স্মৃতির বিচরণ

স্মৃতির বিচরণ "স্মৃতিবদ্ধ মায়াজালে"
-দূরত্ব একটি সীমারেখা-

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে, থাক নাহ্ ধ্রুপদী অস্স্পস্টতা  কে কাকে গেলাম ছেড়ে...!🥀
27/11/2024

হয়তো তোমাকে হারিয়ে দিয়েছি, নয়তো গিয়েছি হেরে, থাক নাহ্ ধ্রুপদী অস্স্পস্টতা কে কাকে গেলাম ছেড়ে...!🥀

27/11/2024

প্রেম করার চেয়ে প্রেমে পড়ার মুহূর্ত টা অনেক সুন্দর...! 🥀

24/10/2024
28/07/2024

অনলাইনে আসলেই প্রিয় মানুষটির নামের পাশে সবুজ বাতিটা জ্বলতে দেখে মনটা কেন জানি শান্তিতে ভরে যেতো। কত শত কথা যে হতো তার সাথে!একসময় সে আমার জন্য ব্যাকুল ছিলো। স্বপ্নগুলো মনের ঘরে বাসা বেঁধেছিল তার জন্যই।

তারপর সময়ের ব্যবধানে যোগাযোগটা কমে গেলো। এত কষ্ট হতো যা কাউকে বলার নয়।মন পাখিটা শুধু ছটপট করতো।তার কাছে ছুটে যেতে মন চায়তো।!
তবে কে বোঝে কার কথা।সেই বুঝলোনা!

প্রিয় মানুষটি এখনো নিয়মিত অনলাইনে আসে তবে আজ আমার জন্য নয় হয়তো অন্য কারো জন্য।

তবুও আমি চাতক পাখির মতো অপেক্ষা করি যদি সে একবার একটা নক দেয় এই প্রত্যাশায়.....!

17/01/2024

মনে হয় খুব করে, যেন তুমি এসেছ ফিরে
চেয়ে দেখি খুব ভোরে ছিলো সে ত কল্পনায় !
যে যায় সে যায়'ই পিছন ফিরে কী তাকায় ?
এভাবেই যাচ্ছে কেটে যাক নাহ্ দিন মিছে সান্ত্বনায়...!

02/01/2024

"কিছু সম্পর্ক শুধু স্মৃতির জন্য তৈরি হয়...!
'ভবিষ্যতের জন্য নয়...
আমরা যাদের হারাই, তারা ও কি আমাদের হারায় ?

28/12/2023

যদি তোমারে পাইতাম,
তাইলে আমিও কইতাম!

"ভালোবাসা সুন্দর-ভালোবাসা স্নিগ্ধ"

27/12/2023

যে ভাবে তুমি আমার জীবনে এসেছিলে নাহ্-
কখনো মনেই হয়নি এভাবে ছেঁড়ে যাবে...!

23/12/2023

মানুষ একবার যাকে ভালোবাসে, সেই মানুষটা হারিয়ে যাবার পরে কেমন করে যেনো মানুষ আবার নতুন কারো প্রেমে পড়ে, ভুলে যায় অতীত। মানুষ কেমন করে পারে আমার তা জানা নেই। অথচ আমিও এই সমাজে থাকতে থাকতে বলতে শিখে গেছি, যে আমায় ছেড়ে গেছে আমিও তাকে ভুলে গেছি। তার কথা আমার একদম মনে পড়ে নাহ্। বন্ধুরা জিজ্ঞেস করলেও রেগে যাই ওর কথা বলবে নাহ্, ওর কথা শুনতেও এখন ইচ্ছে করে নাহ্।

কিন্তু সত্যি বলতে কি জানেন! সে চলে যাওয়ার দীর্ঘদিন হলেও তার ছায়াটাও আমি ভুলতে পারিনি। তাকে কি করে ভুলে যাব। ভুলে যাব বলাটা শুধুই লোক দেখানো। মুখে যাই বলি ভিতরটা যে কেমন করে আমিই শুধু অনুভব করি । বোঝাতে পারবো নাহ্ বুকের ভিতর কতটা কষ্ট হয়, অবশ্য কখনো কাউকে বোঝাতেও চাইনি।

শুধু তাকে বোঝাতে চাই" তোমায় আমি ভুলে গেছি"! তুমি যেমন আমায় ছাড়া ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তোমায় ছাড়া।আমিও ভালো আছি তাকে বোঝাতে চাই এই কারণে যে, আমি জানি সে ফিরবে নাহ্, আমি ভালো নেই জেনে যেনো তার মন ছোট নাহ্ হয়ে যায়।

অথচ, ভিতর ভিতর প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করি। তাকে ভুলে যাওয়াটা ভীষণ দরকার নিজের ভালো থাকার জন্য। একটু সুস্থ থাকার জন্যে হলেও তাকে ভুলে যাওয়া ভীষণ দরকার। তাকে ভুলে গেছি শুধু মুখে মুখে বলি, কিন্তু মন থেকে কেনো যেনো তাকে মুছতে পারি নাহ্। আজও তার ছায়া দেখলেও আমি বুঝতে পারি এটা তার ছায়া। আমার চোখ ভিজে যায়, ভীতিরটা কেঁপে ওঠে।এত চেষ্টা করেও তাকে ভুলতে পারি না। অথচ মানুষ কি নিদারুণ করে খুব সহজেই যাকে ভালোবাসে তাকে ভুলে যায়।

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when স্মৃতির বিচরণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share