GhureBerai

GhureBerai তুমি সফল হলে, তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস।
তুমি ব্যর্থ হলে, তোমার স্যুট পরাটাও উপহাস।
(11)

19/07/2025

আজ সকালে অনেকদিন পর হাঁটতে বের হলাম যশোর পৌর পার্কে।
সকালের ঠাণ্ডা বাতাস আর পাখির ডাকের মাঝেও একটা ব্যতিক্রমী জিনিস আমাকে চমকে দিল।
পার্কের একদিকে দুইটা আলাদা গ্রুপ ব্যায়াম করছিল—কিন্তু যেভাবে করছিল তা এককথায় "দেখার মতো"।
একদল খুব সিরিয়াস ভাবে শব্দ করে করে ব্যায়াম করছে—যেন শারীরিক শক্তির সঙ্গে সঙ্গে মানসিক শক্তিও ছাড়ছে।
আর অন্যদিকে? ব্যায়ামের ভঙ্গিতে এমন হাসির খোরাক—ক্যামেরা না ধরলে আফসোস করতাম! 😂

এই ভিডিও শুধু শরীরচর্চা না, এটা একটা বাস্তব, জীবনঘনিষ্ঠ সকাল যেখানে মানুষ নিজের ভালো থাকার জন্য চেষ্টা করছে, আর আমরা দেখছি এক টুকরো আনন্দ।
শেষে আমি নিজেও রেস্ট নিয়ে ঘাম ঝরানো মুহূর্তটা ভিডিও করেছি—সব মিলে এটা তোমার সকালটাকে একদম ফ্রেশ করে দেবে! 🌿আজ সকালে অনেকদিন পর হাঁটতে বের হলাম যশোর পৌর পার্কে।
সকালের ঠাণ্ডা বাতাস আর পাখির ডাকের মাঝেও একটা ব্যতিক্রমী জিনিস আমাকে চমকে দিল।
পার্কের একদিকে দুইটা আলাদা গ্রুপ ব্যায়াম করছিল—কিন্তু যেভাবে করছিল তা এককথায় "দেখার মতো"।
একদল খুব সিরিয়াস ভাবে শব্দ করে করে ব্যায়াম করছে—যেন শারীরিক শক্তির সঙ্গে সঙ্গে মানসিক শক্তিও ছাড়ছে।
আর অন্যদিকে? ব্যায়ামের ভঙ্গিতে এমন হাসির খোরাক—ক্যামেরা না ধরলে আফসোস করতাম! 😂

এই ভিডিও শুধু শরীরচর্চা না, এটা একটা বাস্তব, জীবনঘনিষ্ঠ সকাল যেখানে মানুষ নিজের ভালো থাকার জন্য চেষ্টা করছে, আর আমরা দেখছি এক টুকরো আনন্দ।
শেষে আমি নিজেও রেস্ট নিয়ে ঘাম ঝরানো মুহূর্তটা ভিডিও করেছি—সব মিলে এটা তোমার সকালটাকে একদম ফ্রেশ করে দেবে! 🌿

---

--- #সকালবেলা #ঘামঝরানো #যশোরভ্লগ #ব্যায়ামেরহাসি #পৌরপার্ক


#সুস্থজীবন #শরীরচর্চা #বাংলাভ্লগ #মজারভিডিও
#ঘুরেবেড়ায় #পজিটিভভাইবস #হাসিকান্না #সকালবেলা #ঘামঝরানো #যশোরভ্লগ #ব্যায়ামেরহাসি #পৌরপার্ক

18/07/2025

৭ জন বীরশ্রেষ্ঠের নাম ও পদবি মনে রাখার কৌশল।

14/07/2025

অঝোর বৃষ্টি।
এম এম কলেজ, যশোর

13/07/2025

আজ আমাদের প্রিয় শিক্ষক অনুপ কুমার স্যারের জন্মদিন ছিল। ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছিলাম আমরা, যা স্যারের মুখে হাসি এনে দিলো। এই ভিডিওতে সেই ভালোবাসার মুহূর্তটাই তুলে ধরা হয়েছে।

শুভ জন্মদিন আমাদের সবার প্রিয় শিক্ষক Anup Rohan স্যার।
13/07/2025

শুভ জন্মদিন আমাদের সবার প্রিয় শিক্ষক Anup Rohan স্যার।

26/06/2025

ঈদের ছুটিতে কাঠালপাড়া | ভাই-বোন, বন্ধু আর মায়ের সাথে গ্রামের মজার দিনঈদের ছুটিতে শহর থেকে ছুটে গেলাম গ্রামের বাড়ি। ঈদের আনন্দ তো ছিলই, আর সাথে ছিল কাঁঠালের মৌসুম!
এই সুযোগে জমে উঠলো কাঠাল পাড়ার খেলা—চাচাতো, মামাতো, ফুফাতো ভাইবোনেরা, আম্মু আর বন্ধুদের নিয়ে একেবারে ছোটবেলার মতো মজা।

এই ভিডিওতে রয়েছে— ✔ ছোট বোনকে গাছে উঠিয়ে দেওয়া (সাহস আর হাসির কাণ্ড!)
✔ গাছের নিচে বসে কাঁঠাল ভাগাভাগি
✔ বন্ধুদের সাথে কাঠাল খাওয়া শেষে হাত-মুখ মুছতে না চাওয়ার স্মৃতি
✔ আম্মুর চোখরাঙানি আর ভালোবাসা
✔ আর পুরোটা জুড়ে ছিল ঈদের ঘ্রাণ, কাঁঠালের স্বাদ আর আপন মানুষদের হাসি

👉 যদি তোমার ঈদের ছুটি এমন মজার হয়ে থাকে, তাহলে কমেন্টে লিখে জানাও।
📌 সাবস্ক্রাইব করে পাশে থেকো—গ্রাম, ঈদ, আর বাস্তব অনুভূতির গল্প আরও আসছে।

25/06/2025

ভোরের নরম রোদ আর শিশিরভেজা ঘাসে হাঁটতে বের হয়ে হঠাৎই এম এম কলেজের মাঠ থেকে কুড়িয়ে পেলাম একগুচ্ছ বকুল ফুল। হাতে তুলে নিতেই যেন সময় থেমে গেল…

আমার মনে পড়ে গেল সেই ছোটবেলার সকালগুলো—যখন ক্লাস থ্রি-ফোরে পড়তাম, কাঁধে আরবি বই নিয়ে মক্তবে ছুটতাম। বকুল ফুল কুড়াতে কুয়াশার মধ্যে হারিয়ে যেতাম, কখনো বকুনি খেয়ে আবার দৌড়ে চলে যেতাম মক্তবে। ফুলের সুবাসের সঙ্গে মিশে আছে সেই মিষ্টি সকাল, নির্ভেজাল দিনগুলো।

আজ এত বছর পর, হঠাৎ সেই পুরনো দিনের টান অনুভব করলাম। আর কিছু নয়, শুধু একটা মালা, একটা মুহূর্ত, আর হাজারো অনুভব…

এই ভিডিওটা শুধুই একটা স্মৃতি নয়—এটা একটা সময়কে ছুঁয়ে যাওয়ার গল্প।
যদি তোমারও এমন কোনো নস্টালজিক স্মৃতি থাকে, তাহলে কমেন্টে জানিও। 🌼

#বকুলফুল #মক্তবস্মৃতি #শৈশবেরসকাল

আজকে আকাশের মন খারাপ
23/06/2025

আজকে আকাশের মন খারাপ

Address

Jessore

Telephone

+8801997083765

Website

Alerts

Be the first to know and let us send you an email when GhureBerai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GhureBerai:

Share