30/03/2024
গরুর গোশ আর তরমুজের দাম?
একটা বিষয় সকলের জানানোর জন্য পোস্ট করছিঃ
আসলে কয়েকদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় গরু গোশের সাথে তুলনা করা হচ্ছে তরমুজের।
আচ্ছা আপনার একটু বলেন, গরুর খাবারের দামের বিষয়ে কেউ কোনো কথা বলছেন না। কয়েক বছর আগে গরু চরানোর জন্য মাঠে প্রতিত জমি পড়ে থাকতো। বর্তমানে এখন কোন প্রতিত পড়ে থাকে না। এবার আসেন যারা ঘুষের দাম কমানোর কথা বলছেন তারা বাসাতে একটি করে গরু লালন পালন করেন। এক বছরের হিসাব করেন। আপনাদের বাসাতে যে মহিলা কাজ করে তাকে মাসে ৫' হাজার টাকা দেন। কিন্তু গরু যে লালন পালন করে তার জন্য কত দিবেন।
বর্তমানে এখন দেখেন কৃষকের ঘরে ঘরে ১০ থেকে ১৫ টা গরু নাই। শুধু তাই না কোন কোন কৃষকের ঘরে যেখানে ১০ থেকে ১৫ টা গরু ছিল সেখানে গোয়ালঘর খালি।
দেখেন আমিও চাই সমস্ত দ্রব্যমূল্য জিনিস জিনিসপত্র পুরাই ক্ষমতার মধ্যে আসুক। তবে একটা কথা বলি কৃষকের মেরে দেশ বাঁচাতে পারবেন না। যেভাবে আপনারা লেগেছেন দুই থেকে পাঁচ বছরের মধ্যে গরু গোসের দাম দ্বিগুণ হবে। কারণ কৃষক আর গরু পালন করতে চাইবে না। তখন ভারতের মুখ চেয়ে থাকতে হবে। এভাবে চলতে থাকলে এক হাজার টাকা না ২০০০ টাকাও গরুর গোশ হতে পারে।
কৃষক বাঁচান দেশ বাঁচান। এই সমস্ত স্লোগানকে বয়কট করি।
গরু তো আর তরমুজের মতো পৌঁছে যাবে না। অতএব গরু বিক্রি করা কৃষকের কোন চিন্তা করার প্রয়োজন নেই। আসুন আমরা সবার সবার দুঃখ বুঝি।