Hasan Imam

Hasan Imam Bangladeshi Youngest Entrepreneur, Web & App Developer. At age of 15, he started freelancing in web development.

Hasan Imam (Shanto) (born June 14, 1997, Jessore, Khulna, Bangladesh) is a Bangladeshi Youngest Entrepreneur, App Developer and Web Developer. From an early age, he had a keen interest in technology. So he entered the freelancing sector from class 10, there are very few young freelancers in Bangladesh. In 2019, he started a company DEVHIS IT which is the leading software company in Bangladesh. He

has his own team and about a hundred people are working there. In July 2022, he founded GadInfo (known as a Gadget Information Website in Bangladesh).

AI দিয়ে ইনকাম!২০২৫ সালের সেরা ১২টি ইনকাম আইডিয়া – এখনই শুরু করলে আগেই থাকবেন!এখন AI জানলে, আপনিও আয় করতে পারবেন ডেভেলপার...
18/05/2025

AI দিয়ে ইনকাম!
২০২৫ সালের সেরা ১২টি ইনকাম আইডিয়া – এখনই শুরু করলে আগেই থাকবেন!

এখন AI জানলে, আপনিও আয় করতে পারবেন ডেভেলপার না হয়েও। মোবাইল দিয়েও অনেক কিছু সম্ভব!

১. AI Content Writing (ChatGPT, Writesonic) – Fiverr/Upwork-এ কনটেন্ট রাইটিং সার্ভিস দিন।

২. AI Video Creation (Pictory, InVideo) – ইউটিউব অটো চ্যানেল বানিয়ে ইনকাম করুন।

৩. AI Voiceover (Murf, ElevenLabs) – ভয়েসওভার সার্ভিস দিন, ভিডিও মেকারদের জন্য চাহিদা বিশাল।

৪. AI Logo & Brand Design (Looka, Designs.ai) – গ্রাফিক ডিজাইন ছাড়াও ব্র্যান্ড তৈরি করে দিন।

৫. AI SEO Blogging (Scalenut, SurferSEO) – ব্লগ লিখে এফিলিয়েট ও গুগল অ্যাডসেন্সে ইনকাম।

৬. AI Social Media Manager (Ocoya, Predis.ai) – কনটেন্ট প্ল্যান+পোস্ট+ডিজাইন সব করে দিন।

৭. AI Presentation Making (Tome, SlidesAI) – শিক্ষার্থী ও প্রফেশনালদের জন্য AI দিয়ে প্রেজেন্টেশন তৈরি করুন।

৮. AI Illustration & T-shirt Design (Midjourney, Leonardo) – ডিজাইন করে T-shirt বা Print-on-Demand এ বিক্রি করুন।

৯. AI Voice Cloning & Dubbing (Voicemaker, Papercup) – অন্য ভাষায় ভয়েস ডাবিং করে ইউটিউব কন্টেন্ট তৈরি করুন।

১০. AI Chatbot Building (Tidio, Chatbase) – ওয়েবসাইট বা বিজনেসের জন্য AI চ্যাটবট বানিয়ে দিন।

১১. AI Resume & Cover Letter Writing (Kickresume, Rezi) – চাকরিপ্রার্থীদের জন্য সার্ভিস দিন।

১২. AI Course Creation – ChatGPT দিয়ে কোর্স বানিয়ে Udemy বা নিজের প্ল্যাটফর্মে বিক্রি করুন।

বিশ্বাস করুন বা না করুন, AI জানলেই আপনি ৫-১০ গুণ ফাস্ট এবং সস্তায় কাজ করতে পারবেন।

স্কিল ছাড়াও ইনকাম!জেনে নিন–ফ্রিতে অনলাইনে আয় করার ১৫টি বাস্তব উপায় (নতুনদের জন্য বেস্ট!)সময় নষ্ট নয়, এবার শুরু হোক স্মার...
18/05/2025

স্কিল ছাড়াও ইনকাম!
জেনে নিন–ফ্রিতে অনলাইনে আয় করার ১৫টি বাস্তব উপায় (নতুনদের জন্য বেস্ট!)

