আর কি।
আমার বিয়ের পর প্রথম আমার বউকে দেখতে আসলেন আমার অফিসের বস । এসে সোফায় বসে আমাকে বললেন,, ,শাওন তোমার বউকে তো দেখি নি,,, কোথাও তোমার বউ ডাকো। তাড়াতাড়ি কর,,আমার আবার কাজ আছে।"
বউ, নাস্তার ট্রে নিয়ে সালাম দিয়ে বলল," স্যার! কেমন আছেন? স্যার, আপনি তো অনেক স্মার্ট।
স্যার খুশি হয়ে বললেন," আলহামদুলিল্লাহ এবং ধন্যবাদ।
তরী বলল: স্যার আপনার বাল থাকলে, আরো সুন্দর লাগত। লম্বা বাল, স্যার'দের বেশ মানায় ভালো। আমি তো শাওন'কে বালের জন্যই বিয়ে করিছি। বাল না হলে কি বিয়ে করতাম?"
স্যার,বুকে হাত দিয়ে রেখেছেন। মনে হয় হার্ট এটাক
করে ফেলেছেন বোধহয় । বস তাড়াতাড়ি করে উঠে হাসপাতাল এর দিকে স্ব-ইচ্ছায় চলে গেলেন।
ওইদিন গ্রাম থেকে ফুঁপি এসেছেন বউকে দেখতে।
বউ এর চেহারা দেখে বললেন, মাশাল্লাহ! বউয়ের চেহারা তো জব্বর সুন্দর। চুলটা লম্বা করলে আরো ভাল লাগত।
বউ বলে কিনা," আপনি কি বালের কথা বলতেছেন। বাল বড় করতে আপনাদের ভাতিজা'ই দেয় না!"
ফুঁপি কথাটা শুনে অজ্ঞান হয়ে গেলেন। শেষে গ্রামেই গিয়ে জ্ঞান ফিরলো।
শেষমেশ এই বালের শব্দের জন্য বাবার দুইবার হার্ট এটাক ও মায়ের দুইবার স্টোক হয়ে গেছে অলরেডি। ডাক্তার বলেছে, আরেকবার হলে বাঁচানো যাবে না।
তাই চিন্তা করলাম "তরী" কে ডিভোর্স দিয়ে দিবো।
ডিভোর্স দিতে বউকে নিয়ে গেলাম আদালতে, জজ সাহেব "তরী" কে জিজ্ঞাসা করলেন: মা! ডিভোর্স কেন দিচ্ছে তোমার হাজবেন্ড? প্রবলেম কিসে?"
বউ বলে উঠলো," আমার কোনো প্রবলেম নেই। প্রবলেম হলো আমার বালের। আপনি কি বালের জজ, যে বালের রায় দিবেন এখন?"। বাল বলা কি অপরাধ স্যার। স্যার আপনে বলেন,,সেটাকি আমার দোষ।
জজ সাহেব দেখলাম অজ্ঞান হয়ে টেবিলের উপর থেকে দপাশ করে নিচে পড়ে গেলেন। মনে হয় বেঁচে নেই।
তারাতারি কেউ দেখার আগে বউকে নিয়ে কেটে পড়লাম। সে ঘটনার পর ভাবলাম, ডিভোর্স তো দিতে পারলাম না, তাই এক কাজ করা যাক । বউকে বাংলা শেখানোর জন্য মাস্টার রেখে দেই, যাতে শব্দটা চেঞ্জ করা যায়।
বাংলা মাস্টার বউকে পড়াচ্ছেন," বাল মানে চুল, চুল মানে বাল নয়!"
মুখে মুখে তরীও পড়ছে। "বাল মানে বাল, বাল মানে বাল নয়!"
আমি এবার সত্যি সত্যি মনে মনে হিন্দি সিরিয়াল'কে বাল বলে গা'লি দিয়ে বসলাম।
আমি একটা চুলের শ্যাম্পু কোম্পানিতে চাকরী করি। ঘরে বউয়ের বাল শব্দটা শুনতে শুনতে কখন যে আমার মাঝে, বালের ভাইরাস'টা ঢুকে গেছে, সেটা আমি বুঝতে পারিনি।
ওইদিন আমাদের প্রোডাক্ট নিয়ে লাইভে মার্কেটিং করছিলাম। শ্যাম্পু'টা হাতে নিয়ে বললাম,"এই হলো বালের শ্যাম্পু। এই শ্যাম্পু দিলে,আপনার বাল হবে, চকচকে, উজ্জ্বল ও রেশমি নরম। আপনার বালকে যদি সুন্দর ও চিল্কি করতে চান, তাহলে আজই সংগ্রহ করুন বালের শাম্পু, তাই বেশি বেশি বালের শ্যাম্পু মাখুন,আপনার বাল লম্বা করুন!"
-----
এইদিকে আমার এই বালের চক্করে আমাদের পুরা কোম্পানি টাই শেষ হয়ে গেল। সরকার কোম্পানিকে বাজেয়াপ্ত করলো, আর আমাদের বস উপরে চলে গেলেন।
শেষে, অনেক সাধনা ও কষ্টে আমি আমার বাল শব্দ থেকে চুল শব্দটা ফেরত আসলাম । কিন্তু যতো চিন্তা রয়ে গেল আমার বউ তরীকে নিয়ে।।
আপনাদের কে বলছি একটু বালের যত্ন নিবেন, সরি চুলের যত্ন নিবেন, কেমন।