মানবিক পুলিশ

মানবিক পুলিশ "মানবতার সেবক "
"আমার ভিডিও গুলো ভালো লাগলে আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন "

"বিক্রি হওয়া প্রতিটি ফুল জানে,প্রয়োজন শেষে মানুষ কতটা "নিষ্ঠুর"💔🥀"
(2)

ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য সারাদেশ ব্যাপী ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। 💖💖
05/09/2025

ঈদে মিলাদুন্নবী শান্তিপূর্ণ ভাবে উদযাপনের জন্য সারাদেশ ব্যাপী ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। 💖💖

“স্যার, আমারে গাড়িতে তুলে দেন… আমি বাড়ি যাব”—কাপতে কাপতে বলছিলেন জামালপুর থেকে অপহরণের শিকার হওয়া মাত্র ১৫ বছরের এক কিশো...
05/09/2025

“স্যার, আমারে গাড়িতে তুলে দেন… আমি বাড়ি যাব”—কাপতে কাপতে বলছিলেন জামালপুর থেকে অপহরণের শিকার হওয়া মাত্র ১৫ বছরের এক কিশোরী।

দায়িত্বরত পুলিশ সার্জেন্ট Sumon Halder বিষয়টি শুনে মেয়েটির কাছে বিস্তারিত জানতে চান। কিশোরীটি জানায়

“আমাকে জামালপুর থেকে নিয়ে এসেছে। গলায় ওড়না পেঁচিয়ে খারাপ কাজ করতে চায়। স্যার, আমারে গাড়িতে তুলে দেন আমি বাড়ি যাব।”

তাৎক্ষণিকভাবে সার্জেন্ট সুমন হালদার মেয়েটিকে সঙ্গে নিয়েই হোটেলে গিয়ে অপহরণকারীকে চিহ্নিত করেন এবং তাকে আটক করতে সক্ষম হন। পরে আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহযোগিতায় কিশোরীকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এবং অপহরণকারীকে আইনের আওতায় আনা হয়।

অভিভাবকদের প্রতি অনুরোধ, সন্তানদের চলাফেরায় সচেতন থাকুন এবং তাদের নিরাপত্তার ব্যাপারে সর্বদা সতর্ক দৃষ্টি রাখুন।”

কলারোয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২১ (একুশ) বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার:সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ স...
05/09/2025

কলারোয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২১ (একুশ) বোতল বিদেশী মদসহ ০১ জন গ্রেফতার:

সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয় এর দিক-নির্দেশনায় অফিসার ইনচার্জ, কলারোয়া থানা, জনাব শেখ সাইফুল ইসলাম এর নেতৃত্বে ০৪/০৯/২০২৫ খ্রিঃ তারিখ এসআই(নিঃ)/ মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করিয়া কলারোয়া থানাধীন খোর্দ্দ গ্রামস্থ খোর্দ্দ বাজার সিরাজ ভবনের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২১ (একুশ) বোতল বিদেশী মদ সহ আসামী ১। মোঃ মোমিনুর রহমান (২৪), পিতা-মৃত নূর আলী, মাতা-মোছাঃ পিয়ারা খাতুন, সাং-বাকসা তাতীপাড়া, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করা হয়। উক্ত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

05/09/2025

হিজড়াদের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারন মানুষ। সাধারণ জনতা পুলিশের তুলে দিলেন, হিজলাদের।

কখনো ট্রাকের ধাক্কা জীবন চলে যাচ্ছে, কখনো অটো টেনে হিচড়ে নিচ্ছে আবার কখনো বাইকার ডকুমেন্ট দেখানোর ভয়ে গায়ের উপর তুলে দিয়...
05/09/2025

কখনো ট্রাকের ধাক্কা জীবন চলে যাচ্ছে, কখনো অটো টেনে হিচড়ে নিচ্ছে আবার কখনো বাইকার ডকুমেন্ট দেখানোর ভয়ে গায়ের উপর তুলে দিয়ে পালিয়ে যাচ্ছে। এভাবেই প্রতিটি মুহুর্তে জীবন ঝুঁকি নিয়েই ডিউটিতে অবিচল ট্রাফিক সদস্যরা।

