17/03/2024
আপনি যদি #আঁকাআঁকি পছন্দ করেন, তাহলে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়ার কথা একবার হলেও হয়তো ভেবেছেন। #ক্রিয়েটিভ এ ফিল্ডে কাজের সুযোগ অন্য যেকোনো সময়ের তুলনায় এখন বেশি।
বর্তমানে ডিজিটাল মার্কেটিংয়ের এই যুগে #গ্রাফিক্স ডিজাইন ছাড়া পুরো মার্কেটিং #ডিপার্টমেন্টই অচল। এর কারণও বিদ্যমান। ডিজিটাল মার্কেটিংয়ের জন্য যা যা দরকার একটা কোম্পানির, তার বেশিরভাগই প্রস্তুত করেন গ্রাফিক্স #ডিজাইনাররা।
ব্যানার, পোস্টার, বিলবোর্ড, সোশ্যাল মিডিয়া কভার ফটো, টেলিভিশন কমার্শিয়াল ইত্যাদির সবকিছুই গ্রাফিক্স ডিজাইনের কাজের ভেতরে পড়ে।
এসব কারণেই গ্রাফিক্স ডিজাইনের #গুরুত্ব দিনকে দিন বেড়েই চলেছে। তাই আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে গ্রাফিক্স ডিজাইন শিখবেন, তাহলে অবশ্যই এটি আপনার জীবনে নেওয়া অন্যতম ফলপ্রসূ #সিদ্ধান্ত হতে পারে।
#ক্যারিয়ার হিসেবে এই গ্রাফিক্স ডিজাইনিং কেন এতো জনপ্রিয় তা অনেক মানুষেরই #কৌতূহল। আসলে এর অসংখ্য কারণে রয়েছে যেমন: সৃজনশীল পেশা, উচ্চতর চাহিদা, বাড়িতে বসে কাজের সুযোগ, কাজের স্বাধীনতা, অধিক আয়ের সম্ভাবনা, চাকরির সুযোগ, প্রতিভা বিকাশেন সুযোগ, উচ্চশিক্ষার প্রয়োজনহীনতা, ভবিষ্যৎ সম্ভাবনা, ফ্রিলান্সিং ও আউটসোর্সিং। যে কেউই চাইবে এমন একটি পেশা নির্ধারণ করার জন্য যার #ভবিষ্যৎ অনেক #উজ্জ্বল।
ক্যারিয়ার হিসেবে গ্রাফিক্স ডিজাইনকে #নির্ধারণ করার পরে প্রথম যে বিষয়টি মাথায় আসে সেটি হলো কীভাবে শিখবেন গ্রাফিক্স ডিজাইন।
আপনার সেই প্রশ্নের উত্তর নিয়ে এসেছে #টেকব্রেইন। আমাদের গ্রাফিক্স ডিজাইন কোর্সে যুক্ত হয়ে আপনার #ক্যারিয়ারকে উজ্জ্বল করতে পারেন।
☎️কোর্স সংক্রান্ত বিস্তারিত জানতে আমাদের মেসেজ করুন
অথবা প্রতিনিধির সাথে কথা বলতে কল করুন: 01911060006📞
🏠অথবা বিস্তারিত জানতে চলে আসুন আমাদের অফিসে।
আমাদের লোকেশন: লেভেল ৮, এমটি ভবন, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোর
সহযোগী প্রতিষ্ঠান:
TECHNOSOFT🤝SCHOLARSTEC
#প্রফেশনাল #সফলতার #ফ্রিল্যান্সিং #স্বাধীনভাবে #যশোর