JUST Crush & Confession

  • Home
  • JUST Crush & Confession

JUST Crush & Confession শরীরের মৃত্যু হলেও ভালোবাসার মৃত্যু নেই প্রেম অমর���

প্রিয় দাদারা, এই ফ্যাসিস্ট মহিলাকে আবারও ১ সপ্তাহের জন্য ধার দিন।।বি এন পি (বাংলাদেশ নাখাইগো পার্টি) কে শায়েস্তা করতে উন...
12/07/2025

প্রিয় দাদারা,
এই ফ্যাসিস্ট মহিলাকে আবারও ১ সপ্তাহের জন্য ধার দিন।।বি এন পি (বাংলাদেশ নাখাইগো পার্টি) কে শায়েস্তা করতে উনাকে আমাদের বড্ড প্রয়োজন। কথা দিলাম বি এন কি শায়েস্তা হলে সসম্মানে আবারও ফিরিয়ে দিবো।

ইতি
বাংলাদেশ

12/07/2025

কেও মুখ দিয়া কয়েকটা কথা বলছে,আর বছর না ঘুরতেই সেই কথা অক্ষরে অক্ষরে মিলে গিছে!
এটা ভাগ্য না দূর্ভাগ্য!

বাজে ছেলে পছন্দ করা,বিবাহিত জেনেও সম্পর্কে যাওয়া,বছর পাচেক আগে হওয়া মুনিয়া-আনভীরের মতো তুমুল আলোচিত-সমালোচিত একটা বিষয়কে পাত্তাই না দেওয়া......এই ভোগান্তি কি পাওনা ছিলো না???

এভাবেই নিজের পায়ে কুড়াল টা মানুষ নিজেই মারে।
এই মেয়েটার পক্ষে কথা বলার মতো কথাই তো খুঁজে পাচ্ছি না।

07/07/2025

To: Anika Tabassum
Dept: CSE
Session: 20-21

তুমি কি গল্প নাকি কবিতা? নাকি একটা মহাকাব্য! নাকি কোনো একটা রোমান্টিক নাটকের অপরুপ সুন্দর প্রেমিকা!
তুমি হয়তো এসবের সবই।
তুমি স্রেফ সুন্দর -কোমল-শুভ্র এক কাশফুল রুপী প্রাকৃতিক কাব্য। তোমার শুভ্রতার সাথে মিশে থাকা কোমলতা তোমাকে আরো আকর্ষনীয় আর মায়াবী করে তুলেছে। তুমি যেন শান্তির প্রতীক হয়ে আমার কাছে বয়ে নিয়ে আসো এক মায়ার বানীতে লেখা এক বার্তা, যা আমাকে ভালোবাসতে বাধ্য করে, স্বপ্ন দেখতে অনুপ্রেরণা যোগায়।
তোমার মায়াতে মুগ্ধ হয়ে, তোমার শুভ্র এবং কোমলতায় শান্ত হয়ে দূর আড়ালে থেকে তোমাকে একনজরে দেখতেই থাকি।

হে প্রকৃতির কাব্য, তোমাকে পাব তাই, শরতের সাদা-কালো মেঘের মতো বারবার তোমার আশপাশে ছুটে আসি! হবে কি আমায়? হোক না - এক শুভ্র কোমল কাশফুল আর সাদা-কালো মেঘের গল্পের শুরু শরতের কোনো এক পড়ন্ত বিকেলে ❤️

From- খুঁজে নিও।

07/07/2025

From :নাম প্রকাশে অনিচ্ছুক
To :Farhana zaman (MKT)

আমি তাকে প্রতিদিন দেখি না,তবু প্রতিদিনই আকাশের দিকে তাকাই -হয়তো আজ হাওয়া বয়ে আনবে তার হাসির কোনো স্মৃতি।

একটা ফুল যেমন ঝরে যাওয়ার আগেও গন্ধ ছড়িয়ে দেয় বাতাসে,তেমন করেই-তার একটুখানি অস্তিত্বেই ভরে ওঠে আমার হৃদয়।

সে জানে না,আকাশের তারা গুনতে গুনতে আমি কেবল তার মুখই কল্পনা করি। মেঘের গায়ে আঁকি নিঃশব্দ কিছু শব্দ—যেখানে লেখা থাকে, “তাকে ভালোবাসি”।

তার দেখা পাই না…তবুও সে রয়ে যায় আমার প্রতিটা প্রার্থনায়। ভালোবাসা মানেই তো সবসময় স্পর্শ নয়—কখনো কখনো তা হয় আকাশ ছুঁয়ে ফেলতে চাওয়ার মতো এক অপূর্ণ কামনা।

সে যদি বিশ্বাস করতো ,কেউ তাকে ফুলের মতো ভালোবেসেছে,যার সৌন্দর্য ছুঁতে না পারলেও,ঘ্রাণে বাঁচে প্রতিদিন…

15/06/2025
ToShakera Prapty Dept: NFTনা চাইতেও মনে জাগে আশা,হয়তো এটাই ভালোবাসা।আর ভালোলাগা, ভালোবাসা দূর থেকেই সুন্দর তোমাকে না...
30/05/2025

