27/04/2025
জনাব, হালিমা, আপনাকে মিটফোর্ডের সেবা তত্ত্বাবধায়ক থাকাকালীন সময় থেকে চিনি।এরপর ঢানাকের প্রিন্সিপাল হলেন। তারপর প্রাইভেট প্রতিষ্ঠান এর শিক্ষকতা করতেছিলেন। এমন সময় সাধারণ নার্সিং স্টুডেন্টস রা, নার্স রা এই বিএনএমসি তেই তীব্র আন্দোলন করে, রাশিদা ম্যাম কে গাড়িসহ সচিবালয়ে নিয়ে যেয়ে রেজিস্ট্রার পদ যেন নার্স দের ফিরিয়ে দেয়া হয় এই মর্মে আশ্বাস নিয়ে ঘরে ফিরে।।ফলস্বরূপ যোগ্য হিসেবে সাধারণ নার্স রা আপনাকে অই চেয়ারের দায়িত্ব দেয়।।ভেবেছিলাম আপনি নার্স হয়ে নার্স দের দু:খ বুঝবেন, নার্সদের জন্য কাজ করবেন।।আপনি আজকে করলেন কি??
শুনেছি ইদানীং আপনি ডিপ্লোমা নার্সদের কে নিয়ে বিভিন্ন জায়গায় কটুকথা বলেন, তাদের হেয় করেন।।নিজে ডিপ্লোমা ব্যাক গ্রাউন্ড হয়ে, ডিপ্লোমা নার্সদের কটুক্তি করতে লজ্জা লাগে না???
আজকে পরিকল্পিত ভাবে পুলিশ দের দিয়ে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের পেটালেন? বিএনএমসি তে বিগত ৭ বছরে অনেক আন্দোলন দেখেছি, করেছি, সুরাইয়া বেগম কে ১ দিন পুরো তালাবদ্ধ রেখেছি৷ কিন্তু কোন রেজিস্ট্রার এত বড় সাহস দেখায়নি।।
আজকে স্টুডেন্টদের ওপর হামলার দায় সম্পূর্ণভাবে আপনাকে নিতে হবে।।পোলাপান আপনাকে নিজেদের পেশার স্বার্থে স্বারক লিপি দিয়ে আসল, আর আপনি তাদের পিটালেন??
বাহ নার্স রেজিস্ট্রার বাহ। আপনাদের থেকে সচিব দের হাতে এই পেশা কে এখন নিরাপদ মনে হচ্ছে।।