তীব্র রোদে পিচঢালা রাস্তায় ২-৩ মিনিটেই ঘামে ভিজে যায় পুরো শরীর, আবার পরের মিনিটেই শুকিয়ে যায় সেই ঘামভেজা ইউনিফর্ম। কোলাহল, গরম, ধুলো কিংবা বৃষ্টি —কিছুই যেন তাদের থামাতে পারে না। একসময় শরীরে বাসা বাঁধে মা রা ত্ম ক রোগ, তবুও দমিয়ে যায় না তারা।

ট্রাফিকে কর্মরত সদস্যদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা 🫡❤️

পুলিশ সার্জেন্ট রনির মানবিকতায় একজন পথচারী প্রাণে বেঁচে গেলেন। গুলশান-২ (গোলচত্বর) লোকেশনে একজন পথচারী হঠাৎ অসুস্থ হইয়ে ...
04/09/2025

পুলিশ সার্জেন্ট রনির মানবিকতায় একজন পথচারী প্রাণে বেঁচে গেলেন।

গুলশান-২ (গোলচত্বর) লোকেশনে একজন পথচারী হঠাৎ অসুস্থ হইয়ে পরলে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট রনি পথচারীদের সহযোগিতায় পুলিশ বক্সে নিয়ে আসেন। সার্জেন্ট রনি পানি খাইতে দিলে পুলিশ বক্সে বসে থাকা অবস্থায় খিচুনি দিয়ে অজ্ঞান হয়ে পড়েন। তাৎক্ষণিক মাথায় পানি দেওয়ার ব্যবস্থা করেন এবং হাত পা মুছে দেওয়ায় জ্ঞান ফিরে তারপর সোফায় শুয়ে কিছুক্ষণ বিশ্রাম করেন। প্রাথমিক চিকিৎসা শেষে CMH এ পাঠানোর ব্যবস্থা করা হয়।।

এমন হাজারো মানবিক কাজ বাংলাদেশ পুলিশ প্রতিনিয়ত করে থাকেন।।।

অন্তত পুলিশের ভালো কাজগুলো আমরা শেয়ার করতে পারি কি??

ভাইটি জাগরনী চক্র ফাউন্ডেশনে চাকুরি করেন।লখপুর,বাগেরহাট মোটরসাইকেলে Acci*de*nt করছে। নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। যদি...
04/09/2025

ভাইটি জাগরনী চক্র ফাউন্ডেশনে চাকুরি করেন।লখপুর,বাগেরহাট মোটরসাইকেলে Acci*de*nt করছে। নাম ঠিকানা কিছুই বলতে পারছে না। যদি কেউ চিনে থাকেন লখপুর বাগেরহাট যোগাযোগ করেন।

©

"জীবন এক অদ্ভুত পথচলা,!যেখানে প্রতিটি মোড়েই নতুন কিছু অপেক্ষা..!💖 MD Raihan Hosen
04/09/2025

"জীবন এক অদ্ভুত পথচলা,!যেখানে প্রতিটি মোড়েই নতুন কিছু অপেক্ষা..!💖 MD Raihan Hosen

এইচএসসি পাসে পুলিশ এএসআই পদে নিয়োগ হবে সরাসরি। অতি শীগ্রই নিয়োগ আসছে।
04/09/2025

এইচএসসি পাসে পুলিশ এএসআই পদে নিয়োগ হবে সরাসরি। অতি শীগ্রই নিয়োগ আসছে।

মানবিক আবেদন:: "আসাদগেইট থেকে কলেজগেট আসার পথে,কলেজ গেইট এর কাছে,রেসিডেন্সিয়াল এর প্রাচীরের পাশে ফুতপাতে এই লোকটা পড়ে আছ...
03/09/2025

মানবিক আবেদন::

"আসাদগেইট থেকে কলেজগেট আসার পথে,কলেজ গেইট এর কাছে,রেসিডেন্সিয়াল এর প্রাচীরের পাশে ফুতপাতে এই লোকটা পড়ে আছে।
মানসিক ভারসাম্যহীন।
বৃষ্টির মধ্যেও সেমভাবেই আছে।
একটা পা নষ্ট পচে যাচ্ছে অ্যান্ড হাড় বের হয়ে গেছে।
উনাকে কি কোনোভাবে রেসকিউ করা সম্ভব?"

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when মানবিক পুলিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share