
13/05/2025
আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
হারিয়ে যাওয়া হাসান চাচার আপনজনকে খুঁজছি
(দয়া করে পোস্টটি শেয়ার করুন)
পর্ব নং - ৪৯২
নাম: হাসান / হাছুন
বর্তমান বয়স: আনুমানিক ৬২ বছর
মাতার নাম: হাজেরা খাতুন
ভাই-বোনের সংখ্যা: ১১ জন
ভাই-বোনদের নাম:
কিসমত, মোহর, মোহাম্মদ আলী, ইমান (যমজ ভাই হাসান), ওমর, ফরীদ, আছিয়া, স্বরবানু, বানেসাঁ, হাছনা
হারিয়ে যাওয়ার সময়কাল:
স্বাধীনতার এক বছর পর, খেসারির ডালের মৌসুমে (আনুমানিক ১৯৭২ সাল)
শেষ দেখা সময়ের ঘটনা:
হাসান তাঁর মা ও ভাইদের সাথে মামার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। একপর্যায়ে মামীকে রাগ করে মা’কে বলে হেঁটে ট্রেনে উঠে চলে যান। তারপর থেকে আর ফিরে আসেননি।
স্মৃতিতে থাকা তথ্যসমূহ:
বাড়ির পাশে ছিল চৌকিদারের বাড়ি, সেখান থেকে পানি আনতেন
আধা কিলোমিটার দূরে ছিল স্কুল, ঈদগাঁ ও সরকারি পুকুর
নিকটবর্তী বাজার: মীরগঞ্জ (বাড়ি থেকে প্রায় ২ কিমি দূরে)
সোমবারে বসত আরেকটি হাট, যেখানে গরুর গাড়িতে করে পাট নিয়ে যাওয়া হতো
সম্ভাব্য এলাকা: ডোমার, নীলফামারী, ডালিয়া নদীর ব্রীজের কাছাকাছি
আমাদের অনুরোধ:
আপনি যদি এই নাম বা তথ্যের সাথে পরিচিত হন, দয়া করে আমাদের জানাবেন। একটি পরিবার বহু বছর ধরে অপেক্ষায় আছে।
যোগাযোগ:
[তানভীর- 01718913581
01724324803
আপনার একটি শেয়ারই হাসান চাচাকে তাঁর পরিবারে ফিরিয়ে দিতে পারে।