Monir shop

Monir shop যশোর সদর উপজেলা
সত্য মানুষকে চেতনা দেয়।

30/03/2024

গরুর গোশ আর তরমুজের দাম?
একটা বিষয় সকলের জানানোর জন্য পোস্ট করছিঃ
আসলে কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় গরু গোশের সাথে তুলনা করা হচ্ছে তরমুজের।
আচ্ছা আপনার একটু বলেন, গরুর খাবারের দামের বিষয়ে কেউ কোনো কথা বলছেন না। কয়েক বছর আগে গরু চরানোর জন্য মাঠে প্রতিত জমি পড়ে থাকতো। বর্তমানে এখন কোন প্রতিত পড়ে থাকে না। এবার আসেন যারা ঘুষের দাম কমানোর কথা বলছেন তারা বাসাতে একটি করে গরু লালন পালন করেন। এক বছরের হিসাব করেন। আপনাদের বাসাতে যে মহিলা কাজ করে তাকে মাসে ৫' হাজার টাকা দেন। কিন্তু গরু যে লালন পালন করে তার জন্য কত দিবেন।
বর্তমানে এখন দেখেন কৃষকের ঘরে ঘরে ১০ থেকে ১৫ টা গরু নাই। শুধু তাই না কোন কোন কৃষকের ঘরে যেখানে ১০ থেকে ১৫ টা গরু ছিল সেখানে গোয়ালঘর খালি।
দেখেন আমিও চাই সমস্ত দ্রব্যমূল্য জিনিস জিনিসপত্র পুরাই ক্ষমতার মধ্যে আসুক। তবে একটা কথা বলি কৃষকের মেরে দেশ বাঁচাতে পারবেন না। যেভাবে আপনারা লেগেছেন দুই থেকে পাঁচ বছরের মধ্যে গরু গোসের দাম দ্বিগুণ হবে। কারণ কৃষক আর গরু পালন করতে চাইবে না। তখন ভারতের মুখ চেয়ে থাকতে হবে। এভাবে চলতে থাকলে এক হাজার টাকা না ২০০০ টাকাও গরুর গোশ হতে পারে।
কৃষক বাঁচান দেশ বাঁচান। এই সমস্ত স্লোগানকে বয়কট করি।
গরু তো আর তরমুজের মতো পৌঁছে যাবে না। অতএব গরু বিক্রি করা কৃষকের কোন চিন্তা করার প্রয়োজন নেই। আসুন আমরা সবার সবার দুঃখ বুঝি।

21/02/2024
21/02/2024

২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে রফিক, জব্বার, সালাম, বরকতসহ সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। তারা আমাদের জীবনে একটা স্বর্ণ অক্ষরের মত। আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাত দান করুন। আমিন

পেয়াজ চাষ
19/02/2024

পেয়াজ চাষ

18/02/2024

যশোরে ঐতিহ রক্ষার্থে মানববন্ধন করেছেন।

02/02/2024

FacebookTweetEmailPrint মনিরুজ্জামান মনির : টানা ১৫দিনেও বিষক্রিয়া নষ্ট হয় না এমন ক্ষতিকারক কীটনাশক স্প্রের পরদিনই বাজারজাত .....

01/02/2024

০১-০২-২০২৪

31/01/2024

আমার বোনের বিবাহ অনুষ্ঠানে।

30/01/2024
29/01/2024

যশোর বীর নারায়নপুর গ্রামে রাস্তার কার্পেটিং এর কাজ

29/01/2024

কয়েক'শ বছরের নাকড় গাছ।

Address

Jessore
7400

Telephone

+8801749050077

Website

Alerts

Be the first to know and let us send you an email when Monir shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monir shop:

Share