Mamun Hossan

Mamun Hossan আসসালামু আলাইকুম।
🌻সবাই আমাকে সাপোর্ট করবেন 🌻।

24/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

23/06/2025

সুখে থাকাই জীবনের চরম সার্থকতা নয়
বরং কাউকে সুখে রাখতে পারাটাই
হলো জীবনের সবচেয়ে
বড় সার্থকতা।

18/06/2025

সব চাকরি ছেড়ে 'লাউ চাষ' নয়—বাস্তবতা বুঝুন

আজকাল এমন শিরোনাম অনেক দেখা যায়—
🔹 “মাছ কেটে দিনে ১০ হাজার আয়”
🔹 “চাকরি ছেড়ে গোবর আর কেঁচো নাড়াচাড়া”
🔹 “লাউয়ের বাগান করে কোটিপতি”

এই গল্পগুলো শুনে তরুণদের অনেকেই প্রলোভনে পড়ে যান। কিন্তু বাস্তবতা এতটা রঙিন নয়। আমি নিজ চোখে দেখা একজনের কথা বলি—ভালো বেতন পাওয়া চাকরি ছেড়ে হুট করে এই ‘কুইক ক্যাশ’ পথে নেমে এখন হাহাকার করছে।

১। স্কেলআপযোগ্যতা (Scalability)

যে পেশাই করেন না কেন, সেটাতে স্কেল বা বৃদ্ধি করার সুযোগ থাকতে হবে।
একজন রিকশাওয়ালা হয়তো নতুন চাকরিজীবীর চেয়ে বেশি আয় করে—তবে তার ইনকাম বাড়ানোর একমাত্র উপায় বেশি সময় রিকশা চালানো। ১০ ঘণ্টার জায়গায় ২০ ঘণ্টা! এটা কি সম্ভব? বৃষ্টি, অসুস্থতা বা ছুটির দিন মানেই আয় শূন্য।

অন্যদিকে, চাকরিতে ৪-৫ বছরের মধ্যেই অভিজ্ঞতার ভিত্তিতে ইনকাম স্বাভাবিকভাবে দ্বিগুণ হয়—অতিরিক্ত সময় না দিয়েও।

২। আপনার আগ্রহের সঙ্গে কাজের মিল থাকতে হবে

শুধু কারও ফেসবুক পোস্ট দেখে চাকরি ছেড়ে মাছ কাটতে নামবেন?
প্রশ্ন করুন নিজেকে—আগামী ৩০ বছর আপনি প্রতিদিন বাজারে গিয়ে মাছ কাটতে পারবেন? জীবনের আনন্দ কোথায় থাকবে?

৩। লাইফস্টাইল ও ভবিষ্যতের সাথে কাজের সামঞ্জস্য

আজ আপনি বাইক চালান, কাল গাড়ি কিনবেন—কিন্তু বাদাম বিক্রেতা হয়ে গাড়ি চালিয়ে কোথায় যাবেন? পেশা বদল মানেই জীবনধারা ও স্বপ্ন বদল কি?

৪। নেটওয়ার্ক মানেই সম্পদ

চাকরি বা পেশাদার উদ্যোক্তা জীবনে আপনি এমন এক নেটওয়ার্কে প্রবেশ করেন, যেটা ভবিষ্যতে অনেক দরজা খুলে দেয়।
স্টেশনারি কোম্পানির মার্কেটিং-এ কাজ করলে আপনি প্রতিদিন নতুন মানুষ, নতুন প্রতিষ্ঠান ও নতুন সুযোগের সাথে যুক্ত থাকেন।

কিন্তু রাস্তায় ঝুড়ি নিয়ে দাঁড়ালে আপনার চারপাশে থাকবে শুধুই দিনশেষে বাসায় ফেরার চিন্তায় থাকা মানুষেরা—যাদের কাছে বড় স্বপ্ন বলে কিছু নেই।

👉 মনে রাখুন: Your network is your net-worth

৫। প্রচার ও বাস্তবতার পার্থক্য

নিউজে লেখা—“লাউ চাষে লাখপতি”, পড়ে ভিতরে দেখা যায় বছরে আয় ৩ লাখ টাকা—মানে মাসে ২৫ হাজার!
এই আয়ের জন্য হেডলাইন কেন?
আর আইফোন হাতে বাদামওয়ালা, DSLR হাতে খিচুড়ি বিক্রেতারা আজ কোথায়? কেন তারা টিকে থাকেনি?

✅ সিদ্ধান্ত নিন বাস্তবতা ও সামর্থ্য দেখে

আপনার যদি ভালো কোনো প্ল্যান থাকে এবং শুধু ৫০ হাজার টাকার অভাবে থেমে থাকেন, তখন সাময়িকভাবে বাদাম বিক্রি করে সেটি তুলে ফেলা বুদ্ধিমানের কাজ।
কিন্তু এসব পেশাকে যদি আপনি চাকরির স্থায়ী বিকল্প ভাবেন, সেটাই হবে সবচেয়ে বড় ভুল।

---

কোনো কাজই ছোট নয়। কিন্তু সব কাজই আপনার উপযোগী নয়।
চাকরি হোক বা ব্যবসা—সেটা নয় মূল কথা। আপনি কোনটা ভালোভাবে করতে পারবেন, কিসে আপনার আগ্রহ ও সামাজিক ভারসাম্য বজায় থাকবে, সেই দিকেই এগোন।
কাজ করুন, আত্মমর্যাদা রক্ষা করুন, আয় করুন।

---

[📌 পোস্টটি কপি করা হলেও আমি মনে করি এটি সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করলাম]

😁😁
16/06/2025

😁😁

16/06/2025

Address

Jessore
Jessore

Alerts

Be the first to know and let us send you an email when Mamun Hossan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share