![❝ মানবিক সাহায্যের আবেদন ❞[Donation info in the comments]আমার ভাই, মারুফ রায়হান অনন্য, আড়াই বছরের অধিক সময় ধরে এক rare ক...](https://img5.medioq.com/368/066/1085423783680669.jpg)
29/07/2025
❝ মানবিক সাহায্যের আবেদন ❞
[Donation info in the comments]
আমার ভাই, মারুফ রায়হান অনন্য, আড়াই বছরের অধিক সময় ধরে এক rare ক্যান্সারের (fibro sarcoma) বিরুদ্ধে লড়াই করছে। বর্তমানে ওর ক্যান্সার ৪র্থ স্টেজে। ইতোমধ্যে ওর উপর দিয়ে মোট ২টি মেজর সার্জারি (প্রথমটি চেন্নাই অ্যাপোলো তে, দ্বিতীয়টি বাংলাদেশে ইবনে সিনায়), ৩৪ সাইকেল রেডিওথেরাপি (ডেলটা হসপিটাল), ১১ সাইকেল কেমোথেরাপি (টাটা মেমোরিয়াল হসপিটাল, মুম্বাই ও সিএমএইচ, ঢাকা) গিয়েছে।
উল্লেখ্য, ওর টিউমার এতটাই রেয়ার যে কেমোথেরাপির কোনো মেডিসিনই ম্যাচ করেনি, ওর সব কেমো দেওয়া হয়েছে কাছাকাছি মেডিসিন দিয়ে।
ভাগ্যের নির্মম পরিহাস, কোনোকিছুই ওর টিউমারকে থামাতে পারেনি। No chemo worked. No hope worked. No prayer worked.
সর্বশেষ টাটা মেমোরিয়াল হসপিটাল থেকে শেষ চেষ্টা হিসেবে ৪ সাইকেল কেমোথেরাপি দিতে বলা হয়। সেই প্রটোকল অনুযায়ী বাংলাদেশের সিএমএইচ (CMH) এ ২ সাইকেল দিই, কিন্তু কেমো চলার সময়ই ওর পেট ফুলে ওঠে, শক্ত লাম্প। 'টিউমার অনেক বড় হয়ে গেছে আর কেমো কাজ করছে না' এই সন্দেহে আবার নিয়ে যাই মুম্বাইয়ে, টাটা মেমোরিয়াল হসপিটাল এবার বলে দেয়, ❝There's no more treatment for him.❞
কফিনের শেষ পেরেক। আড়াই বছর ধরে আমার পরিবারের করা যুদ্ধ বৃথা হয়ে গেল। একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এতদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করা যে কি, তা বলার বাহিরে। আশা ছেড়েই দিতাম, কিন্তু বাসায় এসে আমার ভাইয়ের মুখে শুনলাম, "আমি এখনো বাঁচতে চাই" That one line hit me so hard...
খোঁজ নিয়ে জানলাম, সিঙ্গাপুরের কিছু হাসপাতালে এমন টার্মিনাল ক্যান্সার রোগীদের ট্রিটমেন্ট করা হয়। আমরা এই শেষ চেষ্টা টা করতে চাই, তবে এতদিনের চিকিৎসায় আমার পরিবারের আর্থিক মেরুদণ্ড ভঙ্গুর... আপনাদের সাহায্য ছাড়া আমরা এত বড় স্টেপ নিতে পারবো না।
To all the people I know, please help us however much you can. I'll be forever grateful to you all.
~ Nabila Zaman Orchi