যশোর গেজেট

  • Home
  • যশোর গেজেট

যশোর গেজেট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from যশোর গেজেট, News & Media Website, .

It is the promise of the newspaper that 'Jashore Gazette' will always publish news about the ongoing events of the history and tradition of Greater Jashore (Jashore, Magura, Jhenaidah, Narail) by prioritizing the needs and preferences of the readers. It is the promise of the newspaper that 'Jashore Gazette' will always publish news about the ongoing.Here We collect All Jessore District Newspapers

online verson at one place. No need to go anyplace else.Just Follow our page & website.We try to collect all local jessore news sites but if missing your popular news site,Please contact us

06/06/2025
চৌগাছায় মানবজ‌মিন প‌ত্রিকার বর্ষপূ‌র্তি উদযাপনজুবা‌য়ের হো‌সেন:য‌শো‌রের চৌগাছায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ তম বর্ষপূর্...
17/02/2025

চৌগাছায় মানবজ‌মিন প‌ত্রিকার বর্ষপূ‌র্তি উদযাপন

জুবা‌য়ের হো‌সেন:

য‌শো‌রের চৌগাছায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়া‌রি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরু‌মে কেক কাটার মাধ‌্যমে ২৭তম বর্ষপূ‌তি পালন করা হয়।

অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্তব্য রা‌খেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রা‌খেন উপজেলা জামায়াতের আমীর মাও গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক।

এছাড়া আরও, বক্তব্য রা‌খেন মানবজ‌মি‌নের স্টাফ রি‌পোর্টার ও য‌শোর জেলা প্রতি‌নি‌ধি মো: নুর ইসলাম, আমার দেশের চৌগাছা প্রতি‌নি‌ধি রহিদুল ইসলাম খান, নয়া‌দিগন্তের চৌগাছা প্রতি‌নি‌ধি আব্দুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিতম, এ‌বি পা‌র্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিপন মাহমুদ, শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মো: মুসাব্বির হোসেন, মানবজ‌মি‌নের চৌগাছা উপ‌জেলা প্রতি‌নি‌ধি মো: বাবুল আক্তার।

অনুষ্ঠা‌নে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ।

এ সময় বক্তরা ব‌লেন, গত ১৭ বছর ফ‌্যা‌সিস্ট সরকার গণমাধ‌্যমের স্বাধীনতা হরণ করে‌ছিল। তারা সাংবা‌দিক‌দের কণ্ঠ‌রোধ ক‌রে স্বাধীনভা‌বে কাজ কর‌তে দেয়‌নি। কিছু গণমাধ‌্যম ফ‌্যা‌সিস্ট‌দের দোষর হ‌য়ে বিগত স্বৈরাচারী সরকার‌কে আরও স্বৈরাচা‌রী ক‌রে তুল‌তে সাহায‌্য ক‌রে‌ছে। সাংবা‌দিক‌দের কোন দল থাক‌বে না। তারা সমা‌জে যেটা ঘট‌বে সেটা তু‌লে ধ‌র‌বে। কোন অন‌্যা‌য়ের কা‌ছে মাথা নত করার আহবান জানা‌নো হয়।

অনুষ্ঠা‌নের সভাপ‌তিত্ব ক‌রেন চৌগাছা প্রেসক্লা‌বের সভাপ‌তি ও ই‌ত্তেফা‌কের উপ‌জেলা প্রতি‌নি‌ধি অধ‌্যক্ষ আবু জাফর।

অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মো: হাফিজুর রহমান।

চৌগাছায় শুরু হ‌য়ে‌ছে ৩ দিনব‌্যাপী গুড় মেলায‌শো‌রের যশ খেজু‌রের রস একথা‌টি বেশ প্রসিদ্ধ হ‌লে স্বাদে সেরা, গন্ধে ভরা, খে...
15/01/2025

চৌগাছায় শুরু হ‌য়ে‌ছে ৩ দিনব‌্যাপী গুড় মেলা

য‌শো‌রের যশ খেজু‌রের রস একথা‌টি বেশ প্রসিদ্ধ হ‌লে স্বাদে সেরা, গন্ধে ভরা, খেজুর গুড়ে মনোহরা’ এ প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে যশোরের চৌগাছায় উপ‌জেলা প্রশাস‌নের আ‌য়োজ‌নে তৃতীয় বারের মতো ৩ দিনব‌্যাপী খেজুর গুড়ের মেলা শুরু হয়ে‌ছে।

