বাংলার ভোর

বাংলার ভোর নিপীড়িত মানুষের পক্ষের দৈনিক

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উদ্যোগে বেনাপোল “মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে বেনাপোল ...
27/10/2025

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উদ্যোগে বেনাপোল “মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে বেনাপোল বলফিল্ড মাঠে প্রতিযোগিতার প্রথম ম্যাচে অংশগ্রহণ করে যশোর সদর উপজেলার “পলাশ ফুটবল একাডেমি” বনাম শার্শা উপজেলার “আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোল”। ম্যাচটিতে জাতীয় দলের চারজন ও যশোর জেলা দলের একজন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি, বেনাপোলের হয়ে পুলিশ এফসির রাহুল, ব্রাদার্স ইউনিয়নের নয়ন ও জাহিদ এবং পলাশ একাডেমির হয়ে বাংলাদেশ নৌ বাহিনীর রবিউল ও যশোর জেলা দলের রনি অংশগ্রহণ করেন। ম্যাচে “আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমি ১-০ ব্যবধানে জয়লাভ করে।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।-প্রেস বিজ্ঞপ্তি
#ফুটবল #মাদকবিরোধী #যশোর

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উদ্যোগে বেনাপোল “মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কাজী নূরসোমবার ভোর ৬টা। যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সাদা অ্যাপ্রোন পরিহিত একদল নারীর হাকডাক। ওঠেন, সবাই দ্রু...
27/10/2025

কাজী নূর
সোমবার ভোর ৬টা। যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে সাদা অ্যাপ্রোন পরিহিত একদল নারীর হাকডাক। ওঠেন, সবাই দ্রুত ওঠেন। রেডি হোন। থেরাপি নেয়ার সময় হয়ে গেছে। তারা রোগীদের জাগিয়ে তুলে ফিজিওথেরাপি দেয়ার চেষ্টা করছিলেন। এ সময় ১১ জনকে হাতেনাতে ধরে ফেলেন হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা।

এই চিত্র শুধু সোমবার সকালের নয়। প্রতিদিন ভোরে বেসরকারি ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা সরকারি হাসপাতালে গিয়ে হানা দেয়। তারা হাসপাতালে ভর্তি রোগীদের জোরপূর্বক ফিজিওথেরাপি দিয়ে মাথাপিছু ৩শ’ টাকা করে আদায় করেন। ‘আ’ ও ‘দ’ আদ্যাক্ষরের দুই সাংবাদিক নামধারী এক শ্রেণির দালাল এই ফিজিওথেরাপি সিণ্ডিকেট নিয়ন্ত্রণ করছে। যাদের কাছে হাসপাতাল কর্তৃপক্ষও জিম্মি। বিগত ফ্যাসিস্ট আমলে যারা নিজেদেরকে শাহীন চাকলাদারের প্রতিনিধি পরিচয়ে সারা হাসপাতালে দাপট দেখাতো। বর্তমান সময়ে তারাই এ সিণ্ডিকেট নিয়ন্ত্রণ করছে। তবে আটক ১১ নারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ নিয়েও প্রশ্ন উঠেছে ভুক্তভোগী ও স্থানীয়দের মাঝে। তবে এ আটক ও মুচলেকা নেয়ার বিষয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুচলেকায় স্বাক্ষর করা
#জেনারেলহাসপাতাল #জোরপূর্বক #টাকাআদায় #ফিজিওথেরাপি #যশোর

এই চিত্র শুধু সোমবার সকালের নয়। প্রতিদিন ভোরে বেসরকারি ফিজিওথেরাপি সেন্টারের কর্মীরা সরকারি হাসপাতালে গিয়ে হান...

বাংলার ভোর প্রতিবেদকযশোরে ট্রাকের ধাক্কায় গৌতম রায় (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে যশোর-খুলনা মহাসড়কের পদ্...
27/10/2025

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ট্রাকের ধাক্কায় গৌতম রায় (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে যশোর-খুলনা মহাসড়কের পদ্মবিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত গৌতম রায় মণিরামপুর উপজেলার পাচাকড়ি গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, সকালে গৌতম রায় মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি সড়কের পাশে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৌতমকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা চলছে।
#অভয়নগ #ট্রাক #নিহত #পথচারী

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি ফজলুল করিম জানান, সকালে গৌতম রায় মহাসড়কের পাশে হাঁটছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক ত.....

বাংলার ভোর প্রতিবেদকযশোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক কর...
27/10/2025

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে শহরতলীর শেখহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বাঘারপাড়া উপজেলার প্রেমচারা গ্রামের সোহেল আহম্মেদ (৩৫) ও সদর উপজেলার শেখহাটি জামরুলতলা এলাকার ইমদাদুল হক (৪৩)।

পুলিশ জানায়, কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটক দু’জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাত ৮টার দিকে বিআরটিএ যশোর কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এ এস এম ওয়াজেদ হোসেন প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রোববার যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন (দুদক)
#আটক #পরিচয় #প্রতারণা #বিআরটিএ #যশোর

পুলিশ জানায়, কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদারের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটক দু’...

