30/08/2025
ঝিলিক এর ঘটনা টা নিয়ে,,,,
আপনারা সামান্য ভিউজ ও লাইকের জন্য আর কত ফেক নিউজ ছড়াবেন,,,, ❓
ঘটনার মূল বিষয় : 👇👇👇
আমার বড় জা'র চারটি মেয়ে,বড় দুইটা মেয়ের বিয়ে হয়ে গেছে বড় মেয়ের নাম মারিয়া বয়স আনুমানিক (১৯/২০) হবে আর মেজে মেয়ের নাম সারিয়া বয়স (১৭/১৮) হবে এবং তারা শুশুর বাড়ি থাকে।
আর ছোট দুই টা মেয়ে একজনের নাম সফিয়া বয়স আনুমানিক ৪ বছর আর একজনের নাম আফিয়া বয়স ৮/৯ মাস।
আমার বড় জা ২০২২ সালে কিস্তিতে একটা ৩২" টিভি কিনবে বলে ওনার দেওর মানে আমার হ্যাজবেন্ড রে বলছিলো এবং আমার হ্যাজবেন্ড বললো আমার একটা পরিচিত শোরুম আছে কিস্তিতে টিভি দেয় এবং সেখান থেকে টিভি কিনে দিলো ৮ মাসের কিস্তিতে আর টিভির অরেন্টি ১ বছর।
এখন ২০২৪ সালে এসে টিভির এক কোনায় গোল করে কালো হয়ে যায় তারপর এখান থেকে ৯/১০ মাস আগে আমার হ্যাজবেন্ড রে বলে অরেন্টি দিয়ে ঠিক করে আনতে কিন্তুু টিভির অরেন্টি তো শেষ। এখন শোরুম লোক বললো ঠিক করতে ২৫০০ টাকা লাগবে। এখন আমার জা ২৫০০ টাকা দেয় ও না টিভি ও ঠিক করে না সেই সময় থেকে ওই মহিলা শোরুমে ফোন না দিয়ে পড়েপড়ে শুধু আমার হ্যাজবেন্ড এর কাছে ফোন দিয়ে ডিস্টার্ব করে।
এইখান থেকে ১ মাস আগে আমার হ্যাজবেন্ড আবার আমার জা'র কাছ থেকে ৫০০০ টাকা ধার নেয় এবং এর ভিতরে আমার কাছেও ৪০০ টাকা পেতো একটা রাজহাস কিনছিলাম তার জন্য।
তারপর ৩০০০ টাকা শোধ করে আর বাকি ২০০০ টাকা আমার কাছে পেতো ৪০০ টাকা আমার নিজের কাছ থেকে ১০০ বেশি দিয়ে টিভির শোরুমে দিয়ে দিয়।
এই ২৩.০৮.২৫ তারিখে ওই মহিলা মানে আমার জা আমাদের বাসার ভিতরে এসে আমার হ্যাজবেন্ডের গালাগালি দিয়ে বলে আমার টিভি কবে এনে দিবি, আমি ঘরের জানালা দিয়ে বলছি ওই মহিলা তোমার এতো গালাগালি দিয়ে কথা বলে তুমি কিছু বলো না কেনো
শুধু আমি এতো টুকু কথা বলেছি অমনি দৌড়িয়ে আমার চুল ধরে মার শুরু করে দিয়েছে, আমার হ্যাজবেন্ড থামিয়ে দিয়ে ঘর থেকে বাহির করে দিছে। তারপর থেকে এমন এমন গালাগালি শুরু করছে সেইসব গালাগালি আমি জিবনে কখনো শুনিনাই।
তারপর দুই মেয়ে জামাইয়ের কাছে ফোন দিয়ে আসতে বলে আমায় মারবে তার জন্য। মেঝে জামাই টা ভালো জামেলা পছন্দ করে না তাই মেঝের আসতে দেয়নি।
কিন্তুু ওই মহিলার বড় জামাই বাজে লোক, মারিয়ার পাঠিয়ে দিছে আর বলে দিছে মার দিয়ে তারপর বাড়ি আসবি তারপর ওই মারিয়া আর মারিয়ার মা, মানে আমার জা বাড়ি পড়ে এসে আমার গালাগালি আর মারার জন্য গেটে এসে হুমকি দিচ্ছে।
