25/07/2025
মানুষের ভিতর জঙ্গলের পশুর মত হিংস্রতা বেড়েছে বহুগুণে।
পশুপাখি থেকে শুরু করে বিষাক্ত সাপও পোষ মানে।
আমার কোলে এমন একজন বসে আছেন মনে হয় পুরা মানুষের বাচ্চা একটা। তিনি হাতে, কোলে বসে খাবার খেতেন, উনার পাশে না থাকলে উনি চিল্লাতে চিল্লাতে মরার মত হয়ে যেতেন। একা থাকতেন না, ঘুমাতেন না। রাতে ঘুমানোর সময় ও উনাকে পাশে রাখতে হতো কোন কার্টুনে।
তারপর ভাবা হলো উনাকে কয়েকজন সঙ্গী এনে দেওয়া হবে যেহেতু উনি একা থাকতে পারেন না। এনেও দেওয়া হলো। তারপর বেশ কিছু দিন সময় নিলেন উনি সবার সাথে মেশার জন্য। কয়েকজন সঙ্গী থেকে একজনের সাথে উনার ভাব হলো।
সমস্যা হলো,উনি খুবই নরম স্বভাবের। কাউকে আঘাত করতে জানেন না। উনি অলওয়েজ আদর চান। তো উনার অন্য সঙ্গীরা উনাকে নরম পেয়ে একদিন এমন ভাবে মারলো কী বলবো, আসলে ওইটাকে মারা বলে না ওকে আরেকটু সময় গেলে খেয়েই ফেলতো। ওর, বুক, পা,ঘাড়ের মাংস খেয়ে ফেলেছিলো সঙ্গীরা। যাদের সাথে ও বেড়ে উঠেছিলো।
যাদের সাথে সব সময় কাটানো হয়,সুখ দুঃখ ভাগ করে নেওয়া হয় ঠিক তারাই দিন শেষে ছুরিটা বসায় কলিজাতে।
মানুষ হোক বা প্রাণী নরম স্বভাবের হলেই বিপদ। আমার মত আর এই বাচ্চাটার মত কেউ হইয়ো না। জীবনে বিপদের সীমা থাকবে না। যদিও আমার চরিত্র পরিবর্তন আর হবে না। এভাবেই হয়তো মারা যাব বা কেউ খেয়ে ফেলবে....