Jashore District News 24

Jashore District News 24 নিত্যনতুন খবর পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

ট্রাম্প ২.০ কীভাবে হলোডোনাল্ড ট্রাম্পের এবারের বিজয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে প্রত্যাবর্তনের সবচেয়ে ন...
08/11/2024

ট্রাম্প ২.০ কীভাবে হলো

ডোনাল্ড ট্রাম্পের এবারের বিজয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে নিঃসন্দেহে প্রত্যাবর্তনের সবচেয়ে নাটকীয় নজির হয়ে থাকবে। একবার হেরে হোয়াইট হাউজ ছাড়ার চার বছর পর আবার সেই বাড়িতে ফিরছেন তিনি। যুক্তরাষ্ট্রের কোটি কোটি ভোটার তাকে ভোট দিয়ে দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসিয়েছে।

ট্রাম্পের এবারের নির্বাচনী প্রচারও ইতিহাস বইয়ে স্থান করে নেবে। দুইবার আক্রান্ত হয়েও প্রাণে বেঁচে গেছেন। নির্বাচনের দুই মাস আগেই জো বাইডেন সরে দাঁড়ানোয় নতুন প্রতিদ্বন্দ্বীর মোকাবেলায় নামতে হয় তাকে। সব ভোট গণনা এখনও শেষ হয়নি, তবে বেশিরভাগ আমেরিকানের রায় ট্রাম্পের পক্ষেই গেছে। তাদের অনেকেই বলছে, অর্থনীতি আর অভিবাসীই তাদের উদ্বেগের বড় বিষয়। পতনের খাদ থেকে ফিরে প্রত্যাবর্তনের জয়ডঙ্কা কীভাবে বাজালেন ট্রাম্প, তা খতিয়ে দেখতে চেয়েছে বিবিসি।

অর্থনীতি

ট্রাম্পের পক্ষ নিতে গেলে সবাইকে দুবার ভাবতে হয়। বেশিরভাগ ভোটারই চাইতেন, ট্রাম্পের অশ্রাব্য কথাবার্তা বন্ধ হোক। কিন্তু ট্রাম্প যখন এই প্রশ্ন করেন যে, “আপনারা কি এখন আগের চেয়ে ভালো আছেন?” তখন সবাইকে থমকে যেতে হয়।

অনেক ভোটারই বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির এখন যে অবস্থা, ট্রাম্পের জমানায় তা ভালো ছিল। এখন তাদের রুটি-রুজি জোগানো কঠিন হয়ে পড়েছে। যদিও এই মূল্যস্ফীতির একটি বড় কারণ আভ্যন্তরীণ নয়, তারপরও জনগণ দুষছে বাইডেন প্রশাসনকেই।

ভোটারদের আরও বড় উদ্বেগ অবৈধ অভিবাসী নিয়ে। বাইডেন প্রশাসনের সময় যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। বর্ণবাদী কোনও দৃষ্টিভঙ্গী এই ভোটারদের নেই, তারা এটাও মনে করে না যে অভিবাসীরা তাদের পেটে হাত দিয়েছে। কিন্তু তারা শুধু চায়, সীমান্ত ব্যবস্থাপনাটা শক্তিশালী হোক।

‘আমেরিকা ফার্স্ট’

‘আমেরিকা ফার্স্ট’ এই স্লোগানটি ভোটারদের মনে ভালোভাবেই ধরেছে, যা ভোটের ফলের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ডান-বাম সব মহলেই এই নিয়ে অভিযোগ ছিল যে ইউক্রেইনে যুদ্ধের পেছনে যে কোটি কোটি ডলার ব্যয় হচ্ছে, সেই অর্থ দেশে খরচ করাই ভালো হতো।

