27/11/2025
♦️কলেজ লাইফে এক ছেলেকে দেখেছিলাম। পড়াশুনার ধরনটা বলি। কলেজ থেকে এসে সে ঘুমাত। এরপর রাতে ডিনার করে পড়তে বসত। ড্রয়ারে থাকত ১৫/২০ টা কলম, হরেক রকমের পেন্সিল, রঙ বেরঙের মার্কার। টেবিলে দিস্তা দিস্তা কাগজ। ক্লাসের সবগুলা বই সুন্দর করে মলাট দেওয়া। ছেলেটা পড়ত আর লিখত। লিখত আর পড়ত। বিরক্ত লাগলে উঠে গোসল করে আবার পড়তে বসত। এভাবে চলত সারা রাত। কালি ফুরানো কলমগুলো পড়ে থাকত মেঝেতে। একটার পর একটা খাতা শেষ হয়ে টেবিলের নিচে জমত।
♦️এরকম ভয়ঙ্কর পড়ালেখা করেও কোনো এক অজ্ঞাত কারণে সে বুয়েট, মেডিকেল, ঢাবি, রাবি, চবি, জাবি থেকে শুরু করে কোথাও চান্স পায়নি। আমি আজও হিসাব মেলাতে পারি না কেন এরকম হলো। কি এমন বাকি ছিল যা সে করেনি? আর কিভাবে পরিশ্রম করলে ভালো করা যেত?
এখন সে কি করে জানেন? সে কোনো পড়াশুনাই করে না। একটা বেসরকারি ভার্সিটি থেকে নামমাত্র ডিগ্রি নিয়ে সে আছে কোনোরকমে। আগের সেই তেজ নেই। লিজেন্ড বলে আলাদা কোনো ভাবও নাই।
আরেকটা ছেলে। এসএসসি-তে এভারেজ রেজাল্ট।
ইন্টারে টেনেটুনে ফার্স্ট ডিভিশন, কোনো রকমে ওয়েটিংয়ে থেকে ঢাবিতে ফিজিক্সে চান্স পেয়েছিল। এর পরেরটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেকর্ড ব্রেকিং রেজাল্ট — অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্সেও তাই। বাইরের কোনো নামিদামি ক্যাম্পাসে পিএইচডি করা তার জন্য কোনো ব্যাপার না।
রাবিতে রাষ্ট্রবিজ্ঞানে পড়ত অন্য এক ছেলে। কোনো রকমে এসএসসি আর ইন্টারের বাধা পেরিয়ে ভার্সিটিতে ভর্তি হয়েছিল। সেখানেও রেজাল্ট বিলো অ্যাভারেজ। এরপর আর পিছনে ফিরে তাকায়নি। বিসিএস দিয়ে ক্যাডার হয়ে এখন পদস্থ কর্মকর্তা।
আবার এরকমও আছে, ক্যাম্পাসে সুপার রেজাল্ট কিন্তু চাকরির পরীক্ষায় কোনো সাকসেস নেই! তিন বছর ধরে বেকার। লোকে এখন সন্দেহ করে ভার্সিটির রেজাল্ট কি আসলেই ঠিক?
এমনটাও দেখবেন, অনেক কাঠখড় পুড়িয়ে স্কুল কলেজের গন্ডি পার হয়েছে, এরপর পড়ালেখা শিকেয় তুলে পলিটিক্স, এখন বড় নেতা, সামনে এমপি হবার চান্সে আছে! চাকরি ছেড়ে ব্যবসা করে কোটিপতি হবার গল্প তো হরহামেশাই চোখে পড়ে।
এর নামই জীবন। একবার গ্রাফটা উপরে উঠতে থাকে তো আবার তলানিতে। সময় প্রতিনিয়ত আপনার পরীক্ষা নেয়। এখানে শেষ বলে কিছু নেই। আজ যে রাজা কাল সে ফকির, আবার এর উল্টোটাও ঠিক।
Copy post