23/12/2023
মানুষ একবার যাকে ভালোবাসে, সেই মানুষটা হারিয়ে যাবার পরে কেমন করে যেনো মানুষ আবার নতুন কারো প্রেমে পড়ে, ভুলে যায় অতীত। মানুষ কেমন করে পারে আমার তা জানা নেই। অথচ আমিও এই সমাজে থাকতে থাকতে বলতে শিখে গেছি, যে আমায় ছেড়ে গেছে আমিও তাকে ভুলে গেছি। তার কথা আমার একদম মনে পড়ে নাহ্। বন্ধুরা জিজ্ঞেস করলেও রেগে যাই ওর কথা বলবে নাহ্, ওর কথা শুনতেও এখন ইচ্ছে করে নাহ্।
কিন্তু সত্যি বলতে কি জানেন! সে চলে যাওয়ার দীর্ঘদিন হলেও তার ছায়াটাও আমি ভুলতে পারিনি। তাকে কি করে ভুলে যাব। ভুলে যাব বলাটা শুধুই লোক দেখানো। মুখে যাই বলি ভিতরটা যে কেমন করে আমিই শুধু অনুভব করি । বোঝাতে পারবো নাহ্ বুকের ভিতর কতটা কষ্ট হয়, অবশ্য কখনো কাউকে বোঝাতেও চাইনি।
শুধু তাকে বোঝাতে চাই" তোমায় আমি ভুলে গেছি"! তুমি যেমন আমায় ছাড়া ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তোমায় ছাড়া।আমিও ভালো আছি তাকে বোঝাতে চাই এই কারণে যে, আমি জানি সে ফিরবে নাহ্, আমি ভালো নেই জেনে যেনো তার মন ছোট নাহ্ হয়ে যায়।
অথচ, ভিতর ভিতর প্রতিদিন নিজের সাথে যুদ্ধ করি। তাকে ভুলে যাওয়াটা ভীষণ দরকার নিজের ভালো থাকার জন্য। একটু সুস্থ থাকার জন্যে হলেও তাকে ভুলে যাওয়া ভীষণ দরকার। তাকে ভুলে গেছি শুধু মুখে মুখে বলি, কিন্তু মন থেকে কেনো যেনো তাকে মুছতে পারি নাহ্। আজও তার ছায়া দেখলেও আমি বুঝতে পারি এটা তার ছায়া। আমার চোখ ভিজে যায়, ভীতিরটা কেঁপে ওঠে।এত চেষ্টা করেও তাকে ভুলতে পারি না। অথচ মানুষ কি নিদারুণ করে খুব সহজেই যাকে ভালোবাসে তাকে ভুলে যায়।