বুধবার সক‌াল ১০টায় উপ‌জেলা প্রশাসন চত্ত্ব‌রে য‌শো‌রের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম মেলার উ‌দ্বোধন ক‌রেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব তাসমিন জাহান, অফিসার ইনচার্জ (তদন্ত) মো: কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি জনাব এম এ সালাম, উপজেলা জামায়াতের আমীর মাও গোলাম মোরশেদ,চৌগাছা কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল লতিফ, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব সুস্মিতা সাহা,পরিচালনা করেন কৃষি অফিসার জনাব মুসাব্বির হোসেন, উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতক দলের নেতৃবৃন্দ,জন প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক, ছাত্র ছাত্রীবৃ্ন্দ, সাংবাদিক গণ এবং গাছিবৃন্দ।

মেলায় ২য় দিন থাক‌ছে পিঠা উৎসব, কুইজ প্রতি‌যো‌গিতা ও গ্রামবাংলার ঐ‌তিহ‌্যবাহী লা‌ঠি খেলা।

উক্ত মেলায় সমাপনী দি‌নে উপ‌স্থিত থাক‌বেন সরাষ্ট্র মন্ত্রণাল‌য়ের সি‌নিয়র স‌চিব না‌সিমুল গ‌ণি, সভাপ‌তিত্ব কর‌বেন খুলনা বিভাগীয় ক‌মিশনার মোঃ ফি‌রোজ সরকার।

এছাড়া সমাপনী দি‌নে শ্রেষ্ঠ গা‌ছি‌দের ম‌ধ্যে পুরস্কার বিতরণ করা হ‌বে।

এর আ‌গে ৭ জানুয়া‌রি নির্বাহী কর্মকর্তা সু‌স্মিতা সাহা উপ‌জেলার ১১‌টি ইউ‌নিয়‌নের ১০ জন ক‌রে ১১০ জন গা‌ছি‌কে উপ‌জেলা প্রশাস‌নের হলরু‌মে খেজু‌রের গু‌ড়ে ভেজাল না দেবার জন‌্য শপথ বাক‌্য পাঠ করান।

উ‌ল্লেখ‌্য য‌শো‌রের খেজু‌রের ই‌তোম‌ধ্যে জিআই পণ‌্য হি‌সে‌বে স্বীকৃ‌তি পে‌য়ে‌ছে।

চৌগাছায় বিএন‌পির তিন প‌দে নির্বাচন অনুষ্ঠিতযশোরের চৌগাছা উপজেলা বিএনপির সভাপ‌তি, সাধারণ সম্পাদক ও সাংগঠ‌নিক প‌দে নির্বা...
07/09/2024

চৌগাছায় বিএন‌পির তিন প‌দে নির্বাচন অনুষ্ঠিত

যশোরের চৌগাছা উপজেলা বিএনপির সভাপ‌তি, সাধারণ সম্পাদক ও সাংগঠ‌নিক প‌দে নির্বাচন অনু‌ষ্ঠিত হয়েছে। নির্বাচনে সালাম-হাসান গ্রুপ পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছেন।

শ‌নিবার চৌগাছার‌ ডিভাইন সেন্টা‌রে সকাল ৮টা থে‌কে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ কার্যক্রম চ‌লে। ‌ভোট গণনা শে‌ষে সন্ধ‌্যা সা‌ড়ে ৬টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
প্রাপ্ত ফলাফলে জানা গেছে, সভাপতি প‌দে ৪০৬ ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন এম এ সালাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহুরুল ইসলাম পেয়েছেন ৩৬২ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৪৫১ ভোট পে‌য়ে নির্বাচিত হয়েছেন হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউনুচ আলী পেয়েছেন ৩১৫ ভোট।

এছাড়া সাংগঠনিক-১ এ নির্বাচিত হয়েছেন আলীবুদ্দীন খান প্রাপ্ত ভোট ৪৬১, নিকটতম প্রতিদ্বন্দ্বী বি এম আজিমউদ্দীন পেয়েছেন ২৭০ ভোট সাংগঠনিক-২ নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রাপ্ত ভোট ৪০০, নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম পেয়েছেন ৩২৮ ভোট ।

নির্বাচনে ৭৮১ ভোটারের মধ্যে ৭৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
বিকালে জেলা বিএনপির আহবায়ক নার্গিস বেগম ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় সহকারী কমিশনার জেলা বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকন, একে শরফুদৌল্লা ছটলু, সিরাজুল ইসলাম, সহকারী প্রিজাইডিং অফিসার জেলা বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, আলাউদ্দিন, আসাদুজ্জামান শাহিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মোঃ ইসাহক, মিজানুর রহমান খান, মুনির আহমেদ সিদ্দিকি বাচ্চু, আলী হোসেন মদন, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন।