সময় নষ্ট নয়, এবার শুরু হোক স্মার্ট ইনকামের পথ! মোবাইল/কম্পিউটার থাকলেই চলবে!

১. YouTube Automation – ভিডিওতে নিজের মুখ না দেখিয়ে ইনকাম করুন (AI Tools দিয়ে ভিডিও বানিয়ে আপলোড)।

২. page Monetization – Reels ও Video Content দিয়ে ইনস্ট্যান্ট ইনকাম!

৩. CPA Marketing (Cost Per Action) – কেউ সাইন আপ করলেই আপনি টাকা পাবেন।

৪. Paid Survey Sites (Swagbucks, Ysense) – ঘরে বসে সার্ভে করে ইনকাম করুন।

৫. Referral Programs (Binance, Shohoz, Pathao) – অন্যকে রেফার করলেই কমিশন।

৬. App Testing (TesterWork, UserTesting) – অ্যাপ ইউজ করে আপনার মতামত দিন, আর টাকা নিন।

৭. TikTok Content (Without Face) – ভাইরাল ভিডিও বানিয়ে ইনকাম।

৮. Watching Ads (TimeBucks, AdWallet) – বিজ্ঞাপন দেখে ইনকাম!

৯. Website Testing (TryMyUI) – ওয়েবসাইট ব্যবহার করে ভুল ধরিয়ে টাকা নিন।

১০. Amazon Kindle eBook – ফ্রি টুল দিয়ে বই লিখে বিক্রি করুন (AI রাইটিং ব্যবহার করুন)।

১১. Microtasking (Clickworker, Microworkers) – ছোট ছোট কাজ করে ডলার ইনকাম।

১২. Data Entry on Freelancing Sites – বেসিক টাইপিং স্কিল থাকলেই চলবে।

১৩. Facebook Group Admin বা Moderator হয়ে আয় – বড় পেইজ/গ্রুপে কাজ করে ইনকাম।

১৪. Free Stock Photo Upload (Pexels, Pixabay) – মোবাইল দিয়ে ছবি তুলে ইনকাম করুন।

১৫. YouTube Shorts Compilation Channel – অন্যদের ভিডিও ক্লিপ কম্বাইন করে ভাইরাল করুন।

এই পদ্ধতিগুলোয় ইনকাম একটু একটু করে শুরু হবে, কিন্তু নিয়মিত করলে মাসে ৫০০-১০০০ ডলার সম্ভব!
শুরু করুন ধীরে ধীরে, ৬ মাস পর নিজেই বলবেন — “যাত্রাটা সার্থক!”

02/02/2024

🎁 ফ্রি তে IDM Pro সাবস্ক্রিপশন পাওয়ার উপায় – Activate IDM in Windows 10/11 🔥

১. IDM-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং IDM সফটওয়্যারের লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করুন।

২. IDM ইনস্টলেশন ফাইলটি ডাউনলোড হয়ে গেলে, ইনস্টলারটি চালু করুন এবং আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ইন্সটল করে নিন।

৩. Windows সার্চ বারে “PowerShell” লিখুন এবং PowerShell অ্যাপ্লিকেশনটি খুলুন।

৪. PowerShell উইন্ডোতে, নিম্নলিখিত কমান্ডটি কপি করে dev লেখার আগে কমা (,) কেটে ডট দিয়ে পেস্ট করুন:

irm https://massgrave,dev/ias | iex

এই কমান্ডটি রান করার পর স্ক্রিনে অনেকক্ষণ প্রসেসিং হবে।

কমান্ডটি চালানোর পর, আপনাকে একটি নম্বর টাইপ করতে বলা হবে। “1” টাইপ করুন এবং Enter প্রেস করুন । এই শেষ ধাপটি আপনার IDM এক্টিভেশন প্রক্রিয়া সম্পন্ন করবে।

Address

Jhikargacha
Jessore
7420

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Imam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan Imam:

Share