এই কারণেই তারা কমলা হ্যারিসকে ভোট দিতে চায়নি, কারণ তিনি জো বাইডেনের ভাইস প্রেসিডেন্ট। ভোটাররা তাই পরিবর্তন চেয়েছিল। কারণ তারা মনে করছিল, কমলার জয় মানে বাইডেনেরই ধারাবাহিকতা। এটা ঠিক যে চার বছর আগের ট্রাম্পের আর এখনকার ট্রাম্পের অনেক ফারাক। ২০১৬ সালে তিনি যখন প্রথম ক্ষমতায় যান, তিনি ছিলেন রাজনীতির বাইরের লোক। কিছু দিন তিনি নিজেকে রাজনৈতিক নেতাদের বেষ্টনিতে আবদ্ধ রেখেছিলেন।

কিন্তু এখন সেই খেলাটি সেভাবে খেলতে চান না ট্রাম্প। তখনকার পরামর্শদের অনেকে এখন তাকে ‘মিথ্যুক’ বলেছেন, ‘ফ্যাসিস্ট’ বলছেন, ‘অযোগ্য’ বলছেন। তাদের আশঙ্কা, ট্রাম্প এখন নিজের আশপাশে তার অনুগতদেরই চাইবেন। আর তাতে ট্রাম্পের ক্ষ্যাপামি সামাল দেওয়া কঠিন হবে। ট্রাম্প যখন হোয়াইট হাউজ ছাড়েন, তখন ক্যাপিটল ভবনে দাঙ্গা বাঁধানোর মতো অভিযোগ তার কাঁধে ছিল। আরও ছিল নথিপত্র জালিয়াতি আর পর্ণ তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার মামলা।

কিন্তু যখন সুপ্রিম কোর্ট জানায় যে প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্প এক্ষেত্রে দায়মুক্তি পাবেন, তাই তাকে অভিযুক্ত করা যে কোনও প্রসিকিউটরের পক্ষে একটি কঠিন কাজ হবে। প্রেসিডেন্ট হিসাবে তিনি বিচার বিভাগকে নির্দেশ দিতে পারেন যে তার বিরুদ্ধে দাঙ্গার অভিযোগ তুলে নিতে। আবার সেই দাঙ্গায় অংশ নেওয়ার জন্য কারাগারে দণ্ডিত শত শত লোককে ক্ষমাও করে দিতে পারেন তিনি।

ট্রাম্প বলে আসছেন, যুক্তরাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হচ্ছে, আর একমাত্র তিনিই দেশের গৌরব ফেরাতে পারেন। কমলা হ্যারিস অবশ্য সতর্ক করেছিলেন, ট্রাম্প আবার নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।

29/10/2024
যশোরের বেনাপোলের তিন যুবকের ১৭ বছর করে কারাদন্ড। যশোরে অস্ত্র ও মাদক সহ আটক তিন যুবকের ১৭ বছর করে সাজা প্রদান করেছে আদাল...
25/10/2024

যশোরের বেনাপোলের তিন যুবকের ১৭ বছর করে কারাদন্ড।

যশোরে অস্ত্র ও মাদক সহ আটক তিন যুবকের ১৭ বছর করে সাজা প্রদান করেছে আদালত। বৃহস্পতিবার স্পেশাল ট্রাইব্যুনাল ৮ এর বিচারক সুরাইয়া সাহাব এ আদেশ দেন। সাজাপ্রাপ্তরা হলেন, বেনাপোলের সরবাংহুদা ঈদগাহ পাড়ারর মৃত ছাবেদ আলীর ছেলে আলমগীর হোসেনঘিাবা গ্রামের এজোবার বিশ্বাসের ছেলে সাজজুল ও সরবাংহুদা খাসপাড়ার শহীদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম। আলমগীর ও আনারুলের উপস্থিতিতে এ সাজা প্রদান করে দুই আসামিকে কারাগারে পাঠানো হয় এবং অপর আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আলতাফ হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৫ সেপ্টেম্বর বিজিবির কাছে খবর আসে সীমান্ত এলাকা থেকে অস্ত্র ও মাদক নিয়ে একদল যুবক বেনাপোলের দিকে আসছে। এসময় বিজিবর একটি টিম মেইন পিলারের একটু দুরে ঘিবা গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে উৎ পেতে থাকে। তিনটার দিকে তিনজনকে তিনটি বস্তা নিয়ে পশ্চিম দিক থেকে আসতে দেখে। এসময় বিজিবির সন্দেহ হয়। তাদেরকে থামনে বললে পালানোর চেষ্টা করে কিন্তু শেষমেষ তিনজনই ব্যর্থ হয়। পরে তাদের তল্লাসি করা হলে আলমগীর হোসেনের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১১ টি পিস্তল, ২২ টি ম্যাগজিন ও ৫০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আনারুলের বস্তা থেকে আট কেজী ও সাজজুলের বস্তা থেকে আরও ছয় কেজী গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় যশোর ব্যাটালিয়ান (৪৯) বিজিবি রঘুনাথপুর বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। ওই মামলাটি তদন্ত করে পোর্ট থানার এসআই রোকনুজ্জামান ওই তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। বৃহস্পতিবার রায় ঘোষণার দিনে বিচারক আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এ সাজা প্রদান করেন।

