21/10/2025
To:তাসমিয়া আকবর
Department :রসায়ন
প্রিয় তাসমিয়া,প্রথম তোমায় দেখেছিলাম মুকুল মামার দোকানে।প্রথম দেখায় মনের মধ্যে একটা ধাক্কা দেয়। আনমনে কি যেন দেখছিলে বাইরে তাকিয়ে। তারপর হঠাৎ করে চোখের পলকে হারিয়ে গেলে। কিন্তু ওইদিনের পর যে এত দ্রুত আবার দেখতে পাব ভাবিনি।ভাগ্যক্রমে লিফটের ভেতর তোমার দেখা পাই।সেই হরিণের ন্যায় চোখজোড়া আজও ভুলতে পারিনি।কি মনোমুগ্ধকর মৃদু হাসি!বান্ধবীদেরকে বলা ছোট একটি শব্দ এখনো কানে বাজে।আবার তোমাকে এক ঝলক দেখার অপেক্ষায় রইলাম এই অসহায় মানব।