
02/09/2025
To: Zakir hossan
তোমাকে প্রথম দেখেছিলাম সেন্ট্রাল ফিল্ডে। প্রথম দেখাই নজর আটকে গিয়েছিল তোমার উপর। খুব ইচ্ছে করছিল তোমার সাথে কথা বলি। এই অজানা তুমিকে একটু জানার চেষ্টা করি কিন্তু সাহস করে যেতে পারিনি। এরপর কিছুদিন সেন্ট্রাল ফিল্ডের আসে পাশে চলে আনাগোনা কিন্তু তোমার দেখা মিলেনি। মনে বিশ্বাস ছিলো যে তোমার সাথে আবার দেখা হবে আর সেটাই হলো । এবার যখন তোমাকে দেখলাম তুমি বাসে বসে ছিলে আর আনমনে জানালা থেকে কি যেনো দেখছিলে আর আমি তোমাকে দেখছিলাম । তোমার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। দূর থেকেই তোমাকে জানিয়ে রাখলাম 😊।জেনে রেখো আমি সবসময় তোমাকে দূর থেকেই দেখে যাব।❤️