মানবিক পুলিশ

মানবিক পুলিশ "মানবতার সেবক "
"আমার ভিডিও গুলো ভালো লাগলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন "

"বিক্রি হওয়া প্রতিটি ফুল জানে,প্রয়োজন শেষে মানুষ কতটা "নিষ্ঠুর"💔🥀"
(2)

বাবা: ৮ম বিসিএস ক্যাডার (Additional IGP)ছেলে: ৪০ তম বিসিএস ক্যাডার (ASP)চেষ্টা, পরিশ্রম ও প্রচুর ধৈর্য্য থাকলে সফলতা একদ...
29/09/2025

বাবা: ৮ম বিসিএস ক্যাডার (Additional IGP)
ছেলে: ৪০ তম বিসিএস ক্যাডার (ASP)
চেষ্টা, পরিশ্রম ও প্রচুর ধৈর্য্য থাকলে সফলতা একদিন আসবেই ইনশাল্লাহ 👮‍♂️❤️
(সংগৃহীত)

ঠাকুরগাঁওয়ে ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেয়ে সিজদাহ্ লুটিয়ে পড়লেন শিক্ষার্থী।সফলতায় আনন্দ প্রকাশ করার মাধ্যম ই হলো রবের প্রত...
29/09/2025

ঠাকুরগাঁওয়ে ঘুষ ছাড়াই পুলিশে চাকরি পেয়ে সিজদাহ্ লুটিয়ে পড়লেন শিক্ষার্থী।

সফলতায় আনন্দ প্রকাশ করার মাধ্যম ই হলো রবের প্রতি সিজদাহ্!

゚ #জনসেবাইপুলিশ

29/09/2025

পাহাড়িরা এত সাহস পাচ্ছে কোথা থেকে 😅
゚viralfbreelsfypシ゚viral

এই পৃথিবীতে যেন দুই ছোট্ট প্রাণের জন্মটাই এক অভিশাপ! বয়স মাত্র ৮ আর ১০—এই বয়সে যেখানে খেলা, হাসি, স্বপ্ন, ভালোবাসার গল্প...
24/09/2025

এই পৃথিবীতে যেন দুই ছোট্ট প্রাণের জন্মটাই এক অভিশাপ!

বয়স মাত্র ৮ আর ১০—এই বয়সে যেখানে খেলা, হাসি, স্বপ্ন, ভালোবাসার গল্প থাকার কথা, সেখানে তারা জর্জরিত অভাব আর অনাদরে। বাবা আছেন বটে, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে সেই বাবার স্নেহ আর দায়িত্ব যেন অনেক আগেই হারিয়ে গেছে।

মা আছেন, কিন্তু অসুস্থ শরীর নিয়ে কিছুই করতে পারেন না। দুই ভাইয়ের জীবন যেন দুঃখের এক অন্তহীন নাটক। শরীরে কাপড় নেই ঠিকঠাক, পেটে খাবার জোটে না দিনের পর দিন। গোসলের কথা মনে পড়ে না—শেষ কবে পরিষ্কার হয়েছিল, তার হিসাব কারো জানা নেই।

কখনো কোনো শপিং মলের এক কোণে, কখনো ব্যস্ত ওভারব্রিজের নিচে, আবার কখনো খোলা আকাশের নিচে আশ্রয় খুঁজে নেয় তারা। বৃষ্টির ফোঁটা তাদের স্বপ্ন ভিজিয়ে দেয়, ঠান্ডা হাওয়া কাঁপিয়ে তোলে তাদের ক্ষুধার্ত দেহ। পোশাক পাল্টানোর কোনো ব্যবস্থা নেই—অভাব আর কষ্ট যেন প্রতিদিনের সঙ্গী।

শিশুদের চোখে সাধারণত স্বপ্নের আলো থাকে, কিন্তু এ দুই ভাইয়ের চোখে জমে আছে কেবল অভিমান, ক্ষুধা আর বেদনার অশ্রু। পৃথিবীর বুকে দুটি কচি প্রাণ কেবল টিকে থাকার লড়াই করছে। তাদের হাসি হারিয়ে গেছে, শৈশবের আনন্দ ভুলে গেছে—রয়ে গেছে কেবল বেঁচে থাকার সংগ্রাম আর নিরব কান্না।

এই দৃশ্য দেখলে চোখের জল আটকে রাখা যায় না। মনে হয়, পৃথিবী এত নিষ্ঠুর কেন? দু’টি নিষ্পাপ শিশুর শৈশবকে কেড়ে নিয়ে কেন তাদের জীবনকে এমন করুণ কাহিনীতে পরিণত করল ঐ বাবা??আজ তারা শুয়ে আছে শপিং মলের সিঁড়িতে...

সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা-কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার...
23/09/2025

সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা-কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার, সাতক্ষীরা মহোদয়:

অদ্য ২২ সেপ্টেম্বর ২০২৫ খ্রি: তারিখে পুলিশ সুপারের কার্যালয়ে সহকারী পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ায় সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) জনাব মোঃ হাফিজুর রহমান-কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।

সহকারী পুলিশ সুপার জনাব মোঃ হাফিজুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ৩৫ তম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০১৭ সালে এএসপি হিসেবে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহীতে (শিক্ষানবিশ) বেসিক ট্রেনিং এর জন্য যোগদান করেন। পরবর্তীতে তিনি কেএমপি, খুলনা, মাগুরা জেলা, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং ডিএমপি,ঢাকাতে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেন।

র‍্যাংক-ব্যাজ পরিধান শেষে, সাতক্ষীরা জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সহিত পালনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মুকিত হাসান খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সাতক্ষীরা ।

 #আমি যখন এসএসসি পরীক্ষা দেই, তখন বাবা মাঠে কৃষি কাজ করছিলেন। আমিও পড়া ফেলে বাবার সঙ্গে মাঠে কাজ করেছি। আজ আমার চাকরি হয়...
21/09/2025

#আমি যখন এসএসসি পরীক্ষা দেই, তখন বাবা মাঠে কৃষি কাজ করছিলেন। আমিও পড়া ফেলে বাবার সঙ্গে মাঠে কাজ করেছি। আজ আমার চাকরি হয়েছে, বাবাকে গিয়ে বলতে পারবো তোমার আর কোনো পরিশ্রম করতে হবে না। আবেগভরা কণ্ঠে বলছিলেন পিরোজপুরে সদ্য পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া তামিম হোসেন মুন্না।
এভাবেই মেধা ও যোগ্যতার ভিত্তিতে কোনো ঘুষ, সুপারিশ কিংবা বাড়তি টাকা ছাড়াই সরকারি ফি মাত্র ১২০ টাকায় স্বপ্ন পূরণ হচ্ছে হাজারো ছেলে মেয়ের❤️

বাবা নেই😢মা নেই😢ঘর নেই😢বাড়ি নেই!বালিশ নেই,কাঁথা নেই!!এভাবেই রাস্তার পাশে পলিথিন দিয়ে কাঁথার মত করে জড়িয়ে শুয়ে আছে 😭😭😭!!আ...
18/09/2025

বাবা নেই😢
মা নেই😢
ঘর নেই😢
বাড়ি নেই!
বালিশ নেই,কাঁথা নেই!!

এভাবেই রাস্তার পাশে পলিথিন দিয়ে কাঁথার মত করে জড়িয়ে শুয়ে আছে 😭😭😭!!

আহারে জীবন 😢!
আল্লাহ এই পথশিশুদের জন্য আপনি সহায় হয়ে যান!
তাদের কাছে আপনার কুদরতি সাহায্য পাঠিয়ে দিন!

মায়ের স্থান সবসময় উপরে 🧡
18/09/2025

মায়ের স্থান সবসময় উপরে 🧡

দুনিয়াতে কাকে বিশ্বাস করবো পাউরুটি দিয়ে চা খেতে চাইলাম পাউরুটি নিজেই অর্ধেক চা খেয়ে নিলো।
18/09/2025

দুনিয়াতে কাকে বিশ্বাস করবো পাউরুটি দিয়ে চা খেতে চাইলাম পাউরুটি নিজেই অর্ধেক চা খেয়ে নিলো।

অসাধারণ 😍
17/09/2025

অসাধারণ 😍

17/09/2025

এভাবে আর কত পুলিশের উপর হামলা হলে এদেশের মানুষ শান্ত হবে?

রাতে পুলিশ চেকপোষ্টে তল্লাশির জন্য যখন গাড়ি থামানো হয়,তখন যাত্রীরা এতোটাই বিরক্তবোধ করে যে,মনে হয় পুলিশ নয় ডা-কা-ত গাড়ি ...
14/09/2025

রাতে পুলিশ চেকপোষ্টে তল্লাশির জন্য যখন গাড়ি থামানো হয়,তখন যাত্রীরা এতোটাই বিরক্তবোধ করে যে,মনে হয় পুলিশ নয় ডা-কা-ত গাড়ি থামিয়েছে ডা-কা-তি করার জন্য।

অথচ যখন অপ্রত্যাশিত ঘটনার স্বীকার হন,তখন আপনি সবার আগে পুলিশকেই খোঁজেন।
আপনাদেরই নিরাপত্তার জন্য সাময়িক সময় বিলম্ব আপনাদের সহ্য হয়না।আর তাই বিপদে পড়লেও হায় হায় করা ছাড়া আর কোনো উপায় থাকেনা।

একজন সুনাগরিকের উচিৎ আইনশৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব পালনে সহায়তা করা।

নিরাপদ রাষ্ট্র গড়তে সর্বপ্রথম যেটা জরুরী সেটা হলো আইনশৃঙ্খলা বাহিনীকে তার দায়িত্ব সঠিকভাবে এবং বাধাহীনভাবে পালন করতে দেওয়া।

দেশটা হোক সুন্দর 🇧🇩 নিরাপদ থাকুক সবাই ।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when মানবিক পুলিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share