Mahadi Hasan

Mahadi Hasan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mahadi Hasan, Digital creator, Jessore, Jessore.

08/04/2025

জিহাদের ময়দানে সশস্ত্র যুদ্ধের প্রয়োজন হলে যাবেন তো..?
ইনশাআল্লাহ
সর্বদাই প্রস্তুত আছি।🤚

28/11/2024
28/11/2024

Our Food Menu..

28/11/2024

আলহামদুলিল্লাহ সকল প্রস্তুতি শেষে,মাওনা শ্রীপুর এ চালু হতে যাচ্ছে মোমো ক্যাম্পেইন। আগামী কাল ২৮ নভেম্বর সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতিদিন আমাদের Mim's Kitchen মোমো এর ক্যাম্পেইন চালু থাকবে , ইনশাআল্লাহ।
সবাই কে আমন্ত্রণ জানাচ্ছি।






28/11/2024

Mim's Kitchen এখন Shodai এর সাথে সংযুক্ত হয়েছে।
শ্রীপুর বাসী আপনারা সদাই এর মাধ্যমে ১৫% ডিসকাউন্টে আমাদের মোমো সংগ্রহ করতে পারবেন।
শীতের বিকালে স্ট্রিট ফুড হিসাবে মোমো অতুলনীয়।
এই ডিসকাউন্ট চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এখনি ডিসকাউন্ট অফারে মোমো সংগ্রহ করুন।








28/11/2024

শীতের বিকালে হট মোমো খান, শরীরে জোস বাড়ান।

মাওনা তে আমরাই প্রথম বার ১০ পিস মোমো তে দিচ্ছি ১৫% ডিসকাউন্ট, আপনি বাসায় বসে সদাই এপস এর মাধ্যমে আমাদের মোমো পেয়ে যাচ্ছেন খুব সহজেই।

Uss 😐
16/11/2024

Uss 😐

14/10/2024

Adventure Game.










কয়েক মাস আগেও টিএসসি'তে হেঁটে হেঁটে চা বিক্রি করা রনি মাত্র কয়েক মাসের ব্যবধানে প্লেনের টিকেট নিয়ে পোস্ট করে। এমনকি সে প...
14/10/2024

কয়েক মাস আগেও টিএসসি'তে হেঁটে হেঁটে চা বিক্রি করা রনি মাত্র কয়েক মাসের ব্যবধানে প্লেনের টিকেট নিয়ে পোস্ট করে। এমনকি সে পড়ালেখা শেষ করার পরে বড় কোনো চাকুরীও করেনি। তার ভাষ্য অনুযায়ী তার বাবা একজন পাহাড়াদার। তাহলে এই কয়েক মাসে কি আলাদিনের চেরাগ পেয়েছিলো যে এত পরিবর্তন!! চা বিক্রেতা থেকে সোজা প্লেনে???

ছাত্র-আন্দোলন ছাড়া তেমন কোন কিছুই হয় নি দেশে। তাহলে তার উন্নরতির চাবিকাঠি কি? ভাবুন, ভাবুন, ভাবার প্র্যাক্টিস করুন।

সোর্স : আফসোস লীগ

13/10/2024

বাংলাদেশের কোনো রাজনৈতিক দল কি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কমাতে পারে না? বিদুৎ বিলের দাম কমাতে পারে না??

বাংলাদেশের মত একটা দেশে যেখানে মানুষের সবচেয়ে বেশি অভিযোগ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ে, সেখানে কোনো সরকার এটি নিয়ে কাজ করছে না। আমি ১০০% নিশ্চয়তা দিয়ে বলতে পারি এ দেশে যেই সরকার দ্রব্য মূল্যের দাম কমাতে পারবে সেই হবে সবচেয়ে জনপ্রিয় সরকার। কারণ এ দেশের সাধারণ মানুষের ইনকাম খুবই সীমিত, বেশিভাগই ৮ হাজার থেকে ১৫ হাজারে সীমাবদ্ধ, এই আয়ে একটা সংসার চালানো কষ্টকর। তাই তারা চায় দেশের নিত্যপ্রয়োজনীয় জিনিষের দাম হাতের নাগালে থাকুক। আর এই জায়গাটার গুরুত্ব দিয়ে হলেও বর্তমান সরকারের উচিত সবার আগে দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আনা। রাতারাতি জনপ্রিয় হয়ে উঠা ও জনমনে জায়গা করে নেওয়া একদম সহজ শুধু একমাত্র এই কাজটা করতে পারলেই হবে।

দ্রব্যমূল্যের দাম কমাতে আগে সিন্ডিকেট কমাতে হবে, সিন্ডিকেট যেসব দোকানী বা ব্যবসায়ীরা করে তাদের দোকান ৬ মাস থেকে ১ বছরের জন্য তালা মেরে দিতে হবে। (আইনের সঠিক প্রয়োগ ইন্সট্যান্ট)

সরকারি তহবিল থেকে আমদানি করা দ্রব্যে অর্থ যোগান দিয়ে হলেও দ্রব্য মূল্যের দাম কমানো, ব্রিজ, কালপাট এই সেই এত ভক্কর চক্কর দিয়ে কি হবে? যেখানে মানুষ চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে পারে না?

তাই সরকারের নিকট অনুরোধ থাকবে মানুষের মন জয় করতে দ্রব্য মূল্যের দাম কমানো, বিদ্যুৎ বিলের দাম কমানো অত্যন্ত জরুরি। এতে করে দীর্ঘদিন জনপ্রিয়তার সাথে ক্ষমতায় টিকে থাকতে পারবেন ইনশাআল্লাহ।

13/10/2024

China kungfu movie



















09/10/2024

নামাজ হলো এমন
একটি ইবাদত যা মানুষের আত্মা এবং শরীর দুটোই সুস্থ রাখে।
আলহামদুলিল্লাহ

Address

Jessore
Jessore

Telephone

+8801786612636

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahadi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahadi Hasan:

Share