বাংলাদেশ আওয়ামী যুবলীগ

বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশ আওয়ামী যুবলীগ

28/10/2023

বাংলাদেশ আওয়ামী যুবলীগ's broadcast

একজন দপ্তরি বেল বাজিয়ে ছুটির ঘোষনা দেয় ঠিকই, অনুমতি কিন্তু হেড মাষ্টারের কাছ থেকেই আসে।Bangladesh Bangladesh Students' L...
20/10/2023

একজন দপ্তরি বেল বাজিয়ে ছুটির ঘোষনা দেয় ঠিকই, অনুমতি কিন্তু হেড মাষ্টারের কাছ থেকেই আসে।

Bangladesh Bangladesh Students' LeagueBangladesh Students' League League Bangladesh Awami League

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। ৭...
06/10/2023

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জন্য আশীর্বাদ। ৭৫'র ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর ৮১ সালে আলো হাতে আঁধারের কাণ্ডারি হয়ে বাংলাদেশে আসেন। তিনি বাঙালি জাতির আশা- আকাঙ্ক্ষার বাতিঘর। তিনি বঙ্গবন্ধুর রক্ত ও আদর্শের উত্তরসূরি শেখ হাসিনা।

তিনি বলেন, এই প্রজন্মের শিক্ষার্থীরা সৌভাগ্যবান কারণ তারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছে। যে প্রধানমন্ত্রী ১৯ বার জাতিসংঘে ভাষণ দিয়ে পৃথিবীর ইতিহাসে বিরল রেকর্ড স্থাপন করেছেন। প্রধানমন্ত্রীর কারণেই বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীরা বিনামূল্যে বই পায়। তিনি দেশে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে নিরলসভাবে কাজ করে চলছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন প্রজন্মকে নিয়ে ভাবতেন। তেমনি তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব কর্মকাণ্ডের কেন্দ্র বিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম। আমাদের শিক্ষার্থীরা যেন বিশ্বমানের শিক্ষা পেয়ে সুনাগরিক হতে পারে। যে কোনো জায়গার শিক্ষার্থীর সঙ্গে শুধু তাল মিলিয়েই চলা নয়, উন্নত প্রযুক্তিটাও যেন সে আয়ত্ত করতে পারে।সেই ভাবেই তাদের গড়ে তুলতে হবে। কারণ, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে।

উপমন্ত্রী বলেন, জিয়ার পদাঙ্ক অনুসরণ করে খালেদা জিয়া ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরকারের পৃষ্ঠপোষকতায় অস্ত্রের মাধ্যমে হল দখল ও টেন্ডারবাজি হয়েছিল। সেশন জট ছিল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার কোনো পরিবেশ ছিল না। সাধারণ ছাত্ররা নিরাপদে হলে থাকতে পারত না। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের শিক্ষার্থীদের আদর্শ রাজনীতির পথ চলার শিক্ষা দিতে শিক্ষার্থীদের হাতে নতুন বই ও কলম তুলে দিয়েছেন। বছরের প্রথম দিন বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন। তিনি প্রতিটি উপজেলা শহরে থাকা মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারিকরণ করছে। তিনি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন।
Bangladesh Awami League Bangladesh Bangladesh Students' LeagueBangladesh Students' LeagueBangladesh Students' LeagueBangladesh Students' League

04/10/2023

আলহামদুলিল্লাহ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

#বাংলাদেশ #বঙ্গবন্ধুকন্যা #প্রধানমন্ত্রী #শেখহাসিনা #জয়বাংলা

MD Imran Hossan

গুজবে কান দিবেন না,,,,,,,,,বিএনপির ভুয়া খবরে।
30/09/2023

গুজবে কান দিবেন না,,,,,,,,,
বিএনপির ভুয়া খবরে।

বীরাঙ্গনা বলে পরিত্যক্ত করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু নিজের বাড়িতে আশ্রয় দিয়ে বলেছিলেন, খালেদা আমার মেয়ে। স্ত্রী...
17/08/2023

বীরাঙ্গনা বলে পরিত্যক্ত করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধু নিজের বাড়িতে আশ্রয় দিয়ে বলেছিলেন, খালেদা আমার মেয়ে। স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার বিনিময়ে জিয়াউর রহমানকে ডেপুটি চীফ অব আর্মি স্টাফ বানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত জিয়াই প্রথম এবং শেষ উপ-সেনাপ্রধান।
ধানমন্ডী ৩২ নম্বরের আশ্রয় ছেড়ে অবশেষে মইনুল রোডে স্বামীর ঘরে বেগম খালেদা জিয়া।নিজের মেয়েকেও স্বামীর ঘরে ফেরাতে বঙ্গবন্ধু এমনটা করতেন কিনা সন্দেহ আছে।
ছবিটি মইনুল রোডের বাড়িতে ফেরার কিছুদিন পর তোলা। কোলে ছোটছেলে আরাফাত রহমান কোকো এবং পাশে তারেক রহমান পিনু l

