JUST Crush & Confession

JUST Crush & Confession শরীরের মৃত্যু হলেও ভালোবাসার মৃত্যু নেই প্রেম অমর���

21/10/2025

To:তাসমিয়া আকবর
Department :রসায়ন

প্রিয় তাসমিয়া,প্রথম তোমায় দেখেছিলাম মুকুল মামার দোকানে।প্রথম দেখায় মনের মধ্যে একটা ধাক্কা দেয়। আনমনে কি যেন দেখছিলে বাইরে তাকিয়ে। তারপর হঠাৎ করে চোখের পলকে হারিয়ে গেলে। কিন্তু ওইদিনের পর যে এত দ্রুত আবার দেখতে পাব ভাবিনি।ভাগ্যক্রমে লিফটের ভেতর তোমার দেখা পাই।সেই হরিণের ন্যায় চোখজোড়া আজও ভুলতে পারিনি।কি মনোমুগ্ধকর মৃদু হাসি!বান্ধবীদেরকে বলা ছোট একটি শব্দ এখনো কানে বাজে।আবার তোমাকে এক ঝলক দেখার অপেক্ষায় রইলাম এই অসহায় মানব।

18/10/2025
15/10/2025

লুৎফুজ্জামান বাবর প্রকাশ্যে জনসভায় ঘোষণা দিচ্ছেন ,আগের মতো ধাক্কায়ে জোরকরে পারবেন না বিসিএস রিটেন- এমসিকিও পাশ করলে ভাইবা তিনি পাশ করিয়ে দিবেন।

আগে পুরোটাই করতে পারতেন, এখন অন্তত ভাইবা তিনি দেখবেন।

আহা!!

গরীব মানুষ ভাই 💔
13/10/2025

গরীব মানুষ ভাই 💔

05/10/2025

ছাত্র সংসদ নির্বাচন জাস্ট 🤭

02/10/2025

Father hiding his tears behind his smile 🥺💝

01/10/2025

TO: someone চিনিনা।
- ৩০ তারিখ মঙ্গলবার দুপুর ১:৩০ এর আশেপাশে লাভলী হোটেলে খাবার নিতে আসছিলে।

জানিনা এইটা তুমি দেখবা কিনা! এই রোদে দুপুরে একা খাবার নিতে এসেছো দেখে অনেক খারাপ লাগতেছিলো। মনে হচ্ছিলো বলি আপু টা কে খাবার আগে দেন খালা।! আমাকে বললে আমিই হলের সামনে দিয়ে আসতাম খাবার 🙂👉👈।

তোমারে কেউ মেনশন দিবে না, তুমি ত একা ছিলে। ড্রেসের কালার হাল্কা টিয়া/কচু কালার হবে মে বি কালার চিনিনা।

লাইট মারার কি আছে? অসুস্থ তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি 😂 😂এভাবেই তারামন বিবি হল ও শেখ হাসিনা হল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হ...
01/10/2025

লাইট মারার কি আছে?
অসুস্থ তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি 😂 😂

এভাবেই তারামন বিবি হল ও শেখ হাসিনা হল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

27/09/2025

মাঝে মাঝে একজনের কলিজা এমন করে কাঁটতে ইচ্ছে করে।

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when JUST Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category