19/05/2024
" মৃত্যুর মত অবধারিত সত্য, আর আশার মত অধিকতর মিথ্যা আর কিছু নাই" - হযরত আলী (রা:)
একের পর এক প্রিয়জন হারানোর মতো শোক আর কিছুতে নেই। আমার নানু আজ সকাল ৭ টায় ইন্তেকাল করেছেন। গত ডিসেম্বর ২৩ তারিখে দাদুকে হারিয়েছি, আজ নানুকে। আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন। আমিন। সবাই দোয়া করবেন।