08/07/2025
ক্রাফটিং খুব সহজ একটা বিষয় 🙂
বিশেষ করে আমার প্রতিবেশি আর কিছু আত্মীয় স্বজনরা যেটা মনে করে।
সবার জানার খুব আগ্রহ আমি আসলে প্রতি মাসে কত পাচ্ছি। যেহেতু এমাউন্ট টা নির্দিষ্ট না, তো আমি এভয়েড করি কোয়েশ্চন টা।
অনেকে আবার শুনবেই।
তো হয়ত সে মাসের এমাউন্ট টা বলে দেই।
তো মনে করো আমি নির্দিষ্ট এমাউন্ট বললাম তখন তাদের মনোভাব থাকে, সামান্য কাগজ দিয়ে কাজ করে এতো পাচ্ছে, সেটাও ঘরে বসে। ব্যস্ এতো খুব সোজা। আরো কত কি সে সব না বলি।
তো, ছবিতে যেটা বোঝাতে চাইছি। আমার পায়ে একটা কাঁচের টুকরা গত এক মাস যাবৎ ফুটে আছে, আমি কয়েক দিন হলো বুঝতে পারছি।
পাশের যে ব্যম্বু বাস্কেট ল্যাম্প, এটা বানাতে যেয়ে আমি এতোটা ই মনোযোগ সহকারে কাজ করি যে কাট মিররের উপর পা রেখে বসে পড়ি সেটা খেয়াল করি না।
ব্যাথা পেয়ে মনে করছিলাম হয়ত কাগজ ভাজ হয়ে আছে।পরে যখন ব্যাথা শুরু করে, চেক করে দেখি পা থেকে রক্ত পড়ছে 🤦♀️
কিভাবে কাটলো বুঝতে যেখানে বসেছিলাম সেখানে চেক করে দেখি মিরর ভেঙে আছে 🤦♀️
এটা মাত্র একটা কাহিনী।
ক্রাফটিং শেষে আমার ঘর গোছানো টা সবচেয়ে কষ্টের কাজ। এতো অগোছালো হয়ে থাকে না দেখলে কেউ বুঝবে না।
আর এমন ছোট মটো কাটাকুটি হরহামেশাই হয় আমার সাথে। দেখা যাচ্ছে মোটা পিন দিয়ে কাজ করছি ভুল করে সেটা আঙ্গুলে ফুটিয়ে দিয়েছি 😂
কেচি দিয়ে কাগজের সাথে নখ ও কেটে ফেলেছি।
তবে যারা ভাবো ক্রাফটিং ইজি, জাস্ট ২৪ টা ঘন্টা আমার বাড়িতে এসে দেখো 🌚🌝