Rubel Hossen

Rubel Hossen YouTube channel Username,,,,,,,
(3)

মোতালেব,,,ভাইয়ের সাথে!
04/09/2025

মোতালেব,,,ভাইয়ের সাথে!

29/08/2025

আজকের দুনিয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডি!

মানুষ মানুষকে আর ভরসা দিতে চায় না, বরং সুযোগ পেলেই ধোঁকা দেওয়াটাই আনন্দ মনে করে।

চোখে চোখ রেখে হাসি উপহার দেয়, আর পেছনে গিয়ে ভেঙে দেয় সেই আস্থার দেয়াল।

কতটা ভয়ংকর হয়ে গেছে এই সময়! যেখানে ভালোবাসার জায়গায় সন্দেহ, বন্ধুত্বের জায়গায় স্বার্থ, আর বিশ্বাসের জায়গায় প্রতারণা এসে বসে গেছে।

তবুও কিছু মানুষ আছে-যারা আজও সত্যিকারের মন নিয়ে সম্পর্ককে ধরে রাখে।

যদি এমন কাউকে পাও, তবে আঁকড়ে ধরো, কারণ এরা-ই প্রমাণ করে, মানুষ এখনো পুরোটা শেষ হয়ে যায়নি...!!!

25/08/2025

এই সমাজের অদ্ভুত নিয়ম...লেখাটা একটু মনোযোগ দিয়ে পড়েন!

যার মাথায় তেলের কোনো অভাব নেই, তার মাথায় সবাই তেল দিতে ব্যস্ত।

যার কাছে সব আছে, তাকে ঘিরেই সবাই ভিড় করে, তার হাসিতেই তালি বাজে, তার ছায়াতেই মানুষ আশ্রয় খুঁজে।

কিন্তু...
যার মাথায় সত্যি তেলের অভাব, যার জীবনে অভাব-অনটন, যার মনটা একটু যত্ন, একটু প্রেরণা চায়-তার দিকে কেউ তাকায়ও না।

তার কান্নার শব্দ কেউ শোনে না, তার একাকীত্বে কেউ হাত বাড়ায় না।

এই সমাজের মানুষ চায় শুধুই আলোয় থাকা মানুষকে ঘিরে থাকতে, কিন্তু অন্ধকারে থাকা মানুষের পাশে দাঁড়ানোর সাহস করে না।
এটাই আজকের সবচেয়ে বড় ট্রাজেডি।
অথচ যদি এই সমাজ একটু হলেও অভাবীদের দিকে তাকাতো, তাহলে হয়তো অনেক চোখের জল হাসিতে পরিণত হতো।

এই জগৎ থেকে হারিয়ে যেতে চাই তবুও কোথায় যেন পিছুটান রয়েই যায়!
22/08/2025

এই জগৎ থেকে হারিয়ে যেতে চাই তবুও কোথায় যেন পিছুটান রয়েই যায়!

19/08/2025

মানুষ আসলে মানুষকে ভালোবাসে না!
ভালোবাসে তার প্রতিষ্ঠিত গল্পকে। আর সবচেয়ে জঘন্য ব্যাপার হলো, সেই স্বার্থের নামই তারা ভালোবাসা বলে চালিয়ে দেয়!

যেখানে সফলতার গন্ধ, যেখানে প্রতিষ্ঠার গন্ধ-সেখানেই ভিড় জমে। তারপর সেই ভিড়কে বলে আত্মীয়তা, রক্তের টান, বন্ধুত্ব বা ভালোবাসা। কিন্তু ভেতরে ভেতরে সবাই নিজের ষোলআনা বুঝে নেয়!"

15/08/2025

সরিষা ফুলের সৌন্দর্য!

রংহীন জীবন!
07/08/2025

রংহীন জীবন!

Address

Matikumra, Jhikorgachha
Jessore
7232

Alerts

Be the first to know and let us send you an email when Rubel Hossen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rubel Hossen:

Share