Turn to Allah

Turn to Allah আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছিয়ে দাও। -আল হাদিস

09/05/2025

❝আপনার ভবিষ্যৎ!
আপনার অতিতের চেয়েও উত্তম হবে!❞
ইনশাআল্লাহ্🌸
[সূরা আদ-দুহা-০৪]

09/05/2025

অনুমান ও কুধারণা করা থেকে বিরত থাকো ,
কেননা অনুমান হলো বড় মিথ্যা কথা।
[ সহীহ বুখারী ]

09/05/2025

বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ'র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।

09/05/2025
09/05/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ﷺ

07/05/2025

ফজরের স্নিগ্ধ বাতাসে জুড়িয়ে যাক মনপ্রাণ,ফজর এক অলৌকিক তৃপ্তির নাম!🤍

07/05/2025

আমি কিছুই পারি না, আমার দিয়ে হবে?
এই প্রশ্নটা যদি আপনিও নিজেকে করে থাকেন, তাহলে এই লেখাটা আপনার জন্য।
স্কিল না থাকাটা অপরাধ না, কিন্তু শিখতে না চাওয়াটা অপরাধ হতে পারে।
এই মুহূর্তে আপনার মোবাইল আছে, সময় আছে, শেখার ইচ্ছে আছে—
এগুলোই তো আপনার সবচেয়ে বড় রিসোর্স।
"Skills are cheap. Passion is priceless." — Gary Vee
নিজেকে ছোট ভাববেন না, নিজেকে ফোকাসে আনুন।
যারা সফল, তারা সবাই একদিন শূন্য থেকেই শুরু করেছিলেন।
তাদের সিক্রেট ছিল একটা—“Consistency”।
আপনারও লাগবে না আজই সেরা হওয়া,
আজ শুধু দরকারকালকের চেয়ে ১% ভালো হওয়া।
আপনি মোবাইল দিয়েই শিখতে ও উপার্জন করতে পারেন
আপনি যদি কন্টেন্ট রাইটিং, কপিরাইটিং বা ক্যানভা ডিজাইন শেখেন—
তাহলে আজ থেকে ৯০ দিন পর আপনি কাজ করতে পারবেন।
ফেসবুকে ছোট বিজনেস পেইজগুলোতে কনটেন্ট লিখে দিতে পারেন
ইনফোগ্রাফিক বা অফার পোস্ট ডিজাইন করে দিতে পারেন
ফাইভার বা ফেসবুক গ্রুপে ক্লায়েন্ট খুঁজতে পারেন
আজই যা করবেন
YouTube-এ লিখুন: “কন্টেন্ট রাইটিং শুরু কিভাবে করবো”
Canva অ্যাপ ডাউনলোড করুন এবং ১টি প্রোফেশনাল পোস্ট ডিজাইন করুন
নিজের লেখা/ডিজাইন নিজের প্রোফাইলে শেয়ার করুন
"Start where you are. Use what you have. Do what you can." — Arthur Ashe
আপনার মোবাইল, আপনার সময়, আর আপনার ইচ্ছা —
এই তিনটাই আপনাকে নতুন জীবনের দিকে নিয়ে যেতে পারে।
আপনি কি আজ নিজেকে আরেকটু সিরিয়াসলি নিতে পারবেন?
Stay tuned for tips and tricks to build a career using mobile.

07/05/2025

যা কিছু আমার তাকদিরে নেই, তা যেন আমার অন্তরেও স্থান না পায়।

07/05/2025

নিজের জন্যে যা পছন্দ করো ,
অন্যদের জন্যেও তাই পছন্দ করবে,
তবেই হতে পারবে মুমিন।
[ সহীহ মুসলিম ]

07/05/2025

রাতে তাহাজ্জুদ পড়ো, অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন।
(সূরা:বনী-ইসরাঈল : ৭৯)

07/05/2025

"আউজুবিল্লাহি মিনাশ শাইতনির রাজিম"
"বিসমিল্লাহ হির রহমানির রাহীম"
* কালেমা তাইয়্যেবা
لا اله الا الله محمد رسول الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ
* কালেমা শাহাদাত
اسهد الا اله الله واحده لاسريك له واسهد ان محمد عبده ورسوله
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
* কালেমা তাওহীদ
لا اله الا انت واحدا لاشانى لك محمد رسول الله امام المتقين رسول رب المالمن
লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুত্তাকীনা রাসূলু রাব্বিল আলামীন।
* কালেমা তামজীদ
لا اله الا انت نورايهدى الله لنوره من يساء محمد رسول الله امام المر سلين خاتم النبين
লা ইলাহা ইল্লা আনতা নূরাই ইয়াহ্ দিয়াল্লাহু লিনূরিহী মাই ইয়াশাউ মুহাম্মাদুর রাসুলুল্লাহি ইমামুল মুরসালীনা খাতামুন্নাবিয়্যীন।
* ঈমানে মুজমাল
امنت بالله عماهو باسماىه وصفاته وقبلت جميم احقا مه وارعانه
আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহী ওয়া সিফাতিহী ওয়া কাবিলতু জামীআ আহকামিহী ওয়া আরকানিহী।
* ঈমানে মুফাসসাল
امنت بالله وملىقته وعتبه ورسله واليوم الاخر والمد رخيره وشره من الله تمالى واليمث ىمد الموت
আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া রুসূলিহী ওয়াল ইয়াওমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহী ওয়া শাররিহী মিনাল্লাহি তা আলা ওয়াল বা'সি বা'দাল মাওত।
ইয়া আল্লাহ, ইয়া রাহমানুর রাহিম, ইয়া গাফুরুর রাহিম, ইয়া ফাত্তাহ,
তুমি আমাদের সকলের নফসকে হিদায়াত দান
তোমার দ্বিন কায়েম করার তৌফিক দান করো
আল্লাহ মরনের সময় জবানে কালিমা নিয়ে যেনো মরতে পারি সেই তৌফিক দান কর
🤲আমিন🤲

07/05/2025

বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধরুন আল্লাহ তায়ালা একদিন পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ 🤲

Address

Dhaka Bypass Road
Jessore
7400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Turn to Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Turn to Allah:

Share