বাংলার ভোর প্রতিবেদকযশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে উদ্ধার হওয়া পিস্তলের মালিক শাকিল শেখকে আটক কর...
27/10/2025

বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে উদ্ধার হওয়া পিস্তলের মালিক শাকিল শেখকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে খুলনার রূপসা উপজেলার আইনগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিকেলে তাকে ওই মামলায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তিনি দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবির শেখের ছেলে।

ডিবির এসআই কামরুজ্জামান জানান, গত ২৫ অক্টোবর দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। ওই পিস্তল ছিলো শাকিলের। যা তার মাসহ স্থানীয়রা স্বীকার করেন। এছাড়া শাকিল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। অস্ত্র উদ্ধারের পর থেকেই সে আত্মগোপনে চলে যায়। ডিবি পুলিশ শাকিলকে আটকের জন্য অভিযান শুরু করে। সেই সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করে ভোরে খুলনা থেকে আটক করা হয়। পরে তাকে ঘটনাস্থলে নিয়ে গেলে সে এ বিষয়ে বর্ণনা দেয়। অস্ত্রের উৎসসহ বিভিন্ন দিক নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিমাণ্ডের আবেদন প্রক্রিয়াধীন।
#আটক #উদ্ধার #পিস্তল #শাকিলশেখ

ডিবির এসআই কামরুজ্জামান জানান, গত ২৫ অক্টোবর দৌলতদিহি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘর থেকে একটি পিস্....

বাংলার ভোর প্রতিবেদকজুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোর জেলা জামায়...
27/10/2025

বাংলার ভোর প্রতিবেদক
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও নভেম্বরের মধ্যে গণভোটসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকেলে কেন্দ্রীয় ঈদগাহ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিক।

সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় জুলাই জাতীয় সনদবাস্তবায়ন এখন সময়ের দাবি। দেশে ন্যায়ের শাসন ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। নভেম্বরের মধ্যেই জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি দিতে গণভোটের দাবি জানিয়েছেন বক্তরা।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, অধ্যাপক গোলাম কুদ্দুস, অধ্যাপক মনিরুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সেক্রেটারি নূর-ই-আলা নূর মামুন, জেলা কর্মপরিষদ সদস্য আবুল হাশিম রেজা, শহর আমির অধ্যাপক শামসুজ্জামান, সদর উপজেলা
#গণভোট #জামায়াত #দাবি #বিক্ষোভ #যশোর

সমাবেশ শেষে একটি মিছিল শহর প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তরা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক সংক...

বাংলার ভোর প্রতিবেদকশান্তিভঙ্গের অভিযোগে মণিরামপুর থানার ওসি ও এক এসআই’র বিরুদ্ধে যশোর নির্বহী আদালতে মামলা হয়েছে। রোববা...
27/10/2025

বাংলার ভোর প্রতিবেদক
শান্তিভঙ্গের অভিযোগে মণিরামপুর থানার ওসি ও এক এসআই’র বিরুদ্ধে যশোর নির্বহী আদালতে মামলা হয়েছে। রোববার মণিরামপুরের গোবরডাঙ্গা গ্রামের প্রভাষ ঘোষ বাদী হয়ে এ মামলা করেছেন। বিচারক অভিযোগটি গ্রহণ করে আগামী ২ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান ও এসআই মিলন হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, প্রভাষ ঘোষ পৈত্রিক সূত্রে বিভিন্ন দাগে ৫ একর ১০ জমি মালিকানা লাভ করে ভোগদখল করে আসছেন। একই গ্রামের রবিউল ইসলাম, আবুল হোসেন দফাদার, রফিকুল দফাদার, আলমগীর দফাদার, জাহাঙ্গীর দফাদার, শফিকুল দফাদার ও শহিদুল দফাদার ওই জমি জবরদখলের ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকাতায় তারা একেরপর এক মামলা দিয়ে হয়রানি করে প্রভাষ ঘোষকে। মামলার বিচারিক কার্যক্রম শেষে রায় প্রভাষ ঘোষের অনুকূলে আসে। এরপরও জমি দখলের চেষ্টা চালিয়ে যায় রবিউল ইসলম গং। গত ১০ সেপ্টেম্বর রবিউল ইসলাম গং জমি দখলের জন্য লোকজন নিয়ে গাছপালা গেটে নেয়, ফসল নষ্ট করে এবং ঘেরের মাছ ধরে নেয়ার চেষ্টা করে। এ ঘটনায় প্রভাষ ঘোষ ১৪ সেপ্টেম্বর লোকজন নিয়ে থানায় অভিযোগ দিতে যান।
#আদালত #ওসি #মণিরামপুরথানা #মামলা

মামলার অভিযোগে জানা গেছে, প্রভাষ ঘোষ পৈত্রিক সূত্রে বিভিন্ন দাগে ৫ একর ১০ জমি মালিকানা লাভ করে ভোগদখল করে আসছেন। এ...

