
18/05/2025
AI দিয়ে ইনকাম!
২০২৫ সালের সেরা ১২টি ইনকাম আইডিয়া – এখনই শুরু করলে আগেই থাকবেন!
এখন AI জানলে, আপনিও আয় করতে পারবেন ডেভেলপার না হয়েও। মোবাইল দিয়েও অনেক কিছু সম্ভব!
১. AI Content Writing (ChatGPT, Writesonic) – Fiverr/Upwork-এ কনটেন্ট রাইটিং সার্ভিস দিন।
২. AI Video Creation (Pictory, InVideo) – ইউটিউব অটো চ্যানেল বানিয়ে ইনকাম করুন।
৩. AI Voiceover (Murf, ElevenLabs) – ভয়েসওভার সার্ভিস দিন, ভিডিও মেকারদের জন্য চাহিদা বিশাল।
৪. AI Logo & Brand Design (Looka, Designs.ai) – গ্রাফিক ডিজাইন ছাড়াও ব্র্যান্ড তৈরি করে দিন।
৫. AI SEO Blogging (Scalenut, SurferSEO) – ব্লগ লিখে এফিলিয়েট ও গুগল অ্যাডসেন্সে ইনকাম।
৬. AI Social Media Manager (Ocoya, Predis.ai) – কনটেন্ট প্ল্যান+পোস্ট+ডিজাইন সব করে দিন।
৭. AI Presentation Making (Tome, SlidesAI) – শিক্ষার্থী ও প্রফেশনালদের জন্য AI দিয়ে প্রেজেন্টেশন তৈরি করুন।
৮. AI Illustration & T-shirt Design (Midjourney, Leonardo) – ডিজাইন করে T-shirt বা Print-on-Demand এ বিক্রি করুন।
৯. AI Voice Cloning & Dubbing (Voicemaker, Papercup) – অন্য ভাষায় ভয়েস ডাবিং করে ইউটিউব কন্টেন্ট তৈরি করুন।
১০. AI Chatbot Building (Tidio, Chatbase) – ওয়েবসাইট বা বিজনেসের জন্য AI চ্যাটবট বানিয়ে দিন।
১১. AI Resume & Cover Letter Writing (Kickresume, Rezi) – চাকরিপ্রার্থীদের জন্য সার্ভিস দিন।
১২. AI Course Creation – ChatGPT দিয়ে কোর্স বানিয়ে Udemy বা নিজের প্ল্যাটফর্মে বিক্রি করুন।
বিশ্বাস করুন বা না করুন, AI জানলেই আপনি ৫-১০ গুণ ফাস্ট এবং সস্তায় কাজ করতে পারবেন।