নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, যশোর

  • Home
  • Bangladesh
  • Jessore
  • নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, যশোর

নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, যশোর নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, যশোর এর একমাত্র অফিসিয়াল পেজ।

22/05/2025

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ যশোর থেকে কে কে
বিপিএসসির অধীনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের
সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) নিয়োগ পরিক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।

কমেন্ট করুন যাতে বাকিরা উৎসাহিত হতে পারে।

06/05/2025
27/04/2025

জনাব, হালিমা, আপনাকে মিটফোর্ডের সেবা তত্ত্বাবধায়ক থাকাকালীন সময় থেকে চিনি।এরপর ঢানাকের প্রিন্সিপাল হলেন। তারপর প্রাইভেট প্রতিষ্ঠান এর শিক্ষকতা করতেছিলেন। এমন সময় সাধারণ নার্সিং স্টুডেন্টস রা, নার্স রা এই বিএনএমসি তেই তীব্র আন্দোলন করে, রাশিদা ম্যাম কে গাড়িসহ সচিবালয়ে নিয়ে যেয়ে রেজিস্ট্রার পদ যেন নার্স দের ফিরিয়ে দেয়া হয় এই মর্মে আশ্বাস নিয়ে ঘরে ফিরে।।ফলস্বরূপ যোগ্য হিসেবে সাধারণ নার্স রা আপনাকে অই চেয়ারের দায়িত্ব দেয়।।ভেবেছিলাম আপনি নার্স হয়ে নার্স দের দু:খ বুঝবেন, নার্সদের জন্য কাজ করবেন।।আপনি আজকে করলেন কি??

শুনেছি ইদানীং আপনি ডিপ্লোমা নার্সদের কে নিয়ে বিভিন্ন জায়গায় কটুকথা বলেন, তাদের হেয় করেন।।নিজে ডিপ্লোমা ব্যাক গ্রাউন্ড হয়ে, ডিপ্লোমা নার্সদের কটুক্তি করতে লজ্জা লাগে না???

আজকে পরিকল্পিত ভাবে পুলিশ দের দিয়ে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের পেটালেন? বিএনএমসি তে বিগত ৭ বছরে অনেক আন্দোলন দেখেছি, করেছি, সুরাইয়া বেগম কে ১ দিন পুরো তালাবদ্ধ রেখেছি৷ কিন্তু কোন রেজিস্ট্রার এত বড় সাহস দেখায়নি।।

আজকে স্টুডেন্টদের ওপর হামলার দায় সম্পূর্ণভাবে আপনাকে নিতে হবে।।পোলাপান আপনাকে নিজেদের পেশার স্বার্থে স্বারক লিপি দিয়ে আসল, আর আপনি তাদের পিটালেন??

বাহ নার্স রেজিস্ট্রার বাহ। আপনাদের থেকে সচিব দের হাতে এই পেশা কে এখন নিরাপদ মনে হচ্ছে।।

18/08/2024

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, যশোরের ইনস্ট্রাক্টর ইনচার্জ খুকু বিশ্বাস এর প্রতি দীর্ঘদিন থেকেই ছাত্র-ছাত্রীরা অসন্তুষ্ট ছিলো।

তারই ধারাবাহিকতায় আজ তিনি তার বিরুদ্ধে দেওয়া সমস্ত অভিযোগ মেনে নিয়ে পদত্যাগ করেছেন।

২০২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং অভিভাবক সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলে...
23/05/2024

২০২৩-২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং অভিভাবক সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সুযোগ্য ইনচার্জ জনাব খুকু বিশ্বাস মহোদয়।।

সৌজন্যে - নার্সিং ও মিডওয়াইফারি কলেজ, যশোর।।

11/05/2024

কোমলতা ও মমতার আরেক নাম "নার্স" ❤️
❤️

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ,যশোরে ২০২৩-২৪ সেশনে প্রথম মেরিট লিস্টে চান্সপ্রাপ্ত সকলকে অভিনন্দন ❤️বি:দ্র: এবার থেকে বিএসসি...
06/05/2024

নার্সিং ও মিডওয়াইফারি কলেজ,যশোরে ২০২৩-২৪ সেশনে প্রথম মেরিট লিস্টে চান্সপ্রাপ্ত সকলকে অভিনন্দন ❤️

বি:দ্র: এবার থেকে বিএসসি ইন নার্সিং কোর্স চালু হয়েছে।
বিএসসি ইন নার্সিং - ৫০ জন
ডিপ্লোমা ইন নার্সিং - ৮০ জন
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি - ২৫ জন।।

24/03/2024

লাইসেন্স পরিক্ষায় সকলের
রোল নাম্বারগুলো বলে যান।
আল্লাহ চাইলে আপনার পাশের শুভাকাঙ্ক্ষীদের পেয়েও যেতে পারেন।

Boys of N&MCJ ❤️Our Future Second Class Officers❤️  - 51,52,53,54❤️
11/02/2024

Boys of N&MCJ ❤️
Our Future Second Class Officers❤️

- 51,52,53,54❤️

কম্প্রিহেনসিভ / লাইসেন্সিং পরীক্ষা আগামী মার্চ মাসের ২৯ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে অনলাইনে আবেদন শুরু হব...
07/02/2024

কম্প্রিহেনসিভ / লাইসেন্সিং পরীক্ষা আগামী মার্চ মাসের ২৯ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে। আগামীকাল থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং আগামী ২২ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত করা যাবে। জনপ্রতি বোর্ড ফি ২০০০ টাকা। আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন তা নোটিশে উল্লেখ করা আছে।

Address

Jashore
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share