11/08/2023

১৯৬৯ সালের ফেব্রুয়ারী-মার্চে পশ্চিম পাকিস্তানে অনুষ্ঠিত গোল টেবিল বৈঠকে বঙ্গবন্ধুর ছবি দেখেছি। এই ভিডিও সাক্ষাৎকারটি আগে পাইনি।
কী অসাধারন শব্দচয়ন, বাক ভঙ্গিমা, অমিত তেজ। মাত্র দু সপ্তাহ আগে আগরতলা মামলা থেকে মুক্ত হয়ে এসেছেন প্রায় তিনবছর কারাবন্দী থেকে। কিন্তু একটুও ম্রিয়মান নন তিনি।
রুচি, শিক্ষা, বোধ- ব্যাপারগুলো লাগে নেতৃত্বের জন্য। ভিউ আর লাইক শেয়ার থেকে নেতা সৃষ্টি হয়না।

10/08/2023

আওয়ামীলীগের রাজনৈতিক শিষ্টাচার বনাম বিএনপির খুনে রাঙা সন্ত্রাসবাদ ।

আগস্ট হত্যাকান্ডকে বিএনপি ও দেশবিরোধী শক্তি বলে "আগস্ট বিপ্লব" খুনিকে তারা তুলে দেয় ধানের শীষ মার্কা!!বঙ্গবন্ধু শেখ মুজি...
02/08/2023

আগস্ট হত্যাকান্ডকে বিএনপি ও দেশবিরোধী শক্তি বলে "আগস্ট বিপ্লব"
খুনিকে তারা তুলে দেয় ধানের শীষ মার্কা!!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনীর মার্কাও ধানের শীষ! অবাক হচ্ছেন? অবাক হওয়ার কারন নাই, খুনের রাজনীতি করাই বিএনপির একমাত্র রাজনৈতিক আদর্শ।

বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে তার নিকট আত্মীয় সকলকে হত্যা করা হল! সেই নারকীয় হত্যাকাণ্ডকে দেশবিরোধী বিএনপি নাম দিয়েছে "আগষ্ট বিপ্লব"!

যেহেতু ১৯৮৮ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বিএনপির কোন নেতা ছিল না, কারন তাদের তথাকথিত নেতা মেজর জিয়া দেশপ্রেমিক সেনা সদস্যদের হাতে মৃত্যুবরণ করেন তাই বিএনপি বঙ্গবন্ধুর খুনী ফারুককে মনোনয়ন দেন প্রেসিডেন্ট নির্বাচন করতে এবং বিএনপি তাদের প্রতীক খুনী ফারুকের হাতে তুলে দেয়।
পত্রিকাঃ ইত্তেফাক।
তারিখঃ১২ অক্টোবর ১৯৮৬

#বঙ্গবন্ধু #শেখমুজিবুররহমান #আগস্ট #আগস্ট১৯৭৫ #বঙ্গবন্ধুহত্যাকাণ্ড #খুনিজিয়া

রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের...
02/08/2023

রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসমাবেশে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

০২/০৮/২০২৩

আগামীকাল '২৮ জুলাই, শান্তি সমাবেশ। স্থান  ----- বায়তুল মুকাররম দক্ষিণ গেইট। বি এন পি ও জামায়াতের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্...
27/07/2023

আগামীকাল '২৮ জুলাই,
শান্তি সমাবেশ।
স্থান ----- বায়তুল মুকাররম দক্ষিণ গেইট।

বি এন পি ও জামায়াতের ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নী সন্ত্রাসের বিরুদ্ধে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্য্যালয় সহ আশপাশের এলাকায় ব্যাপক উপস্থিতি চোখে পড়ার মতো।

সমাবেশে সবাইকে উপস্থিত হওয়ার বিশেষ আহবান জানাচ্ছি।

27/07/2023

বেকিং নিউজ --
আগামী'কাল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী যুবলীগের কর্মসূচি
হবে,
ইনশাআল্লাহ্

আবেগে আপ্লুত হয়ে গেলাম,ক্যাপশন হারিয়ে ফেললাম!কি ক্যাপশন দিবো ❤❤
22/07/2023

আবেগে আপ্লুত হয়ে গেলাম,ক্যাপশন হারিয়ে ফেললাম!

