16/08/2023
"তোমার বিশাল এক মেসেজের পর যদি রিপ্লে আসে হুম বা ওকে তাহলে তোমার বুঝে নিতে হবে এই মুহূর্তে সে তোমার সাথে কথা বলতে চাইছে না... আবার তুমি বিভিন্ন ভাবে প্রশ্ন করছো "কেমন আছো..? কি করছো..? খেয়েছো কিনা..?" এসব প্রশ্ন করে যদি শুধুমাত্র তার উত্তরটাই পাও, তোমাকে এসব প্রশ্ন করছে না তাহলেও বুঝতে হবে তোমার উপর সে বিরক্ত...
তুমি যতটা না আবেগ দিয়ে তাকে এসব প্রশ্ন করবে, তার কেয়ার করবে, সে ঠিক ততটাই বিরক্ত হয়ে তোমাকে ধিক্কার দিয়ে অবহেলা করবে... কথায় আছে, পাওয়ার চেয়ে দেওয়া বেশি হয়ে গেলেই সেটার মূল্য পাওয়া যায় না... তখন চলে আসবে তোমার উপর বিরক্তি...
কেউ যখন তোমার উপর একবার বিরক্ত হয়ে যায়, তখন তোমার শত ভালোবাসা কেয়ারও তার কাছে বিরক্তকর হয়ে যাবে... তুমি যতই তার সামনে আগাতে যাবে, সে ততই তোমাকে দূরে ঠেলে দিবে... ভাঙা মনে হয়তো ভালোবাসার ফুল ফুটাতে পারবে কিন্তু বিরক্তকর মনে ভালোবাসার চিটেফোটাও জন্মাতে পারবে না...
কাউকে বিরক্ত করে বিনিময়ে রাগ পাওয়া যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না... কি দরকার বার বার তাকে বিরক্ত করে কাছে পাবার বৃথা চেষ্টা করার... বরং তাকে তার মতই থাকতে দাও... এতে করে সেও ভালো থাকবে, তোমারও সম্মানহানি হবে না... মনে রাখো, তুমি যদি নিজেকে নিজেই সম্মান করতে না জানো, তাহলে কেউই তোমাকে সম্মান দিবে না...
তাই কাউকে অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে বিরক্তিকর পাত্র হইয়ো না... যতটুকু পাওয়ার ততটুকুই দাও... অতিরিক্ত শব্দটাই খারাপ... মনে রাখো, যে এক আনা পাবার যোগ্যতা রাখে তাকে ষোল আনা দিতে গেলেই বিপদ !!" :)