JUST Crush & Confession

JUST Crush & Confession শরীরের মৃত্যু হলেও ভালোবাসার মৃত্যু নেই প্রেম অমর���

To: Zakir hossan তোমাকে প্রথম দেখেছিলাম সেন্ট্রাল ফিল্ডে। প্রথম দেখাই নজর আটকে গিয়েছিল তোমার উপর। খুব ইচ্ছে করছিল তোমার...
02/09/2025

To: Zakir hossan

তোমাকে প্রথম দেখেছিলাম সেন্ট্রাল ফিল্ডে। প্রথম দেখাই নজর আটকে গিয়েছিল তোমার উপর। খুব ইচ্ছে করছিল তোমার সাথে কথা বলি। এই অজানা তুমিকে একটু জানার চেষ্টা করি কিন্তু সাহস করে যেতে পারিনি। এরপর কিছুদিন সেন্ট্রাল ফিল্ডের আসে পাশে চলে আনাগোনা কিন্তু তোমার দেখা মিলেনি। মনে বিশ্বাস ছিলো যে তোমার সাথে আবার দেখা হবে আর সেটাই হলো । এবার যখন তোমাকে দেখলাম তুমি বাসে বসে ছিলে আর আনমনে জানালা থেকে কি যেনো দেখছিলে আর আমি তোমাকে দেখছিলাম । তোমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। দূর থেকেই তোমাকে জানিয়ে রাখলাম 😊।জেনে রেখো আমি সবসময় তোমাকে দূর থেকেই দেখে যাব।❤️

To: ইফাত তাজ Department: Physics প্রিয় তুমি আমার স্বপ্নের নীলপরি,তোমার হাসি যেন ফুলের সুবাস ভরি ❤️ইতি তোমার সিনিয়র নিজ...
31/08/2025

To: ইফাত তাজ
Department: Physics
প্রিয় তুমি আমার স্বপ্নের নীলপরি,
তোমার হাসি যেন ফুলের সুবাস ভরি ❤️
ইতি
তোমার সিনিয়র
নিজ বিভাগ

29/08/2025

সভ্য জাতির বৈশিষ্ট্য পিছনে... 🫣🤣

অভ্যুত্থানে কেউ হারায় আর কেউ পায়....
28/08/2025

অভ্যুত্থানে কেউ হারায় আর কেউ পায়....

From:- পরিচিত কেউTo :-  কেমি.পরীDepartment :- Chemical Engineering Session:- 2023-24কখনো কখনো মানুষ হঠাৎ করেই চোখে ধরা দ...
27/08/2025

From:- পরিচিত কেউ
To :- কেমি.পরী
Department :- Chemical Engineering
Session:- 2023-24

কখনো কখনো মানুষ হঠাৎ করেই চোখে ধরা দেয়, আর মনে হয়— হ্যাঁ, এই মানুষটার ভেতর কিছু একটা আলাদা আছে।

তোকে আমি প্রথম দেখেছিলাম ক্যাম্পাসে নবীন বরণে। তুই হাঁটছিলি স্বাভাবিক ভঙ্গিতে, যেন চারপাশের কিছুই তোকে ছুঁতে পারছে না। তারপর তোকে দেখেছি দোকানে বসে চা খেতে। চা বুঝি অনেক পছন্দের? এক কাপ চায়ের সঙ্গী বানাবেন?
জানি, এ দৃশ্যগুলো খুব সাধারণ। কিন্তু, আমার কাছে সেগুলো অদ্ভুতভাবে বিশেষ হয়ে গেছে।

কেন যেন তোকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। অচেনা হয়েও মনে হয়, তোর মধ্যে একধরনের শান্তি লুকানো আছে।
আমি হয়তো কখনো সাহস করে আপনাকে সামনে গিয়ে কিছু বলবো না। কিন্তু, হৃদয়ের ভেতর ছোট্ট একটা জায়গায় আপনি নীরবে জায়গা করে নিয়েছেন।
কখনো আপনি কখনো তুই বেশ ভালো অনুভূতি।
আপনি না জেনেই আমার দিনের সুন্দর একটা অংশ হয়ে উঠেছেন। 🌸

To : রায়হান জামিল সামিন ( ভাইয়া )From : যেদিন দেখা করতে আসবেন, খুঁজে নিয়েন 🌚প্রথমদিন ডিপার্টমেন্টে এসেই দেখি করিডোর দ...
27/08/2025

