LifeLens

LifeLens নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥

এটা আমি😁
27/07/2025

এটা আমি😁

26/07/2025

আজকে সকাল থেকে কিছু ভালো লাগছিলো না। গত কয়েকদিন ঠান্ডা জ্বরে এমনিতেই কাহিল। আজ সকালে মনে হলো আবার জ্বর আসবে।

শরীরের সাথে সাথে মন ও কেমন জানি ভালো না। কিছুই ভালো লাগছে না।

কিছু প্রিয় মানুষকে ভীষণ মিস করছি। একজনকে
তো কখনো আর দেখবো না বাকিদের আল্লাহ সুস্থ্য রাখুক, ভালো রাখুক।
শুভ রাত্রি❤️

26/07/2025

আচ্ছা, সরকারের বাইরে থাকলে সবাই বাঘের মত গর্জন করে। এটা করতে হবে ওটা করতে হবে। কথা শুনলে মনে হয় তারা সরকারে থাকলে সব সমস্যার সমাধান করে ফেলতে পারবে।
ওই লোকগুলো সরকারের উচ্চ পদে আসীন হওয়ার সাথে সাথে প্রতিবন্দী হয়ে যায়।

এইটার সাইন্স কী কেউ বলতে পারেন???

26/07/2025

কত কত পরিকল্পনা করি জীবন সাজাতে অথচ জীবন চলে তার আপন গতিতে...

26/07/2025

আজকের দিনটা আমার জন্য স্পেশাল।
কেউ জানলে হয়তো বলবে এই দিন কিভাবে স্পেশাল হয়? এই দিন জীবন থেকে ধুয়েমুছে জাস্ট ডাস্টবিনে ফেলে দাও।
কিন্তু আমি বলি ভিন্ন কথা। আমার জীবনের যা কিছু ভুল, যা কিছু ভালো সে সব কিছু নিয়েই আমার জীবন। আমি এ জীবনের কিছুই কাটতে ছাঁটতে বা ভুলতে চাই না।
"ভালোবাসি" আমার ভুলে ভরা এই জীবনকে❤️

মানুষের ভিতর জঙ্গলের পশুর মত হিংস্রতা বেড়েছে বহুগুণে। পশুপাখি থেকে শুরু করে বিষাক্ত সাপও পোষ মানে। আমার কোলে এমন একজন বস...
25/07/2025

মানুষের ভিতর জঙ্গলের পশুর মত হিংস্রতা বেড়েছে বহুগুণে।
পশুপাখি থেকে শুরু করে বিষাক্ত সাপও পোষ মানে।

আমার কোলে এমন একজন বসে আছেন মনে হয় পুরা মানুষের বাচ্চা একটা। তিনি হাতে, কোলে বসে খাবার খেতেন, উনার পাশে না থাকলে উনি চিল্লাতে চিল্লাতে মরার মত হয়ে যেতেন। একা থাকতেন না, ঘুমাতেন না। রাতে ঘুমানোর সময় ও উনাকে পাশে রাখতে হতো কোন কার্টুনে।

তারপর ভাবা হলো উনাকে কয়েকজন সঙ্গী এনে দেওয়া হবে যেহেতু উনি একা থাকতে পারেন না। এনেও দেওয়া হলো। তারপর বেশ কিছু দিন সময় নিলেন উনি সবার সাথে মেশার জন্য। কয়েকজন সঙ্গী থেকে একজনের সাথে উনার ভাব হলো।

সমস্যা হলো,উনি খুবই নরম স্বভাবের। কাউকে আঘাত করতে জানেন না। উনি অলওয়েজ আদর চান। তো উনার অন্য সঙ্গীরা উনাকে নরম পেয়ে একদিন এমন ভাবে মারলো কী বলবো, আসলে ওইটাকে মারা বলে না ওকে আরেকটু সময় গেলে খেয়েই ফেলতো। ওর, বুক, পা,ঘাড়ের মাংস খেয়ে ফেলেছিলো সঙ্গীরা। যাদের সাথে ও বেড়ে উঠেছিলো।