কি ক্যাপশন দিবো ❤❤

"একটা জিনিস মনে রাইখো আমার নাম শামীম ওসমান, তুমি আমেরিকা শহরে থাইকা মনে কইরো না আমেরিকা শহর তোমার কথা শেষ"সবখানে খোঁচাখু...
14/07/2023

"একটা জিনিস মনে রাইখো আমার নাম শামীম ওসমান, তুমি আমেরিকা শহরে থাইকা মনে কইরো না আমেরিকা শহর তোমার কথা শেষ"

সবখানে খোঁচাখুঁচি করতে নাই, ইনি এ,কে,এম শামিম ওসমান (এম,পি)

বাঘ সব জায়গায় বাঘ,গাড়ি থেকে নামার পর সূর নেমে গেলো কেন,সরকার বিরুধীরা দেশের বাইরেও আছে।
শামীম ওসমান একজন নেতা নয় শুধু,উনি গণমানুষের নেতা,
ওনি একজন রাজনৈতিক ব্রান্ড,

স্যালুট প্রিয় নেতা akm shamim osman ভাই।

"জয় বাংলা,
"জয় বঙ্গবন্ধু"

13/07/2023

সেই ১৪বছর থেকে শুনছি আমরা পালাবার পথ পাবো না অথচ তাদের নেতাই ১৭/১৮ বছর যাবৎ পালিয়ে আছে,অসুস্থ মাকেও দেখতে আসে না ।

12/07/2023

ভাই লীগ,চামচা লীগ, ভাগবাটোয়ারা লীগ,দখল লীগ, সিন্ডিকেট লীগ, হাইব্রিড লীগ, দল- উপদলীয় লীগ, সালিস-দরবার লীগ, এদের নেত্রীর কথা চিন্তা করার সময় কোথায়, এরা সারাক্ষণ অস্থির, তোলপাড় ও বিচলিত কিভাবে নিজ ও নিজের গ্রুপ নিয়ে ভালো থাকা যায় ---

রাজপথের প্রকৃত রাজনৈতিক নেতা ও কর্মীদের সুসংগঠিত হয়ে নেত্রীর কথা চিন্তা করে নিজেকে নিয়োজিত করতে হবে না হলে অপপ্রচার,প্রপাগাণ্ডা চলতেই থাকবে।

ভারতের হায়দ্রারাবাদ থেকে চিকিৎসা শেষে বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসলে, দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত কেন্দ্রীয়...
06/07/2023

ভারতের হায়দ্রারাবাদ থেকে চিকিৎসা শেষে বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে আসলে, দলীয় নেতাকর্মীদের ভালবাসায় সিক্ত কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা জনাব মোঃ আনোয়ার হোসেন।

তারিখ- ০৬-০৭-২০২৩ ইংরেজি।

স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠার অভি'যাত্রায় ৭৪ বছর। ২৩ শে, জুন- বাংলাদেশ আওয়াম...
22/06/2023

স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার
ও সুশাসন প্রতিষ্ঠার অভি'যাত্রায় ৭৪ বছর।
২৩ শে, জুন- বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।

গরীব অসহায় মানুষের একমাত্র বন্ধু, ঝিকরগাছা ও চৌগাছা বাসির বিপদে আপদে সবচেয়ে বেশি যাকে কাছে পাওয়া যায় সে হলো মানবতার ফেরি...
19/06/2023

গরীব অসহায় মানুষের একমাত্র বন্ধু, ঝিকরগাছা ও চৌগাছা বাসির বিপদে আপদে সবচেয়ে বেশি যাকে কাছে পাওয়া যায় সে হলো মানবতার ফেরিওয়ালা ঝিকরগাছার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম প্রেসিডিয়াম সদস্য প্রিয় আনোয়ার হোসেন ভাই।

দেশ ও জাতির প্রশ্নেেমাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা সঠিক পথে আছেন ---তাঁর অবস্থানকে সমর্থন করে...
15/06/2023

দেশ ও জাতির প্রশ্নেে
মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্র নায়ক জননেত্রী শেখ হাসিনা সঠিক পথে আছেন ---

তাঁর অবস্থানকে সমর্থন করে চীন।

জয়তু শেখ হাসিনা

Address

Jessore
Jessore
7423

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ আওয়ামী যুবলীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ আওয়ামী যুবলীগ:

Share


Other Jessore media companies

Show All