Purrfect Pair with JA

Purrfect Pair with JA Assalamualikum Everyone. This is our official page.

Indeed 🤍
06/08/2025

Indeed 🤍

04/08/2025

বরকত হলো — বছরের পর বছর পার হয়ে গেলেও ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন না পড়া। কারণ আল্লাহ আপনার স্বাস্থ্যে বরকত রেখেছেন।

বরকত হলো — আয়ের পরিমাণ কম কিন্তু পরিবারের সকলের সব ধরনের প্রয়োজন পুরণ হয়ে যায়। মাস শেষে কখনো ঋণ করতে হয়না।

বরকত হলো — ঘরের ছোট-বড় প্রয়োজনীয় আসবাবপত্র দীর্ঘ সময় ধরে ভালোভাবে ব্যবহার করতে করতে পারা। নষ্ট না হওয়া, ভেঙ্গে না যাওয়া।

বরকত হলো — ঘর ছোট, সম্পদ কম কিন্তু শান্তিতে ভরপুর। পরিবারের সকলের সাথে সকলের সম্পর্ক ভালো ও আন্তরিকতায় পরিপূর্ণ।

বরকত হলো — মানুষজনের সাথে পরিচিতি ও বন্ধুবান্ধব কম। কিন্তু যে ক'জনই আছে সবাই সহানুভূতিশীল ও বিশ্বস্ত।

বরকত মানে শুধু টাকা-পয়সার প্রাচুর্য নয়। বরকত মানে কম থাকলেও তাতে তৃপ্তি পাওয়া, কঠিন কাজও সহজে সম্পন্ন হয়ে যাওয়া, আর অল্প জিনিসেই হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া।

Because dua is power 🤲🏻
04/08/2025

Because dua is power 🤲🏻

এই জিনিস টা দিয়ে খেলে থাকলে আপনার ছোটবেলা মধুর ছিল! ❤️🌸
03/08/2025

এই জিনিস টা দিয়ে খেলে থাকলে আপনার ছোটবেলা মধুর ছিল! ❤️🌸

24/07/2025

যদি তোমার এমন মনে হয় যে আল্লাহ তোমার দু'আয় সাড়া দিচ্ছেন না তাহলে বুঝে নিবে, আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন। তার সিদ্ধান্ত মেনে নাও এবং ধৈর্য ও কৃতজ্ঞতার সাথে এগিয়ে যাও"❕❤️

اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه، وَعافِهِ وَاعْفُ عَنْـه ، وَأَكْـرِمْ نُزُلَـه ، وَوَسِّـعْ مُدْخَـلَه ، وَاغْسِلْـ...
21/07/2025

اللهُـمِّ اغْفِـرْ لَهُ وَارْحَمْـه، وَعافِهِ وَاعْفُ عَنْـه ، وَأَكْـرِمْ نُزُلَـه ، وَوَسِّـعْ مُدْخَـلَه ، وَاغْسِلْـهُ بِالْمـاءِ وَالثَّـلْجِ وَالْبَـرَدْ ، وَنَقِّـهِ مِنَ الْخطـايا كَما نَـقّيْتَ الـثَّوْبُ الأَبْيَـضُ مِنَ الدَّنَـسْ ، وَأَبْـدِلْهُ داراً خَـيْراً مِنْ دارِه ، وَأَهْلاً خَـيْراً مِنْ أَهْلِـه ، وَزَوْجَـاً خَـيْراً مِنْ زَوْجِه، وَأَدْخِـلْهُ الْجَـنَّة ، وَأَعِـذْهُ مِنْ عَذابِ القَـبْر وَعَذابِ النّـار

উচ্চারণ : আল্লাহহুম্মাগ ফিরলাহু ওয়ারহামহু, ওয়া আফিহি ওয়া ফু আনহু; ওয়া আকরিম নুজুলাহু, ওয়া ওয়াসসি মাদখালাহু; ওয়াগসিলহু বিল মায়ি ওয়াস সালজি ওয়াল বারাদি, ওয়ানাক্কিহি মিনাল খাতা-ইয়া কামা ইউননাককাস সাওবুল আব ইয়াযু মিনাদদানাসি; ওয়াবদিলহু দা-রান খায়রান মিন দারিহি, ওয়া আহলান খাইরান মিন আহলিহি; ওয়া যাওজান খাইরান মিন যাওজিহি। ওয়া আদখিলহুল জান্নাতা, ওয়া আইজহু মিন আযাবিল কাবরি ওয়ামিন আজাবিন নার।🤲🤲

03/07/2025

হাসবুনাল্লাহু ওয়া'নিমাল ওয়াকীল।
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।

18/06/2025

"যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে অবশ্যই আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব
(সূরা ইবরাহীমঃ ০৭)
আলহামদুলিল্লাহ

17/06/2025

রাসূল (সাঃ) বলেছেন,
যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে, সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকী পাবে।

[মুসলিম : ১৮৯৩]🌸🌻

16/06/2025

"যে সম্মান চায়, সে যেন তা অর্জন করে আল্লাহর আনুগত্যের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে।"
— ইবনুল কাইয়্যিম (রহ.)
[ইগাসাতুল লাহফান, ২/২২৯-২৩৩]

24/03/2025

🌺নিজের জন্য প্রতিদিন করার আমল:

১.বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন।আল্লাহ নিজ জিম্মায় আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন।
-(সহি ফাযায়েলে আমল ১৪১,সহি তারগিব ৩১৬)

২.মনোযোগী হয়ে আযানের উওর দিবেন।যে ব্যক্তি মনোযোগী হয়ে আযানের উওর দিবে জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে।-(আবু দাউদ ৫২৭)

৩.নিজে সঠিক হওয়া সত্বেও ঝগড়া পরিহার করবেন।রাসুল (সাঃ) আপনার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মাদার হবেন।
-(আবু দাউদ ৪৮০০)

৪.আল্লাহর সন্তুষ্টির জন্য 'লা ইলাহা ইল্লাল্লাহ'পড়লে তার জন্য জাহান্নাম হারাম। -(সহিহ বুখারী ৬৪২৩)

৫.অযুর পর কালিমা শাহাদাত পাঠ করবেন।তাহলে আপনি যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন।
-(সুনানে ইবনে মাজাহ ৪৭০)

৬.প্রতিদিন অন্তত কয়েকবার হলেও 'সূরা ইখলাস'পাঠ করবেন।যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে তার জন্য জান্নাত সুনিশ্চিত।
-(মিশকাতুল মাসাবিহ ২১৬০)

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে আমল গুলো করার তওফিক দান করুক।
"আমিন"

21/03/2025

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Purrfect Pair with JA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category