Dainik Jashore । দৈনিক যশোর

  • Home
  • Dainik Jashore । দৈনিক যশোর

Dainik Jashore । দৈনিক যশোর (সত্যের সন্ধানে) ।। দৈনিক যশোর । । যশোরের সব থেকে পুরাতন পত্রিকা।

যশোরের পলাতক সাবেক এমপি রণজিত কুমার রায়েরআদালতের জব্দকৃত সম্পদ বিক্রি হচ্ছে দেদারচ্ছে !!!যশোর অফিস : যশোর ৪ আসনের সাবেক ...
22/09/2025

যশোরের পলাতক সাবেক এমপি রণজিত কুমার রায়ের
আদালতের জব্দকৃত সম্পদ বিক্রি হচ্ছে দেদারচ্ছে !!!

যশোর অফিস : যশোর ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাঘাড়পাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রণজিত কুমার রায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে উপার্জিত কোটি কোটি টাকার সম্পদ বর্তমান
সরকার জব্দ করলেও তা গোপনে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি রণজিত রায়ের ছেলে পলাতক
রাজিব কুমার রায় নিজ মালিকানাধীন তিনটি ট্রাক বিক্রি করেছেন। আহাদ পার্সেল এন্ড কুরিয়ার
সার্ভিস নামের প্রতিষ্ঠানটি ৫০ লাখ টাকা মূল্যে এই তিনটি ট্রাক ক্রয় করেছে। আহাদ পার্সেল এন্ড
কুরিয়ার সার্ভিসের সত্ত্বাধিকারী আহাদ আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, যশোর ৪ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত কুমার রায়, তার স্ত্রী
নিয়তি রানী রায়, ছেলে রাজীব কুমার রায় ও সজিব কুমার রায়ের নামে থাকা ৪টি ফ্লাট, ২টি বাড়ি,
৩টি ট্রাক, ৬০টি দোকানসহ ৭৯ দশমিক ৬২ বিঘা জমি ও ১৩৭টি ব্যাংক হিসাবে থাকা ২ কোটি ৭৮
লাখ ৭৩ হাজার ৬৬৭ টাকা ও জনতা ব্যাংক যশোরের জেসটাওয়ার শাখাসহ বিভিন্ন ব্যাংকের লকারে থাকা
প্রায় সাড়ে ৬শ’ ভরি স্বর্ণালংকার অবরুদ্ধের আদেশ দেন ঢাকার একটি আদালত। কিন্তু আদালতের সেই রায়
মানা হচ্ছে না। আদালতের কাগুজে রায়কে তোয়াক্কা না করে রনজতি রায় ও তার সন্তানরা তাদের বৈধ অবৈধ সব
সম্পত্তি গোপনে বিক্রি করে দিচ্ছে। অথবা ব্যাংকের বিভিন্ন একাউন্টস ও লকার থেকে টাকা সোনা
তুলে নিয়ে তাদের সেকেন্ড হোম ভারতে নিয়ে যাচ্ছে।
সাবেক সংসদ সদস্য রণজিত কুমার রায়ের বিরুদ্ধে অবৈধভাবে উপার্জিত অর্থ দিয়ে যশোর উপশহরে
১৩৫৬ বর্গফুটের ২টি ফ্লাট ও যশোর শহরে ১২২৪ বর্গফুটের আরও ২টি ফ্লাট, চার ও তিন তলার ২টি
বাড়ি, ৩টি ট্রাক, অভয়নগর উপজেলায় ৬ হাজার ৬ বর্গফুটের নির্মাণাধীন ৬০টি দোকান ও ৭৯ দশমিক
৬২ বিঘা জমি অর্জনের অভিযোগ ওঠে।
এসব জমির মধ্যে রনজিত কুমার রায়ের নামে রয়েছে ৩১ দশমিক ৪৮ বিঘা, তার স্ত্রীর নামে রয়েছে ১ দশমিক
৭৫ বিঘা ও তাদের সন্তানদের নামে রয়েছে ৪৬ দশমিক ৩৯ বিঘা জমি। এসব জমির মোট দলিল মূল্য ১৭
কোটি ১ লাখ ৫৮ হাজার ১৫০ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে রণজিত কুমার রায়ের ২৫টি ব্যাংক হিসাবে ৭১ লাখ ৪১ হাজার ৩৭৮ টাকা, তার স্ত্রীর
