24/08/2024
“ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল
গড়ে ওঠে মহাদেশ, সাগর অতল”
আজকে কথাটা অনুধাবন করলাম।
২২ তারিখ বিকালে আমাকে ২-৩ জন বললো তোদের তো Give To Life নামে সংগঠন আছে, দেখ বন্যার্তদের জন্য কিছু করা যায় কি না। মনে হলো করা উচিত তবুও এড়িয়ে গেলাম। ২৩ তারিখ রাত ১ টায় Shahriar Zakee একটা গ্রুপে এড দিল। দাউদ পাবলিক স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা ফান্ড কালেক্ট করবে। যথারীতি ২৩ তারিখ বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে ফান্ড কালেক্ট করা শুরু হলো। জাকি আর ওর কিছু বন্ধু স্টেশনে গিয়ে টাকা কালেক্ট করেছে। আমার মনে হলো আমারও কিছু করা উচিত। কিন্তু একা কিভাবে করব। স্কুল গ্রুপে বললাম, কেউ রাজি হলো না। Rohan Ahmed আর Mushfique Hasan Opu কে নক করলাম ওরা আসতে রাজি হলো। সকাল ১০ টায় আমি, রোহান, মুশফিক, ইজাজনুর একটা বক্স নিয়ে শুরু করলাম ফান্ড কালেকশন। ৩ ঘন্টায় পুরো সাতমাইল বাজার কভার করলাম। এই ৩ ঘন্টায় দেখেছি মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা, সাহায্য করার ইচ্ছা। আমাদের আগেও অনেক গ্রুপ সাতমাইল বাজারে ফান্ড কালেক্ট করেছে। অনেক দোকানে গেছি, দোকানদার বলেছে,“তোমাদের আগে আরও ৩-৪ টা গ্রুপ আসছে, কিন্তু আমি কাউকে খালি হাতে ফেরত দিব না। যতটুকু পারি সাহায্য করবো।” টাকা তোলা শেষের দিকে আমি রোহানকে বলছি “হয়তো বেশি টাকা হয়নি, ১০০০ হবে হয়তো”। রোহান বলে, “না, ১৯০০ মতো হবে।” কিন্তু টাকা গণনার পরে বুঝলাম বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরী হয়।
বিকালে আমাদের ফান্ড কালেক্ট করার কোন প্লান ছিল না। তাও বক্সটা নিয়ে বের হলাম। কারোকে সাহায্যের জন্য অনুরোধ করলাম না। বক্স নিয়ে শুধু বসে থাকলাম। মানুষ নিজে থেকে ডেকে ডেকে টাকা দিচ্ছে।
আমরা আসলেই এসব মানুষের জন্যই বাঁচি আর বার বার এসব মানুষের জন্যই বাঁচতে চাই।
- Tashrik Rahman