03/11/2025
#আজকের_দিনে:-
📅 বাংলায়:
রবিবার, ০৩ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ।
📆 In English:
Sunday, 03 November 2025.
#বাংলাদেশের প্রেক্ষাপটে আজ, ৩ নভেম্বর, উল্লেখযোগ্য একটি দিন রয়েছে —
জেল হত্যা দিবস (Jail Killing Day)
১৯৭৫ সালের ৩ নভেম্বর রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার-এ চারজন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের জাতীয় নেতাকে হত্যা করা হয়: -
সৈয়দ নজরুল ইসলাম (অধ্যক্ষ/আলফা প্রেসিডেন্ট),
তাজউদ্দিন আহমদ (প্রধানমন্ত্রী),
কে এম মনসুর আলী (প্রধানমন্ত্রী/অর্থমন্ত্রী) ও
এ এইচ এম কামরুজ্জামান (গৃহ ও পুনর্বাসন মন্ত্রী)।
সেই হত্যাকাণ্ড স্বাধীনতার পরবর্তী যুগে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায় বলে বিবেচিত।
আজকে এই দিনটি বিভিন্ন রাজনৈতিক দল-সংগঠন দ্বারা শ্রদ্ধা ও স্মরণার্থে পালন করা হয়।
এটি এখনো রাষ্ট্রীয়ভাবে ‘আধিকারিক’ জাতীয় শোক দিবস হিসেবে ঘোষিত হয়নি —
তবে এটাকে জাতীয় শোকদিবস ঘোষণা করার দাবি রয়েছে।
#আন্তর্জাতিকভাবে:-
০৩ নভেম্বর, আজকের দিনে আন্তর্জাতিকভাবেও কিছু বিশেষ দিবস ও গুরুত্ব রয়েছে:
Culture Day ( #জাপান) — জাপানে আজ সাংস্কৃতিক দিকগুলো উদ্যাপন করা হয়; শিল্প, শিক্ষাবিদ্য, গবেষণা-উপলব্ধি ইত্যাদিকে উৎসাহ দেওয়ার অংশ হিসেবে।
National Sandwich Day ( #আমেরিকাতে) — আজ স্যান্ডউইচ খাওয়ার বা স্যান্ডউইচ বানিয়ে বন্ধু-পরিবারে ভাগ করার দিনও।
আরও রয়েছে: National Housewife’s Day, Jellyfish Day, One Health Day ইত্যাদি।
Aysha's Tech