To : রায়হান জামিল সামিন ( ভাইয়া )
From : যেদিন দেখা করতে আসবেন, খুঁজে নিয়েন 🌚

প্রথমদিন ডিপার্টমেন্টে এসেই দেখি করিডোর দিয়ে বারবার ছোটাছুটি করছেন, এরপর থেকেই আপনার মায়ায় জড়িয়ে গেলাম । এতো এতো মানুষের ভিড়ে কেনো যেনো আপনাকেই শুধু ভালো লেগে গেলো ।
হয়তো সেটা আপনার সুপুরুষ কন্ঠস্বর শুনে, কিংবা দীপ্ত পদক্ষেপে অবিরাম ছুটে চলার ভঙ্গিমা দেখে ।
জানিনা আপনার চোখের কালো চশমা দিয়ে আপনি কোন দুনিয়া দেখেন, আমি তো আমার জগৎ জুড়ে শুধু আপনাকেই দেখি । আপনার হাসির কল্লোলে মুখরিত হয় আমার সকাল সন্ধ্যা ।
অবশেষে শুধু একটাই চাওয়া, একটিবারের জন্যে হলেও আপনার বলিষ্ঠ বাহুতে আমকে আশ্রয় দিয়েন, যদি সেটা ওরিয়েন্টেশন এর নাচের মঞ্চেও হয়, তবে হোক সেটাই ।
জানিনা কি হবে, অনেক সাহস করে সত্যিটা বলেই দিলাম 😭
pyaar kiya, to darna kya ?
অপেক্ষায় রইলাম..😔

সাজিব,সত্যি বলতে কি… আমি তো কখনো ভাবিনি প্রথম দেখাতেই কারও প্রতি এমন অনুভূতি জাগতে পারে। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখলা...
26/08/2025

সাজিব,
সত্যি বলতে কি… আমি তো কখনো ভাবিনি প্রথম দেখাতেই কারও প্রতি এমন অনুভূতি জাগতে পারে। কিন্তু তোমাকে যেদিন প্রথম দেখলাম, সেই দিন থেকে মনটা বারবার তোমার দিকেই ছুটে যায়। তুমি এতটা কিউট আর সহজ-সরল, মনে হয় তুমি যেন আলাদা করে আল্লাহর হাতে বানানো এক টুকরো মাসুমিয়াত। 💖

আমি জানি হয়তো তোমাকে বলার মতো সাহস আমার নেই, কিন্তু বুকের ভেতরের কথা আর লুকাতে পারলাম না। তুমি আমার কাছে সত্যিই বিশেষ—হয়তো তুমি টের পাও না, কিন্তু তোমাকে দেখলেই আমার হাসি নিজের অজান্তেই ফুটে ওঠে।

আমি শুধু এইটুকুই চাই, তুমি যেন সবসময় এভাবেই থেকো… ঠিক প্রথম দিনের মতো।

সাজিব,
ক্লাসে প্রতিদিন তোমাকে দেখলেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। কারও কারও মাঝে এমন একরকম আলাদা ভibes থাকে, যেটা আশেপাশের সবাইকে টেনে নেয়—তুমি ঠিক সেরকমই।

তোমার হাসিটা দেখে মাঝে মাঝে ভাবি, এত সিম্পল হয়েও কেউ কীভাবে এত স্পেশাল হয়ে যায়! কখনোই বলিনি, বলবও না হয়তো সরাসরি… কিন্তু সত্যি বলতে, তুমি যে আমাদের ব্যাচে আছো, এটুকুই যেন বড় সৌভাগ্য মনে হয়।

সবচেয়ে মজার ব্যাপার হলো—ক্লাস যতই বিরক্তিকর হোক না কেন, তোমাকে দেখলেই মনে হয় সময়টা আসলে খারাপ যাচ্ছে না। 🙂

—এক ব্যাচমেট, যার চোখে তুমি সবসময় আলাদা। 🌸

প্রিয় অরবিন্দকি লিখে শুরু করবো বুঝছি না। আপনাকে দেখেলেই আমার সবকিছু মাথা থেকে বেরিয়ে যায়। সারাক্ষন আপনার ভাবনাতে ডুবে  থ...
26/08/2025

প্রিয় অরবিন্দ
কি লিখে শুরু করবো বুঝছি না। আপনাকে দেখেলেই আমার সবকিছু মাথা থেকে বেরিয়ে যায়। সারাক্ষন আপনার ভাবনাতে ডুবে থাকি।মনে হয় সামনাসামনি বলে দেয় আপনি শুধু আমার কিন্তু ভয় হয় যদি কিছু বলেন। আমি আসলে সিউর না আপনার মন অন্য কাউকে দেয়া কিনা। দিয়ে থাকলে সেটা প্লিজ ফিরিয়ে নেন 🥺। আপনি শুধু আমার 😔। জানি বোকা বোকা কথা বলছি কিন্তু আসলেই আমি আপনাকে নিয়ে সারাদিন এইসব ভাবতে থাকি। আপনি অন্য কোনো মেয়ের সাথে নরমাল ভাবে কথা বললেও আমার মন খারাপ লাগে। মনে হয় সোজাসুজি গিয়ে বলি আপনি শুধু আমার 😔। আমাকে কি আপনার মনে একটু জায়গা দেয়া যায় না?
ইতি
হবে কেউ একজন

To: রাজু আহমেদFrom: বলা যাবে না প্রিয় 🥺কি লিখে শুরু করবো বুঝছি না। আপনাকে দেখেলেই আমার সবকিছু মাথা থেকে বেরিয়ে যায়। সারা...
26/08/2025

