A. R. Rashid Chowdhury Harun

A. R. Rashid Chowdhury Harun We are an Expert & Professional Facebook Ad Agency & Management service provider. We are providing Facebook Ads on a monthly basis. We are here 24/7 online!

Digital Marketing Specialist : SEO, SEM, SMO, PPC
We are an seo services provider Agency, We provide affordable marketing solutions or complete packages to business owners with a powerful SEO foundation. Senior Business Analyst | dozseolabit
✅ Are you looking for facebook ads agency Campaign Managers who can manage and run ads campaign in the most efficient and cost-effective way? Facebook adverti

sing is one of the best methods for businesses to get cost-effective, immediate results. If you would like our monthly Facebook ads monthly packages then contact us.

03/09/2022
24/08/2022

🌼 📣 বর্তমান সময় ওয়েবসাইট ধীরে ধীরে আমাদের প্রত্যাহিক জীবনের সঙ্গী হয়ে উঠছে। অনলাইনে ব্যাবসা করার জন্য একটি ওয়েবসাইট থাকা একান্তই অত্যাবশ্যক। একই ভাবে যে কোন প্রতিষ্ঠানের মার্কেটিং সহ অনলাইন উপস্থিতির জন্য ওয়েবসাইট অত্যন্ত জরূরি।

❤️✅ কিন্তু ওয়েবসাইট করার জন্য পর্যাপ্ত জ্ঞান না থাকার কারনে এবং ডোমেইন হোস্টিং সম্পর্কে না জানার কারনে অনেক সময় আমাদের পড়তে হয় প্রতারণার ফাঁদে।

তাই আপনাদের সামনে ডোমেইন কি, কেন, কিভাবে, কোথায়, কত, নিরাপত্তা, ব্যবহার ইত্যাদে বিভিন্ন বিষয় তুলে ধরার জন্যই আজকের ভিডিও। আশা করি সবাই উপকৃত হবেন।

সবচেয়ে ভালো মানের ওয়েব হোস্টিং ছাড়া আপনি কখনোই আপনার স্বপ্নের ওয়েবসাইটটিকে সফলভাবে পরিচালনা করতে পারবেন না। সাধারণভাবে সব হোস্টিং সার্ভিসের ক্ষেত্রেই প্রায় একই ধরনের সেবা প্রদান করা হয়ে থাকে।

তবে কোম্পানী ভেদে অতিরিক্ত কিছু সুবিধা পাওয়া সম্ভব। তাই আপনাকে এই হাজার হাজার কোম্পানীর ভীড় থেকে যে হোস্টিং কোম্পানীর আপনার জন্য সবচেয়ে লাভজনক হোস্টিং প্লানটি রয়েছে, সেখান থেকেই হোস্টিং সেবা গ্রহণ করা উচিত।

👉 আপনি ডোমেইন হোস্টিং কিনতে চান কিন্তু আপনার পেমেন্ট করার জন্য কোন কার্ড নাই তাহলে আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন।
☎️ যোগাযোগঃ 01703507824

🌻 ভালো হোস্টিং কোম্পানীর বৈশিষ্ট:-
ভালো হোস্টিং কোম্পানীগুলিতে সবসময় স্পেস বরাদ্দের বিষয়টিকে গুরুত্বের সাথে দেখা হয়। পৃথিবীতে যতগুলো স্বনামধন্য হোস্টিং কোম্পানী রয়েছে তাদের প্রতিটি প্যাকেজেই হোস্টিং স্পেসকে গুরুত্বের সাথে দেখা হয়।

একাধিক অপারেটিং সিস্টেমে হোস্ট করার সুবিধা থাকা একটি ভালো মানের হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট। আমরা সবাই একই ধরনের অপারেটিং সিস্টেমে কাজ করতে অভ্যস্ত নই। এ ব্যাপারটি মাথায় রেখেই ভালো কোম্পানীগুলিতে একাধিক অপারেটিং সিস্টেমে হোস্টিং সেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়।

বিশ্বস্ততা একটি হোস্টিং কোম্পানীর মূল সম্পদ। ইন্টারনেটে সব কোম্পানীই তাদের হোস্টিং এর সর্বোচ্চ আপ-টাইমের দাবি করলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যায়। ভালো কোম্পানীগুলি এ বিষয়টিকে মাথায় রেখে কাজ করেন বিধায় তাদের সার্ভারে ৯৮ থেকে ৯৯ শতাংশ আপ-টাইম পাওয়া যায়।

গ্রাহকের ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করা একটি ভালো হোস্টিং কোম্পানীর প্রধান বৈশিষ্ট। এ ধরনের কোম্পানীগুলি তাদের গ্রাহকদের ওয়েবসাইটের নিরাপত্তা প্রদানের জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করে থাকে। তাছাড়া এমন কোম্পানীতে ফায়ারওয়াল, দৈনন্দিন ব্যাকআপ, ইউজার নোটিফিকেশন এবং ব্যবহারকারী শনাক্তকরণের মত অনেক উচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকে।

এতক্ষণে নিশ্চয় একটি ভালো হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের গ্রাহকসেবার জন্য কি কি ব্যবস্থা রেখে থাকেন সে সম্পর্কে আপনাদের পরিষ্কার ধারণা সৃষ্টি হয়েছে। তাহলে এবার চলুন জেনে নেই এ সকল বৈশিষ্টের অধিকারী বিশ্বের সেরা হোস্টিং কোম্পানী সম্পর্কে-