যাদের সাথে সব সময় কাটানো হয়,সুখ দুঃখ ভাগ করে নেওয়া হয় ঠিক তারাই দিন শেষে ছুরিটা বসায় কলিজাতে।

মানুষ হোক বা প্রাণী নরম স্বভাবের হলেই বিপদ। আমার মত আর এই বাচ্চাটার মত কেউ হইয়ো না। জীবনে বিপদের সীমা থাকবে না। যদিও আমার চরিত্র পরিবর্তন আর হবে না। এভাবেই হয়তো মারা যাব বা কেউ খেয়ে ফেলবে....

25/07/2025

ঢাকা শহর ইনজয় করেন?????

25/07/2025

এখানে এখন অনেক পানি

শুভ সকাল ❤️
25/07/2025

শুভ সকাল ❤️

২৩-০১-২৫ তারিখে তোলা ছিলো ছবিটা। কখনো কখনো ছবি অনেক কথা বলে আবার কখনো কখনো ছবি অনেক কিছু হাইড করে। ছবিটা দেখে কেউ অনুমান...
24/07/2025

২৩-০১-২৫ তারিখে তোলা ছিলো ছবিটা।

কখনো কখনো ছবি অনেক কথা বলে আবার কখনো কখনো ছবি অনেক কিছু হাইড করে।
ছবিটা দেখে কেউ অনুমান করতে পারবে ১০ মিনিট আগেও কেদে বুক ভাসিয়েছিলাম। না পৃথিবীর কেউ বুঝবে না।

মানুষ আত্মহত্যা করার পরে আমরা অনেকে বলি আহারে মানুষটা কত হাসিখুশি ছিলো অথচ আজ কী এমন হলো যে এমন একটা সিদ্ধান্ত নিলো মানুষটা।

একদিনে কেউ কোন সিদ্ধান্ত নেয় না। ভেতরে ভেতরে পুড়ে ছাই হওয়ার পরে যখন শরীর পুড়তে শুরু করে তখন হয়তো মানুষ জানে।

হাসিখুশি মানেই সে সুখী এমনটা মোটেও নয়।

ক্ষনস্থায়ী এ জীবনে একটু মায়া আর ভালোবাসায় বেঁচে থাকুক সবাই।

শুভ রাত্রি❤️

বাসায় মেহমান আসলে কোন পিঠা এত ইজিলি হতে চায় না অথচ যখন হেলাফেলা করে বানানো হয় তখন এমন ফুলেফেঁপে ওঠে পিঠাগুলো।এইটার কাহিন...
24/07/2025

বাসায় মেহমান আসলে কোন পিঠা এত ইজিলি হতে চায় না অথচ যখন হেলাফেলা করে বানানো হয় তখন এমন ফুলেফেঁপে ওঠে পিঠাগুলো।
এইটার কাহিনি বা সাইন্স কী?
আজব

সবাই "নো মেকাপ লুক" ছবি দিয়ে সাহসের প্রমান দিচ্ছে। সেই তালিকায় আমিও নাম লেখালাম।ঘটনা মোটেও সেটা না। ঘটনা হলো মাত্র এক মা...
24/07/2025

সবাই "নো মেকাপ লুক" ছবি দিয়ে সাহসের প্রমান দিচ্ছে। সেই তালিকায় আমিও নাম লেখালাম।

ঘটনা মোটেও সেটা না। ঘটনা হলো মাত্র এক মাসে একটা শাড়ি সেলাই করে ফেলেছি নিজ হাতে।
শেষ করে এক সেকেন্ড ও টাইম নিলাম না গায়ে জড়াতে। টী-শার্ট আর প্যান্টের উপরেই ট্রায়াল দিয়ে ফেললাম।
খুশি খুশি লাগতেছে অনেক দিন পরে❤️💖

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when LifeLens posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LifeLens:

Share