27/10/2025

বাংলার ভোর প্রতিবেদক
যশোর শহরের খড়কি বামনপাড়া এলাকার স্যানিটারি টেকনিশিয়ান বাবুকে মারপিট করে হত্যা ও তার ভাইকে জখমের অভিযোগে কোতয়ালি থানার সাবেক দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। সোমবার বিকেলে যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের খড়কি বামনপাড়ার কাঞ্চন মিয়ার ছেলে নিহত বাবুর ভাই নুরুজ্জামান মুন্না বাদী হয়ে এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শান্তুনু কুমার মন্ডল অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট প্রবীর চক্রবর্তী। আসামিরা হলেন, কোতয়ালি থানার সাবেক এসআই মুহাম্মদ জামিল আহম্মেদ, এএসআই আবুল কালাম আজাদ ও বেজপাড়া মেইন রোড এলাকার শাহ আলম ডাকাতের ছেলে ওবাইদুল ইসলাম রাকিব।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিগত আওয়ামী লীগ শাসন আমলে আসামিরা ব্যাপক ক্ষমতার অধিকারী ছিলেন। ২০১৭ সালের ৮ আগস্ট বিকেলে আসামিরা নুরুজ্জামান মুন্না ও তার ছোট ভাই বাবুকে বাড়ি থেকে ধরে থানায় নিয়ে যায়। এরপর রাতে আসামিরা তাদের হকিস্টিক দিয়ে বেদম মারপিট করে। মারপিটে বাবুর হাতে কব্জি ও মুন্নার মেরুদণ্ডের হাড় ভেঙ্গে যায়।
#টেকনিশিয়ান #নির্যাতন #পুলিশ #মামলা #মৃত্যু #যশোর #সদস্য #স্যানিটারি

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যার ন্যায়বিচার ও মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে যশ...
27/10/2025

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যার ন্যায়বিচার ও মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে যশোরে আজ প্রতিবাদি মশাল মিছিলের আয়োজন করা হয়েছে।

কাঠেরপুল যুব সংঘের তত্বাবধানে মঙ্গলবার রাত সাড়ে নয়টায় শহরের গাড়িখানা থেকে মিছিল শুরু হয়ে মণিহার এলাকায় গিয়ে সমাবেশ করবে। এতে যশোরের সালমান ভক্তদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে এ আয়োজনে মিডিয়া কাভারেজ প্রদানের জন্য সকল সংবাদমাধ্যমের সহযোগিতা কামনা করা হয়েছে।-প্রেস বিজ্ঞপ্তি
#বিচার #মশালমিছিল #যশোর #সালমানশাহ #হত্যা

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের কিংবদন্তি নায়ক সালমান শাহ হত্যার ন্যায়বিচার ও মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসি....

বাংলার ভোর প্রতিবেদকদেশের মানুষ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় তখন তারা সংবিধানের দোহায় দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী ...
27/10/2025

বাংলার ভোর প্রতিবেদক
দেশের মানুষ যখন পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন চায় তখন তারা সংবিধানের দোহায় দেয়। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সব বিষয়ে সংবিধান মানলে এই অন্তর্বর্তী সরকারও তখন অবৈধ। দিল্লি সরকারের আধিপত্য ও দিল্লিতে বসে হাসিনার অপরাজনীতি চলবে না।

৭ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার বিকেল ৪ টায় জাগপা যশোর জেলা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত।

অমিত বলেন, গাজীপুর থেকে মাওলানা মহিবুল্লাহকে গুম করে ভারতে পাচার করতে ব্যর্থ হয়ে পঞ্চগড়ে ফেলে যায় ইসকন। প্রশাসন, ছাত্রলীগ, যুবলীগকে ব্যবহার করতে না পেরে এখন হাসিনা ইসকনকে ব্যবহার করতে চায়। হাসিনামুক্ত বাংলাদেশে ভারতের সন্ত্রাসী সংগঠন ইসকন চলবে না। কথা পরিস্কার, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদ আর হাসিনার মুজিববাদ নিষিদ্ধ।

অমিত বলেন, বিএনপি জামায়াতসহ সকল গণতন্ত্রকামী শক্তিকে বাইরে রেখে বার বার প্রহসনের জাতীয় নির্বাচন আয়োজন করে হিন্দুস্তানের দালাল জিএম কাদের এখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি
#জাগপা #নিজামদ্দিনঅমিত #নিষিদ্ধ #মুজিববাদ #মোদি #হাসিনা #হিন্দুত্ববাদ

৭ দফা বাস্তবায়নের দাবিতে সোমবার বিকেল ৪ টায় জাগপা যশোর জেলা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত প্রধান অতিথির বক...