🌈 হোস্টগেটর
বর্তমানে ইন্টারনেটে যতগুলি কোম্পানী হোস্টিং সেবা প্রদান করে থাকে তার মধ্যে হোস্টগেটর সবচেয়ে ভালো এতে কোন সন্দেহ নেই। বিভিন্ন ওয়েবসাইট এবং ভার্চুয়াল প্রাইভেট সার্ভার হোস্টিং এর রাজ্যে ৯০ লক্ষেরও বেশি গ্রাহক নিয়ে তারা রাজত্ব করে যাচ্ছে। তাদের ক্লাউড হোস্টিং প্যাকেজ ইন্টানেটের সবচেয়ে সাশ্রয়ী প্যাকেজগুলির অর্ন্তভুক্ত। এছাড়াও অন্যান্যদের চাইতে দ্বিগুন বেশি গতির সার্ভিস দেওয়ার জন্য এই কোম্পানী বদ্ধ পরিকর।

🌈 এক নজরে হোস্টগেটরের বৈশিষ্ট ও সেবা সমূহঃ
ওয়েবসাইট, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার এবং ডেডিকেটেড হোস্টিং সার্ভিস।
নিরাপত্তার জন্য পাওয়ার ব্যাকআপ, ফায়ার ডিটেকশন এবং মনিটরিং যা তাদের ১২০০০ সার্ভারকে নিরাপদ রাখে।
৯৯.৯ শতাংশ আপটাইমে নিশ্চয়তা।
৪৫ দিনের মানিব্যাক গ্যারান্টি।

🌈 আমাদের অনেকেই শুধুমাত্র মূল্যের দিক বিবেচনা করেই হোস্টিং সেবা গ্রহণ করে থাকি। মূল্যের দিকটি অবশ্যই বিবেচনা করতে হবে কিন্তু শুধুমাত্র এর উপর নির্ভর করে কোন হোস্টিং প্লান নির্বাচন করাটা মোটেও বু্িদ্ধমানের কাজ নয়। ভালো কোম্পানীগুলোতে আপনি সব ধরনের বাজেটেই হোস্টিং প্লান পেয়ে যাবেন এমনকি আপনি যদি এককালিন দীর্ঘ সময়ের জন্য কোন প্যাকেজ ক্রয় করেন সেক্ষেত্রে অতিরিক্ত ডিসকাউন্টও পাওয়া সম্ভব।

🌈 উপরের বৈশিষ্টগুলোর কারণেই এই কোম্পানী টি আজ বিশ্বের সেরা ওয়েব হোস্টিং কোম্পানী হিসেবে বিবেচিত। তাই দেরী না করে আপনার ওয়েবসাইটের জন্য আজই সবচেয়ে উপযোগী প্লানটি বেছে নিন আর নিজের স্বপ্নের ওয়েবসাইটের হাত ধরে ইন্টারনেটে আপনার যাত্রা শুরু করুন।

* ভিডিও সম্পর্কে কোন প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। *

16/07/2022
16/07/2022

🌼 📣 ২১ ডলার বুস্ট করলে পেজ সেট আপ ও পেজ লাইক এ ⚡ ৫% মূল্য ছাড় ⚡

☎️ যোগাযোগঃ 01721 107235
🌈 আমরা সাধারণত পেজ রক্ষণাবেক্ষণ, পেজ সেট আপ, বুস্টিং, পেজ লাইক সেবা প্রদান করে যাচ্ছি। বিজনেস পেজ এর ক্ষেত্রে অগ্রিম পে করা লাগবে না একটিভ হবে তারপর করবেন।

👉 আপনার ব্যবসা আপনার স্বপ্ন, আপনার ব্যবসাকে আরো একধাপ এগিয়ে নিতে, করে নিন পেজ বুস্ট বা সেটাপ। পেইজে লাইক নিলে প্রতি রিয়েল লাইক ৫০ পয়সা ,এবার বুস্টিং হবে অভিজ্ঞতা ও সঠিকমূল্যের কম্বিনেশনে।
🌈 আমাদের সেবা সমূহ:-
১. পেজ বুস্ট ও লাইক প্রমোশন
২. ইউটুবে ভিডিও বুস্ট
৩. প্রফেশনাল পেইজ সেটআপ।
৪. পেইজ প্রোমোশন বা টার্গেট কাস্টমার পেজ লাইক।

🌻 এছাড়াও আপনি চাইলে আমাদের মাধ্যমে আপানার ইউটুবের ভিডিও বুস্ট করিয়ে নিতে পারেন Google Adwords এডস ব্যবহারের মাধ্যমে।

✅ আমাদের বুস্টিং সেবার বিস্তারিত:-
আমরা বুস্টিং সেবা সাধারণত ২ ভাবে প্রদান করে যাচ্ছি, একটি হচ্ছে সর্বনিম্ন ডলার ভিত্তিতে ও অপরটি হচ্ছে মাসিক ভিত্তিতে। আপনি চাইলে আমাদের মাসিক বুস্টিং সেবাটি নিতে পারেন। আমাদের মাসিক বুস্টিং প্যাকেজটি $৬০ ডলার থেকে শুরু।
✅ আরও বিস্তারিত জানতে ফোনে অর্ডার করুন: 01721 107235 & 01742-217847
ধন্যবাদ,
🌈 ᗩdvent ᗪigital IT
CEO & FOUNDER:- A R Rashid Chowdhury Harun
🏢 Office:- Ropi Market, 2nd Floor, Hospital Road, Chowgacha, Jessore, Khulna, Bangladesh
🌐 Web Address:- www.adventdigitalit.com
Call us here to get more details information:- +880 1721 10 7235
ᗩR RASHID

Address

Ropi Market, 2nd Floor, Advent Digital, Hospital Road, Chowgachha
Jessore
7410

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when A. R. Rashid Chowdhury Harun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A. R. Rashid Chowdhury Harun:

Share