19/07/2025
আজ সকালে অনেকদিন পর হাঁটতে বের হলাম যশোর পৌর পার্কে।
সকালের ঠাণ্ডা বাতাস আর পাখির ডাকের মাঝেও একটা ব্যতিক্রমী জিনিস আমাকে চমকে দিল।
পার্কের একদিকে দুইটা আলাদা গ্রুপ ব্যায়াম করছিল—কিন্তু যেভাবে করছিল তা এককথায় "দেখার মতো"।
একদল খুব সিরিয়াস ভাবে শব্দ করে করে ব্যায়াম করছে—যেন শারীরিক শক্তির সঙ্গে সঙ্গে মানসিক শক্তিও ছাড়ছে।
আর অন্যদিকে? ব্যায়ামের ভঙ্গিতে এমন হাসির খোরাক—ক্যামেরা না ধরলে আফসোস করতাম! 😂
এই ভিডিও শুধু শরীরচর্চা না, এটা একটা বাস্তব, জীবনঘনিষ্ঠ সকাল যেখানে মানুষ নিজের ভালো থাকার জন্য চেষ্টা করছে, আর আমরা দেখছি এক টুকরো আনন্দ।
শেষে আমি নিজেও রেস্ট নিয়ে ঘাম ঝরানো মুহূর্তটা ভিডিও করেছি—সব মিলে এটা তোমার সকালটাকে একদম ফ্রেশ করে দেবে! 🌿আজ সকালে অনেকদিন পর হাঁটতে বের হলাম যশোর পৌর পার্কে।
সকালের ঠাণ্ডা বাতাস আর পাখির ডাকের মাঝেও একটা ব্যতিক্রমী জিনিস আমাকে চমকে দিল।
পার্কের একদিকে দুইটা আলাদা গ্রুপ ব্যায়াম করছিল—কিন্তু যেভাবে করছিল তা এককথায় "দেখার মতো"।
একদল খুব সিরিয়াস ভাবে শব্দ করে করে ব্যায়াম করছে—যেন শারীরিক শক্তির সঙ্গে সঙ্গে মানসিক শক্তিও ছাড়ছে।
আর অন্যদিকে? ব্যায়ামের ভঙ্গিতে এমন হাসির খোরাক—ক্যামেরা না ধরলে আফসোস করতাম! 😂
এই ভিডিও শুধু শরীরচর্চা না, এটা একটা বাস্তব, জীবনঘনিষ্ঠ সকাল যেখানে মানুষ নিজের ভালো থাকার জন্য চেষ্টা করছে, আর আমরা দেখছি এক টুকরো আনন্দ।
শেষে আমি নিজেও রেস্ট নিয়ে ঘাম ঝরানো মুহূর্তটা ভিডিও করেছি—সব মিলে এটা তোমার সকালটাকে একদম ফ্রেশ করে দেবে! 🌿
---
--- #সকালবেলা #ঘামঝরানো #যশোরভ্লগ #ব্যায়ামেরহাসি #পৌরপার্ক
#সুস্থজীবন #শরীরচর্চা #বাংলাভ্লগ #মজারভিডিও
#ঘুরেবেড়ায় #পজিটিভভাইবস #হাসিকান্না #সকালবেলা #ঘামঝরানো #যশোরভ্লগ #ব্যায়ামেরহাসি #পৌরপার্ক