যশোরে পৃথক পৃথক জায়গায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার।  যশোরে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলার সদর ...
25/10/2024

যশোরে পৃথক পৃথক জায়গায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার।

যশোরে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলার সদর উপজেলা ও কেশবপুরের পৃথক পৃথক জায়গা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। এদিন সকালে সদর উপজেলার কচুয়া ইউনিয়নের কৈখালী গ্রামে ভৈরব নদ থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ পাওয়া যায়। পরবর্তীতে মরদেহর পরিচয় শনাক্ত করা গেছে। তিনি সদর উপজেলার শমসপুর এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে আব্দুস সামাদ(৭০)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ২০ দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি। তার জামাতা মো. আসাদুল তার মরদেহ শনাক্ত করেছেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকালে ভৈরব নদের ওই পাশ থেকে দুর্গন্ধ আসতে থাকে। পরবর্তীতে তারা পাড়ে যে দেখে এক ব্যক্তির মরদেহ ভাসছে। তাৎক্ষণিক পুরুষকে খবর দিলে ঘটনাস্থলে হাজির হয় তারা।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের উপ পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, নদী থেকে উদ্ধার করা বৃদ্ধের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। ২০ দিন ধরে বাড়ি থেকে নিখোজ ছিলেন। লোকটি দাইতলা বাজার এলাকায় ঘুরাঘুরি করত। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যের প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে, যশোরের কেশবপুুর থানা পুলিশ বাবলু চন্দ্র ঘোষ (৪৬) নামে এক মুদি ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে। সে বায়সা গ্রামের মৃত অতুল চন্দ্র ঘোষের ছেলে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

জানা গেছে, কেশবপুর উপজেলার বায়সা গ্রামের মৃত অতুল চন্দ্র ঘোষের ছেলে বাবলু চন্দ্র ঘোষ (৪৬) কেশবপুর পৌরশহরের একজন মুদি ব্যবসায়ী। সে প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে যায়। বৃহস্পতিবার সকালে এলাকাবাসী বায়সা কালীবাড়ি সংলগ্ন গোল্ড ইট ভাটার উত্তর পাশে সন্তোষ ঘোষের আবাদি জমিতে তার মৃতদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের আপন ভাই গনেশ চন্দ্র ঘোষ বলেন, আমার ছোট ভাই কেশবপুরের মুদির ব্যবসা করতো। সে বিভিন্ন মানুষের কাছে অনেক টাকা দেনা। সেই কারণে হয়তো আত্মহত্যা করেছে। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক লিটন চন্দ্র দাস বলেন, নিহতের শরীরের কোথায় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি বিষপান করে আত্মহত্যা করেছে। তার শরীরে বিষের গন্ধ এবং লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করাসহ নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নং -৪৮। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার ...
21/10/2024

