17/02/2025
চৌগাছায় মানবজমিন পত্রিকার বর্ষপূর্তি উদযাপন
জুবায়ের হোসেন:
যশোরের চৌগাছায় দৈনিক মানবজমিন পত্রিকার ২৭ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে কেক কাটার মাধ্যমে ২৭তম বর্ষপূতি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাও গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাষ্টার কামাল আহমেদ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান মোস্তাক।
এছাড়া আরও, বক্তব্য রাখেন মানবজমিনের স্টাফ রিপোর্টার ও যশোর জেলা প্রতিনিধি মো: নুর ইসলাম, আমার দেশের চৌগাছা প্রতিনিধি রহিদুল ইসলাম খান, নয়াদিগন্তের চৌগাছা প্রতিনিধি আব্দুর রহিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিতম, এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিপন মাহমুদ, শিক্ষা অফিসার মো: মোস্তাফিজুর রহমান, কৃষি অফিসার মো: মুসাব্বির হোসেন, মানবজমিনের চৌগাছা উপজেলা প্রতিনিধি মো: বাবুল আক্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক ও শিক্ষক মন্ডলী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ।
এ সময় বক্তরা বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছিল। তারা সাংবাদিকদের কণ্ঠরোধ করে স্বাধীনভাবে কাজ করতে দেয়নি। কিছু গণমাধ্যম ফ্যাসিস্টদের দোষর হয়ে বিগত স্বৈরাচারী সরকারকে আরও স্বৈরাচারী করে তুলতে সাহায্য করেছে। সাংবাদিকদের কোন দল থাকবে না। তারা সমাজে যেটা ঘটবে সেটা তুলে ধরবে। কোন অন্যায়ের কাছে মাথা নত করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চৌগাছা প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ আবু জাফর।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মো: হাফিজুর রহমান।