10/10/2025
ঢাকা শহরটাকে এখন ডাইনিং টেবিল মনে হয়। যেদিকেই যান দেখবেন শুধু খাবারের দোকান। লোকজন শুধু খাচ্ছে। ডানে বায়ে যেখানেই চোখ যাবে সেখানেই দেখবেন লোকজনের চাপা নড়ছে। সবাই শুধু খাচ্ছে আর লাগাচ্ছে। লাগাচ্ছে আর খাচ্ছে। পেট আর চেট নিয়েই এখানে মানুষের প্রতিদিনের জীবন।