
01/11/2024
ধানক্ষেতের আইলে বা সীমানাতে রোপনকৃত তালের গাছ।যা আমাদের দেশের পশ্চিম-দক্ষিন অঞ্চলে অধিকাংশ চাষাবাদের জমিতে লাগানো হতো। কিছু কিছু জায়গায় খেজুর গাছও লাগানো হতো।গাছগুলো একধারে যেমন কৃষকের বিশ্রামের জায়গা আবার প্রয়োজনে কিছু আর্থিক সাহায্য হয়। আবার প্রাকৃতিক দিক বিবেচনায় অনেক পাখির নিরাপদ আশ্রয়স্থল।
গ্রাম প্রচলিত প্রবাদ আছে, "যে তাল গাছ লাগায় সে সেটার ফল খেতে পারে না।"
স্থান:কাপালিডাংগা,মঘি,মাগুরা।