মধ্যরাতে গ্রেফতার ব্যারিস্টার সুমন।

হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হককে (ব্যারিস্টার সুমন) গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুর মডেল থানা ভাঙচুর ও জ্বালিয়ে দেয়ার কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাতে ঢাকা থেকে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ছাত্র হত্যা মামলায় গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। কিন্তু আন্দোলনের সময় ভাঙচুর-অগ্নিসংযোগের কারণে সেখানে আসামি রাখার মতো জায়গা নেই। এ কারণে ব্যারিস্টার সুমনকে পল্লবী থানায় রাখা হয়েছে।

এর আগে, সোমবার রাত সোয়া একটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে দেন ব্যারিস্টার সুমন।

পোস্টে সুমন লেখেন, ‘আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।’

21/10/2024

দৈনিক কালবেলার প্রতিবেদন।

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Alamin Mahmud, Azizul Islam Press, আবিদ হাসান আব...
21/10/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Mohammad Alamin Mahmud, Azizul Islam Press, আবিদ হাসান আবির, Rk Rasel Khan

https://www.rtvonline.com/bangladesh/296358
21/10/2024

https://www.rtvonline.com/bangladesh/296358

ছাত্রজনতার অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন—এমন তথ্য সেনাপ্রধান জেনারেল ....

19/10/2024
নির্বাচন হতে পারে ২০২৫ সালের মধ্যে: আইন উপদেষ্টাড. আসিফ নজরুল।২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব হবে বলে মন্তব্য ...
18/10/2024

নির্বাচন হতে পারে ২০২৫ সালের মধ্যে: আইন উপদেষ্টা
ড. আসিফ নজরুল।

২০২৫ সালের মধ্যে নির্বাচন দেওয়া হয়ত সম্ভব হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। গতকাল (১৭ অক্টোবর) বৃহস্পতিবার রাতে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় চ্যানেল আই’র আজকের সংবাদপত্র অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান আভাস দেওয়ার পর এই প্রথম কোনো উপদেষ্টা বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন। আলোচনা অনুষ্ঠানে ড. আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হবে বলেও জানান। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো সাংবাদিকের বিচার হবে এমন কথা আগে বলেননি বলে তিনি উল্লেখ করেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের বিষয়ে বন্দি বিনিময় চুক্তির কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এই চুক্তি ভারত মানলে তাদের শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত। এই চুক্তি সঠিকভাবে মানলে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য।

ঢালাও মামলা দায়েরের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, বিগত সরকারের সহযোগিতায় গায়েবি মামলা হতো। এগুলো পুলিশ করত। মামলাগুলো তৎকালীন বিরোধীদলের লোকদের বিরুদ্ধে হতো। এখন হচ্ছে ঢালাও মামলা। যারা পূর্বে নির্যাতনের শিকার হয়েছিল তারাই এই মামলা করছে। এই মামলাগুলোতে যাতে নিরাপরাধ লোক শাস্তি না পান সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার।

সাংবাদিকদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হবে এটা বলেননি উল্লেখ করে তিনি বলেন, দায়ী না হলে তাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালে বিচার হবে না।

ছাত্রলীগকে নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার আগ বাড়িয়ে কিছু করবে না। তবে তাদের নিষিদ্ধ করার দাবি বড় হয়ে উঠেছে। জনপ্রত্যাশা তৈরি হলে নিষিদ্ধ করা হবে। তারা অতীতে কী কাজ করেছে তা সব গণমাধ্যমে এসেছে। দেশবাসী দেখেছে। নির্বাচন কমিশনের জন্য কিছু দিনের মধ্যে সার্চ কমিটি গঠন করা হবে বলেও জানান আসিফ নজরুল।