আমার শাশুড়ি তারাতাড়ি গেটে তালা মেরে রাখছে যাতে ঘরে না ঢুকতে পারে।আমার হ্যাজবেন্ড ছিলো বাজারে গ্যাঞ্জামের ভয়ে আমি নিষেধ করছি বাড়িতে না আসে ,আর এই দিকেওরা দুই জন মা-মেয়ে ওই বিকাল থেকে শুরু করে রাত ৮/৯ পযন্ত গালাগালি করেছে।বাড়ির উপরে এসে।
আর একটা ঘটনা বলি এখান থেকে ১ বছর মরিয়ার শশুর বাড়ি থেকে ঝামেলা করে বাপের বাড়ি আসে,
এসে আমার বাড়ি থেকে সাবান,শ্যাম্পু,লৌশন এবং কসমেটিক চুরি করে নিয়ে যেতো।এটা আমার শাশুড়ী কাছে বিচার দিছিলাম ,আমি নিজেও কিছু বলি নাই। সেই থেকে আমাকে আর দেখতে পারে না মারিয়া। সেই থেকে আমার উপর ক্ষোভ ছিলো।
এবার বলি ২৪.০৮.২৫ তারিখে কিভাবে আমাকে হত্যা করার চেষ্ঠা করে ছিলো,এইদিন সকাল থেকে আমাকে গালাগালি করছে আর আমাকে বলছে দেখ ও মা.... কখন বের ওর মেরে ফেলবো তাতে আমার ৫/৬ লাখ টাকা যায় যাক,
এবং আমাকে আরো হুমকি দিছে কালো জাদু করে মের ফেলবো।
দুপুর ১২.০০ টার সময় জা'র সেজে মেয়ে সাফিয়া কাঁদা পায়ে ঘরে উটছিলো,
আমি শুধু বলছিলাম এই সাফিয়া ঘরে উঠিস না পায়ে কাঁদা, জা'র বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি মাঝ একটা পাচিল আছে।
তারপর দুপুর ১২.২৮ মিনিটে আমি রান্না করছিলার শাশুড়ী দরকারী কাজে এলাকার বাইরে গিয়ে ছিলো,আমার হ্যাজবেন্ড ছিলো ঘরের ভিতরে,
আমার শুশুর মাঠের কাজে গিয়েছিলো কেবল বাসায় এসে দাঁড়িয়েছে। আমাদের বাড়ি এসে মারিয়া বলে দাদা সাফিয়ার ঘরে উটতে নিষেধ করলো কেনো,
গালাগালি দিয়ে বলছে ও নিষেধ করার কিডা,গালি দিয়ে বলছে ওর বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে নাকি,ও মানা করলো কেনো।
এসব কথা শুনে আমার হ্যাজবেন্ড ঘর থেকে বের হয়ে এসে বলে, তুই শুশুর বাড়ি এখানে দালালি করছিস কেনো,তখন আমার হ্যাজবেন্ডের কোনো পাত্তা না দিয়ে আমাকে উল্টা পাল্টা গালি দিয়ে আমার দিকে এগিয়ে আসছে,
শেষ মেষ আমি সয্য করতে না পেরে গালি দিয়ে বললাম তুই বাপের বাড়ি থেকে এসে ঝামেলা করছিস কেনো।অমনি মারিয়া দৌড়ে এসে আমাকে চুল ধরে মারতে লাগলো।
সেই মুহূর্তে মারিয়ার মা দৌড়ে এসে আমাকে লাথি মারে। এবং আমার হ্যাজবেন্ড আর শশুর মারিয়ার মা'র থেকাতে লাগলো, কিন্তুু থামাতে পারছিলো না,
এই দিকে মারিয়া আমার চুল ধরে আমার হাত থেকে রান্নার করার খুন্তী নিয়ে আমাকে খোঁচেতে খোঁচাতে যখম করে দিছে। তারপর পাশে চিলো বিচোলী কাটার বটি সেটা হাতে নিচে আমাকে শেষ করার জন্য। এইদিকে মারিয়ার মা দৌড়ে গিছে দ্যা আনতে
যখন এসব কাহিনি দেখে আমার স্বামী রেগে গেছে তখনি এলাকার লোকজন এসে আমার স্বামীকে জড়িয়ে ধরে রাখলো এবং আমাকে পর্যন্ত আসতে দিলো না,
তারপর এলাকায় লোকজন এসে মারিয়া ছাড়িয়ে নিয়ে গেলো।
তারপর আর কি বলবো, তারপরের কাহিনি তো ভিডিও তে দেখলেন