বাংলার খেলা প্রতিবেদকযশোরে আজ মঙ্গলবার শুরু হবে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা। এ উপলক্ষে সোমবার সকালে যশোর জেলা ক্রীড়া সংস...
27/10/2025

বাংলার খেলা প্রতিবেদক
যশোরে আজ মঙ্গলবার শুরু হবে জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা। এ উপলক্ষে সোমবার সকালে যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরেন সমন্বয়কারী রায়হান সিদ্দিকী। আর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আহ্বায়ক মাহতাব নাসির পলাশ। এছাড়া সাংবাদিকদের সহযোগিতা চেয়ে কথা বলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিযোগিতার জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে যশোর, ঢাকা ও চট্টগ্রাম। ঢাকায় অনুষ্ঠিত হবে শুধুমাত্র মহিলাদের প্রতিযোগিতা।

যশোর থেকেই চলতি জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতার যাত্রা শুরু হবে। এই ভেন্যুতে তিনটি জেলা ছাড়াও অংশ নেবে ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান। এ ভেন্যু থেকে শীর্ষ দু’টি জেলা ও দু’টি শিক্ষা প্রতিষ্ঠান চূড়ান্ত পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। বাহিনী দলগুলোও খেলবে চূড়ান্ত পর্যায়ে। এই চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

যশোর ভেন্যুতে খেলবে আলফা ও ব্রাভো গ্রুপ। আলফা গ্রুপটি হচ্ছে জেলা পর্যায়ের দলগুলোকে নিয়ে।
#জাতীয় #প্রতিযোগিতা #বাস্কেটবল #সংবাদসম্মেলন

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, প্রতিযোগিতার জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে। ভেন্যুগুলো হচ্ছে যশোর, ঢাকা ও চ.....

বাংলার প্রতিবেদকজাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা আটে যায়গা করে নিয়েছে যশোর। শেষ ১৬ এর লড়াইয়ে খুলনাকে ১-০ গোলে চূড়ান্ত সে...
27/10/2025

বাংলার প্রতিবেদক
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা আটে যায়গা করে নিয়েছে যশোর। শেষ ১৬ এর লড়াইয়ে খুলনাকে ১-০ গোলে চূড়ান্ত সেরা আটে লড়াইয়ে জায়গা করে নিয়েছে। সোমবার নিরপেক্ষ ভেন্যু মাগুরা জেলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে একমাত্র গোলটি করেছেন যশোরের তানভীর। তিনিই এ ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হনে। ম্যাচ শেষে খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের ফল বলে মন্তব্য করেছেন দলের কোচ আনোয়ার পারভেজ।

যশোর জেলা দল সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ডের গন্ডী পার হতে পারেনি। এবারের আসরে দলটি দ্বিতীয় রাউন্ডের গন্ডী পার হয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার অপেক্ষায় ছিল। গত কয়েকদিন ধরেই শামস্-উল হুদা স্টেডিয়ামে কঠোর অনুশীলন অব্যাহত রেখেছে খেলোয়াড়রা কোচ আনোয়ার পারভেজের তত্বাবধানে।

কঠোর অনুশীলনের ফল পেয়েছে যশোরের ফুটবলাররা। এদিনের ম্যাচে শুরু থেকেই ছিল দু’দলের খেলোয়াড়দের মাঝে স্নায়ু চাপ। হারলেই প্রতিযোগিতা থেকে বিদায়। এমন সমীকরণ সামনে রেখেই দু’টি শিবিরের খেলোয়াড় ও কর্মকর্তারা ছিল সতর্ক। ফলে ম্যাচের প্রথমার্ধে গোল আদায় করে নিতে পারেনি কোন দলই।

বিরতি থেকে ফিরে এই অর্ধের দশ মিনিটে গোলমুখ খোলেন যশোরের তানভীর। তার এই
#খুলনা #খেলা #জাতীয়ফুটবলচ্যাম্পিয়নশিপ #ফুটবল #যশোর

যশোর জেলা দল সর্বশেষ দুই আসরে দ্বিতীয় রাউন্ডের গন্ডী পার হতে পারেনি। এবারের আসরে দলটি দ্বিতীয় রাউন্ডের গন্ডী পার...

Address

39 Mujib Sarak, IN Front Of Circuit House
Jessore
7400

Website

http://epaper.banglarbhore.com/

Alerts

Be the first to know and let us send you an email when বাংলার ভোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share