যশোরের অমৃতবাজার প‌ত্রিকা যেভা‌বে কলকাতায়জুবা‌য়ের হো‌সেনঅমৃত বাজার ভারতীয় উপমহা‌দে‌শে এক‌টি প্রাচীনতম প‌ত্রিকা। এ প‌ত্...
12/07/2024

যশোরের অমৃতবাজার প‌ত্রিকা যেভা‌বে কলকাতায়

জুবা‌য়ের হো‌সেন

অমৃত বাজার ভারতীয় উপমহা‌দে‌শে এক‌টি প্রাচীনতম প‌ত্রিকা। এ প‌ত্রিকা‌টি বাংলা ও ই‌ং‌রে‌জি ভাষায় প্রকা‌শিত হ‌তো। ইংরেজি ভাষায় এ‌টি কলকাতা, কটক, রাঁচি এবং এলাহাবাদ থেকে প্রকাশ হ‌তো।

য‌শোর জেলার ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ক‌পোতাক্ষ ন‌দের তী‌রে অমৃতবাজার গ্রা‌মের উ‌কিল হ‌রিনারায়ণ ঘোষ ছি‌লেন এই গ্রা‌মের অ‌ধিবাসী। তি‌নি পেশায় য‌শোর জেলা আদাল‌তের উ‌কিল ছি‌লেন। সে সময় ঘোষ প‌রিবার ‌ছি‌লেন প্রচুর অর্থ সম্পা‌দের মা‌লিক।

তথ‌্যসূ‌ত্রে জানা যায়, হরিনারায়ণ ঘোষের স্ত্রী অমৃতময়ী দেবীর নামে ওই গ্রামে একটি বাজার প্রতিষ্ঠা করে নাম রাখা হয় অমৃতবাজার। পরে বাজারের নামেই গ্রামটি পরিচিত হয়ে ওঠে।

হরিনারায়ণ ঘোষের তৃতীয় ছেলে শিশির কুমার ঘোষ এবং চতুর্থ ছেলে মতিলাল ঘোষ ১৮৬৮ সালের ২০ ফেব্রুয়ারি ''অমৃতবাজার'' নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন।
নীলকর‌দের শোষ‌ণের বিরু‌দ্ধে নির্য‌া‌তিত কৃষকদের পক্ষে লড়াইয়ের জন্য ঘোষ ভাইয়েরা এই পত্রিকা শুরু করেছিলেন।

শিশিরকুমার ঘোষ (১৮৪০-১৯১১) ছিলেন পত্রিকাটির প্রথম সম্পাদক এবং ছোট ভাই মতিলাল ঘোষ (১৮৪৭-১৯২২) ছিলেন যুগ্ম সম্পাদক। শি‌শির কুমার ঘো‌ষের মৃত্যুর পর ১৯১১ সাল থেকে সম্পাদকের দায়িত্ব পালন করেন পত্রিকার যুগ্ম সম্পাদক মতিলাল ঘোষ। মতিলাল ঘোষের মৃত্যুর পর পত্রিকায় তাঁর সহকারী, ছোট ভাই গোলাপলাল ঘোষ সম্পাদকের দায়িত্ব পান। কিন্তু ভগ্ন স্বাস্থ্যের কারণে তিনি অপারগ হলে ১৯২৮ সালে মাত্র ৩০ বছর বয়সে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন শিশির কুমার ঘোষের ছেলে তুষারকান্তি ঘোষ (১৮৯৮-১৯৯৪)। তিনি সুদীর্ঘ ৬৬ বছর (আমৃত্যু) অমৃতবাজার পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