To
Shakera Prapty
Dept: NFT

না চাইতেও মনে জাগে আশা,
হয়তো এটাই ভালোবাসা।
আর ভালোলাগা, ভালোবাসা দূর থেকেই সুন্দর তোমাকে না দেখলে হয়তো বুঝতামই না।
তবুও মনের মাঝে ক্ষীণ আশা,যা জোনাকির আলোর মতো মৃদু হয়ে সব সময়ই জ্বলে থাকে। আমি কোনো কবি নই,সাহিত্যিক ও নই,তবে তোমার বই পড়া দেখে সাহিত্যিক হতেও বাধা নেই। হয়তো কখনো বলা হবে না, কতটা চাই তোমাকে। তোমার সম্পর্কে পিএইচডি তো করা হয়নি,তবে স্নাতোকত্তর ডিগ্রী অর্জন করতে পেরেছি হয়তো। তাই সামনে এসে বলতে চাই না,তবে আজকে অনুভূতি টা প্রকাশ করলাম।

পরিচয়টা না জানাই থাক।

ইতি
অচেনা কেউ

From – খুব কাছের কেউ To – টপার ভাইয়া  আপনার কথা বলার ধরণ , চলাফেরা সব কিছু আমাকে মুগ্ধ করে , আপনি এমন কেন এত রাগি রাগি ম...
29/05/2025

From – খুব কাছের কেউ
To – টপার ভাইয়া

আপনার কথা বলার ধরণ , চলাফেরা সব কিছু আমাকে মুগ্ধ করে , আপনি এমন কেন এত রাগি রাগি মুখ রাখেন কেন ? দূর থেকে ভালবাসি আপনাকে । আপনার আশে পাশে থেকেও আপনাকে বলতে পারি না । আপনাকে প্রথম দেখাতে পছন্দ হয়েছে । কবির ভাষায় প্রথম দর্শনে প্রেম । আপনার ফ্যাশন এর উপর ক্রাশ খাইসি । আমি থাকলে আপনাকে চশমা পরতে হবে না , আমার চোখ দিয়ে দেখিয়েন । আপনাকে দেখার জন্য পাঁচ তলায় হেটে উঠতে দ্বিধা করি না । আপনি আপনার রুম থেকে কখন বারান্দায় আসবেন ? আমি মাঠে দাড়িয়ে আপনাকে দেখব । আপনি যখন শহরে যান তখন আমি বাসের কাছে থাকি আপনাকে দেখার জন্য । আপনি বুঝেন না , নাকি বুঝেও না বুঝার ভান করেন ?

Confession from a Non-Dept Girl 💌To -Arifin Alif (CSE)Batch জানা নেই😥আপনি হয়তো জানেনও না—আপনার একটা হালকা হাসি,কেউ একজনে...
29/05/2025

Confession from a Non-Dept Girl 💌
To -Arifin Alif (CSE)
Batch জানা নেই😥

আপনি হয়তো জানেনও না—আপনার একটা হালকা হাসি,
কেউ একজনের সারাদিন ভালো করে দিতে পারে।
আপনার চারপাশে অনেক চোখ, অনেক গল্প…
কিন্তু আমি সব গল্পের বাইরেও চুপচাপ ভালো লাগা বুনে যাই।

আমি non-dept থেকে, তাই আপনার ক্লাসরুমের আশেপাশে ঘোরার কোনো মানে হয় না,
তবুও আপনাকে এক ঝলক দেখার জন্য পথটা ভুল করেই হেঁটে যাই।

আপনার বয়স আমার চেয়ে বেশি না কম—জানি না।
কিন্তু আপনাকে দেখে বারবার মনে হয়,
“ভালো লাগা কি সত্যিই এতটা নিরীহ আর গভীর হতে পারে?”

আপনি ভার্সিটির সবচেয়ে সুন্দর ও হ্যান্ডসাম স্টুডেন্ট।
আর আমার চোখে আপনি ক্যাম্পাসের একমাত্র —
“Most unknowingly perfect person.”
হয়তো কোনোদিন দেখা হবে না, পরিচয়ও হবে না,
তবুও—তুমি থেকে যাবে,
একটা অপূর্ণ কবিতার মতো।🌙

আপনাকে আগের মতো ক্যাম্পাস এ দেখি না হয়তো আপনি খুব busy

— A girl who just silently admires… from a little far away.

27/05/2025

ইচ্ছা করে কেউ প্রেমে পড়ে না, ঘটে যায়..!

From: অচেনা কেউTo: Jubayer  hossen - TE সুন মেরে শেহজাদা মে হু তেরা শেহজাদি.... বাহুমে লেকে তুঝে🤭....  আপনাকে নিয়ে লিখতে...
27/05/2025

From: অচেনা কেউ
To: Jubayer hossen - TE
সুন মেরে শেহজাদা মে হু তেরা শেহজাদি.... বাহুমে লেকে তুঝে🤭.... আপনাকে নিয়ে লিখতে গেলে আগা মাথা কিছুই আসে না।
ফেসবুকে দেখে তো রোজ ক্রাশ খাচ্ছি। বাস্তবে আমি আপনাকে প্রথম দেখেছি, শিক্ষার্থী ছাউনির সামনে কৃষ্ণচূড়া গাছের নিচে তখনই ভালো লেগে যায়।।
একা একা কেন ক্লাসে যান? আমাকে সঙ্গী করে নেন ২ জন একসাথে হেটে একাডেমিক বিল্ডিং এ যেতে তো পারি।
জানিনা আপনার কেউ আছে কিনা,থাকলে সব বাদ এখন শুধু আমি।অন্য কাউকে সহ্য হবে না।😒
,জিএফ থাকলে বাদ দিয়ে দেন আমি চাই আপনার সারাজীবনের সঙ্গী হতে

ইতি
আপনার আইডির কেউ একজন...

26/05/2025

অভাব দিলে খোদা এমন ডুপ্লেক্স বাড়ি সহ দিও....!

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when JUST Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share