দ্রবমূল্যের ঊর্ধগতির জন্য জনগণের কাছে ক্ষমা চান তিনি। বলেন, তরকারির এত দাম যে বিক্রি কমে গেছে। বন্যার কারণে ডিমের সাপ্লাই কমে গেছে। গত সরকারের আমলে সব নিয়ন্ত্রণ হতো সিন্ডিকেটের মাধ্যমে। তিনি বলেন, তবে এটুকু বলতে পারি সামনে পরিস্থিতি উন্নতি হবে। অনেকক্ষেত্রে উন্নতি হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত সরকারের সময় একজন বিচারক বলেছিলেন তিনি শপথবদ্ধ রাজনীতিবিদ। আরো অনেকে অনেক কিছু করেছেন। দেশে এত গুম-খুন হলো, ভুয়া নির্বাচন হলো বিচারকরা কিছুই বললেন না। অনেক বিচারক বিচারবিভাগকে ধ্বংস করেছেন। আওয়ামী লীগের আইনজীবীরা প্রধান বিচারপতির উপর আক্রমণ করেছেন। যারা এসব করেছেন তাদের আওয়ামী লীগ প্রমোশন দিয়েছে।

এই বিচারবিভাগকে শেখ হাসিনা সরকার যেখানে নামিয়েছে, বিচারবিভাগের সবচেয়ে বড় সর্বনাশ করেছেন উনি। বিচারবিভাগকে ধ্বংস করে দিয়েছেন। বিচারবিভাগকে মানুষের ঘৃণা এবং ক্রোধের জায়গায় পরিণত করেছেন। এমন অবস্থা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত, কিন্তু বিচার বিভাগের বিরুদ্ধে কথা বলা যেত না। এখন সেখানে যে বিশৃঙ্খলা হচ্ছে এগুলো আওয়ামী লীগের কাজের ফল।

বিগত সরকারের কথা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশে যত সর্বনাশ হচ্ছে, সবকিছু ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের বাই প্রোডাক্ট বা অনিবার্য রিফ্লেকশন হয়ে গেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যখন এতিমের টাকা আত্মসাতের অভিযোগ আসে উনি অবাক হয়ে বলেছেন, এতিমের টাকা আমি আত্মসাৎ করেছি! অথচ সেটা নিয়ে বিচারক লিখলেন-উনি (খালেদা জিয়া) স্বীকার করেছেন। এই রকম একজন জনপ্রিয় নেত্রীকে দিনের পর দিন নির্মম কারাজীবনের মধ্যে থাকতে হয়েছে। উনারা কি বিচারক ছিলেন? উনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম।

তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস একটা প্রতিকার চাইতে গেছেন, বিচারকরা নাকি ইমব্যারাজড, শুনবেন না। আমি কমপ্লেইন জানাতে গেলাম, তারা শুনবেনই না। অবশ্য এখানে ভালো বিচারক আছেন। আমাদেরকে নির্মোহভাবে, গভীরভাবে বিচার করতে হবে।

৭০ দিন হলো উপদেষ্টামণ্ডলীতে দায়িত্ব পালন করছেন, কোনো ভুল কি হয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুলতো হতে পারে। কারণ আমার অভিজ্ঞতাও কম। কিন্তু এটা বলতে পারি- জেনে বুঝে অন্যায় করিনি। আমার নীতিগত ভুল হতে পারে। তবে ব্যক্তিগত স্বার্থে কোনো কাজ করিনি।

অন্য এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমরা পুরোটাই বাতিল করার প্রক্রিয়ায় আছি। মানুষ এই নামগুলোই শুনতে পারে না।

সাকিব আল হাসানের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাকিবের মতো জনপ্রিয় ক্রিকেটার বাংলাদেশে আর আসেনি। কিন্তু যখন আন্দোলন চলছে, মানুষ মরছে সাকিব তখন পোস্ট দিলো সে কোথাও এনজয় করছে এমন। তিনি বলেন, এয়ারপোর্টে গেলে প্রবাসীদের সঙ্গে খুব খারাপ আচরণ করা হতো আগে। আমার স্বপ্ন ছিল তাদের ভিআইপি সুবিধা দেবো। আমি উদ্যোগ নিয়েছি তাদের জন্য আলাদা একটা লাউঞ্জ হবে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এটা হবে।

আজকের দৈনিক কল্যাণ পত্রিকায় প্রকাশিত।
18/10/2024

আজকের দৈনিক কল্যাণ পত্রিকায় প্রকাশিত।

Address

Jashore
Jessore
7432

Alerts

Be the first to know and let us send you an email when Jashore District News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share