তথ্যে আরও জানা যায়, ৩২ টাকা দিয়ে কেনা পেটানো কাঠের মুদ্রণ যন্ত্রের সাহায্যে এই পত্রিকা ছাপা হয়েছিল।
অমৃত বাজারে প্লেগ রোগের প্রকোপ দেখা দেওয়ার কারণে ১৮৭১ খ্রিস্টাব্দের ২১ ডিসেম্বর অমৃতবাজার পত্রিকা কলকাতার বৌবাজারে স্থানান্তরিত হয়। এখান থে‌কেই ইংরেজি এবং বাংলা দুই ভাষাতেই সংবাদ ও মতামত প্রকাশ করে এই পত্রিকা একটা দ্বিভাষিক সাপ্তাহিক হিসেবে চালু হয়। এবং ১৮৭৪ খ্রিস্টাব্দের ২৫ মার্চ পর্যন্ত এ প‌ত্রিকা‌টি বৌবাজার থেকে প্রকাশিত হয়। এরপর বাগবাজারে স্থানান্তরিত হয়। সরকার-বিরোধী মতামত এবং জনগণের মধ্যে বিপুল প্রভাবের ফ‌লে এ প‌ত্রিকা‌টি সরকারের গলার কাঁটা হয়ে দাঁড়ায়। ভারতের ভাইসরয় লর্ড লিটন প্রধানত এবিপি-এর বিরুদ্ধেই ১৮৭৮ খ্রিস্টাব্দে ১৪ মার্চ 'ভার্নাকুলার প্রেস অ্যাক্ট' প্রবর্তন করেছিলেন। কিন্তু শিশিরকুমার ঘোষ এই বাংলা পত্রিকাকে পরবর্তী ২১ মার্চ ইংরাজী সাপ্তাহিক পত্রিকায় পরিবর্তিত করেন।

১৮৯১ খ্রিস্টাব্দের ১৯ ফেব্রুয়ারি পত্রিকা একটা দৈনিক সংবাদপত্রে পরিণত হয়। ভারতীয় মালিকানার দৈনিক সংবাদপত্রের মধ্যে এটাই প্রথম অনুসন্ধানী সাংবাদিকতা চালু করে।

এটা ভারতীয় সাংবাদিকতার বিবর্তন ও বিকাশে প্রধান ভূমিকা নিয়েছিল এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রাম প্রস্তুতের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করেছিল। ১৯২০ খ্রিস্টাব্দে রুশ কমিউনিস্ট বিপ্লবী ভ্লাদিমির লেনিনএবিপি-কে ভারতের সেরা জাতীয়তাবাদী সংবাদপত্র বলে বর্ণনা করেছিলেন।

আজ থে‌কে ১৫৬ বছর আ‌গের সংবাদপত্র প্রথম প্রকাশিত হওয়ার ১২৩ বছর পর ১৯৯১ খ্রিস্টাব্দে এর প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়।

য‌শো‌রের অমৃতবাজার গ্রাম‌টি এখনও মাথা উঁচু ক‌রে দাঁ‌ড়ি‌য়ে আ‌ছে। নেই শুধু শি‌শির কুমার ঘোষ ও তাঁর অমৃতবাজার প‌ত্রিকা। হয়ত এক‌দিন সম‌য়ের বির্বত‌নে নতুন প্রজ‌ন্মের কাছ থে‌কে হা‌রি‌য়ে যা‌বে এ ই‌তিহাস।

চী‌নে দোকা‌নে আগুন লে‌গে ৩৯ জ‌নের মৃত‌্যুগে‌জেট আন্তর্জা‌তিক ডেস্ক:চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিয়াংশি প্রদেশে জিনয়ু শহরে...
25/01/2024

চী‌নে দোকা‌নে আগুন লে‌গে ৩৯ জ‌নের মৃত‌্যু

গে‌জেট আন্তর্জা‌তিক ডেস্ক:

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলের জিয়াংশি প্রদেশে জিনয়ু শহরে এক অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ৯ জন।

প্রদেশটির কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। খবর আলজাজিরার

বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে জিনয়ু শহরে একটি দোকানের বেজমেন্টে আগুন লেগে পরে তা দ্রুত ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তবে অন্য একটি সূত্র বলছে, স্থানীয় সময় বেলা ৩টার দিকে একটি রাস্তার দোকান থেকে এ আগুন লাগে।

চীনা টেলিভিশন সিসিটিভি ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে ভবনের ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে এবং লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়।

এটিকে আরেকটি নিরাপত্তা ঘাটতি জনিত দুঃখজনক দুর্ঘটনা উল্লেখ করে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করে দেখতে বলেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় সরকার ও কমিউনিস্ট পার্টির প্রতি ঘন ঘন নিরাপত্তা ঘাটতি জনিত দুর্ঘটনা দৃঢ়ভাবে রোধ করে জনগণের জীবন ও সম্পত্তির নিরাপত্তা এবং সামগ্রিক সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে আহ্বান জানান তিনি।

এর আগে গত শুক্রবার চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লেগে ১৩ জনের মৃত্যু হয়।

Address


Telephone

+8801712005195

Website

https://web.facebook.com/JGazette.News

Alerts

Be the first to know and let us send you an email when যশোর গেজেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to যশোর গেজেট:

  • Want your business to be the top-listed Media Company?

Share