To: রাজু আহমেদ
From: বলা যাবে না
প্রিয় 🥺
কি লিখে শুরু করবো বুঝছি না। আপনাকে দেখেলেই আমার সবকিছু মাথা থেকে বেরিয়ে যায়। সারাক্ষন আপনার ভাবনাতে ডুবে থাকি।মনে হয় সামনাসামনি বলে দেয় আপনি শুধু আমার কিন্তু ভয় হয় যদি কিছু বলেন। আমি আসলে সিউর না আপনার মন অন্য কাউকে দেয়া কিনা। দিয়ে থাকলে সেটা প্লিজ ফিরিয়ে নেন 🥺। আপনি শুধু আমার 😔। জানি বোকা বোকা কথা বলছি কিন্তু আসলেই আমি আপনাকে নিয়ে সারাদিন এইসব ভাবতে থাকি। আপনি অন্য কোনো মেয়ের সাথে নরমাল ভাবে কথা বললেও আমার মন খারাপ লাগে। মনে হয় সোজাসুজি গিয়ে বলি আপনি শুধু আমার 😔। আমাকে কি আপনার মনে একটু জায়গা দেয়া যায় না?
ইতি
হবে কেউ একজন

23/08/2025

To- বাঙালিয়ানার কিউট ভাইয়াটা😊

আসসালামুয়ালাইকুম। এই যে ভাইয়া আপনি কোথায় হারায়ে যান বলেন তো?
আপনাকে প্রথম দেখি ভর্তি হতে আসার দিন। আপনি বাঙালিয়ানা দোকানে বসে টাকা নিয়েছিলেন। আব্বু আপনার সাথে কথা বলেছিলো। আমাকে‌ও দেখায়েছিলো।
মানে বিশ্ববিদ্যালয়ে প্রথম সিনিয়র হিসেবে আপনাকে চিনলাম। কিন্ত ভয়ে নাম ডিপার্টমেন্ট কি জানতে চাইনি😣
এরপর যখন যাই আপনি আমাকে আর চিনতে পারেননি। খারাপ লেগেছিল 😪।
একটা সত্যি কথা বলি ভাইয়া আপনি না সত্যিই অনেক কিউট আর অনেক সুন্দর করে কথা বলেন💗

ভাইয়া আপনি আমার কাছে পাঁচ টাকা পাইতেন। আমার কাছে খুচরা ছিল না বলে পরে দিতে বলেছিলেন।
এর পর কয়েকদিন গিয়েছি কিন্তু আপনাকে আর দোকানে দেখি না। অন্য কাউকে দিলে তো জানতে পারবেন না ।
আমি কিন্তু আজ টাকা দিয়েছি ঐ পিচ্চি একটা ছেলেকে।

বিঃদ্রঃ বাঙালিয়ানাতে আর খেতে যাবো না যতোদিন না আপনি দোকানে বসবেন। বুজেছেন ভাইয়া🥰

From- প্রথম বর্ষের কেউ 🫣

20/08/2025

Situation rights now in JUST

To : Rizwanul RahadDept: CSEপ্রিয় কবি সাহেব 🌼একটা অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছি আমি। আপনাকে চিনি অনলাইনের মাধ্যমেই। সেই বছর...
19/08/2025

To : Rizwanul Rahad
Dept: CSE

প্রিয় কবি সাহেব 🌼
একটা অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছি আমি। আপনাকে চিনি অনলাইনের মাধ্যমেই। সেই বছর তিন-চারেক আগে। মনে মনে ভালো লেগেছিল,ভেবেছিলাম হয়তো সময়ের সাথে ঘোর কেটে যাবে কিন্তু আমি কিছুতেই তা পারছি না। বর্তমানে তীব্রতা আরও বেড়ে গেছে কয়েক গুণ। আপনার কাছে সরাসরি বলার সাহস নেই। মেয়ে মানুষ হয়ে প্রথম স্টেপ নিতে যথেষ্ট ইতস্তত বোধ করছি। আমি জানি এসবের বয়স পার হয়ে গেছে আমাদের। কিন্তু একবার দেখতে চাই আপনাকে। আপনি যদি কোথাও কমিটেড না থাকেন এবং প্রস্তুত থাকেন,আমি নিজের জীবনের একটা অংশ হিসেবে আপনাকে হালাল ভাবে চাই। আপনার যে ভয় গুলো আছে বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে দেখা,আমি সেগুলোকে কাটিয়ে দিব ইনশাল্লাহ। আপনার উত্তরের আশায় রইলাম। আপনার যাই উত্তর হোক না কেন দয়া করে আমাকে জানাবেন। এই পোস্টে উত্তর দিতে না চাইলে আপনার ইনবক্সে/মেসেজ রিকুয়েষ্টে খুঁজে দেখবেন, হয়তো পেয়ে যাবেন আমাকে।। আপনার মতো সুন্দর গুছিয়ে লিখতে পারি নি কিন্তু আপনাকে পেলে আগলে রাখার দায়িত্ব নিতে চাই। আপনি আমাকে এই অপেক্ষা থেকে মুক্তি পেতে সাহায্য করবেন প্লিজ। আর নিজের খেয়াল রাখবেন।
ইতি-
আপনার স্বল্প পরিচিত কেউ 🌸

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when JUST Crush & Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category