২১টি ব্যাংক হিসাবে ৬৫ লাখ ৮৫ হাজার ৮৬ টাকা ও ৩শ’ ভরি স্বর্ণালংকার, তাদের সন্তান রাজীব কুমারের
৪৪টি ব্যাংক হিসাবে ৬৮ লাখ ৭ হাজার ৬০২ টাকা ও সাড়ে ৩শ’ ভরি স্বর্ণালংকার, তার নিয়তি ট্রেডে
আছে ১৪ হাজার ৩০১ টাকা, রাজীবের স্ত্রী রিশিতা সাহার ২০টি ব্যাংক হিসাবে ৪০ লাখ ৭ হাজার ৯৮৪
টাকা, রণজিতের ছেলে সজীব কুমারের ১২টি ব্যাংক হিসাবে ৫ লাখ ৬০ হাজার ৬৪ টাকা ও সজীবের স্ত্রী
অনিন্দিতা মালাকার পিউর ব্যাংক হিসাবে ২৭ লাখ ৫৭ হাজার ২৫২ টাকা রয়েছে। ইতিমধ্যে ঢাকার
একটি আদালত এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং বিভিন্ন ব্যাংকে জমাকৃত টাকা ও স্বর্ণালংকার জব্দ
করলেও তা আর সরকারের আয়ত্ত্বে থাকছে না। এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যাংকের
ম্যানেজার বলেছেন, আদালত রনজিত রায় ও তার পরিবারের সদস্যদের ব্যাংক একাউন্ট জব্দ করেছে কিনা তার
কোন চিঠি বা আদেশ আমরা পাইনি। যে কারনে চেক দিলেই আমরা টাকা দিতে বাধ্য।
আদালত কতৃর্ক জব্দকৃত এসব সম্পত্তির মধ্যে সম্প্রতি রণজিত কুমার রায়ের ছেলে রাজিব রায় আহাদ
পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাছে ৫০ লাখ টাকা মূল্যে তিনটি ট্রাক বিক্রি করে দিয়েছেন। ট্রাক
৩টির নম্বর হলো যশোর-ট ১১-৬০৮২, যশোর-ট-১১-৩৮৫৪ ও ঢাকা মেট্রো -ড-২০-৩৩৯৯ । ট্রাক ৩টি
বিক্রির ক্ষেত্রে রণজিত কুমার রায়ের পালিত ছেলে দুর্গা নাথ রাজিব রায়কে সহযোগিতা করেছেন বলে
অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পালিত ছেলে দুর্গা নাথ পলাতক রাজির রায়ের স্বাক্ষরিত চেক দিয়ে
বিভিন্ন ব্যাংকের হিসার থেকে জমাকৃত টাকা তুলে তা ভারতে অবস্থানরত রাজিব রায়ের কাছে
পাঠাচ্ছেন। একই ভাবে সাবেক এমপি রনজিত কুমার রায়, নিয়তি রানী রায়, সজীব কুমার রায় ও তাদের দুই
ভাইয়ের স্ক্রীদ্বয়ের স্বাক্সরিত চেক দিয়ে প্রতি নিয়ত বিভিন্ন ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে
নিচ্ছেন। এছাড়া রাজির রায় ও তার মায়ের ব্যাংকের লকার থেকেও স্বর্ণালংকার তুলে নেওয়ার ঘটনা ঘটেছে
বলে বিশ^স্ত একাধিক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া প্রতি মাসে জব্দকৃত বাড়ি, ফ্লাট ও দোকান থেকে
ভাড়া আদায় করছেন দূর্গা নাথ। এছাড়া সম্প্রতি যশোরের বাঘারপাড়ায় ও অভয়নগরের তিনটি মৌজার
১২ বিঘা ২০ শতক জমি বিক্রয় করে সমুদয় টাকা রনজিত কুমার রায়ের কাছে পাঠিয়েছেন এই দূর্গা
নাথ। কথা উঠেছে সাবেক এমপি রনজিত কুমার রায় ও তার স্ত্রী, ২ ছেলে ও চেলেদের বউ সকলেই পালিয়ে
ভারতে অবস্থান করলেও কিভাবে তাদের নামে থাকা জমি বিক্রি হচ্ছে তা বোধগম্য নয়। আর আদালদের
নিষেধাজ্ঞা থাকা সত্বেও এসব সম্পত্তি কিভাবে হাতবদল হচ্ছে তা নিয়ে রীতিমতো বিশ^য় প্রকাশ
করেছেন যশোর বারের একাধিক আইনজীবী।
তাছাড়া এই দূর্গা নাথ রণজিত কুমার রায় ও তার পরিবারের সদস্যদের পালিয়ে যেতেও সহযোগিতা
করেছেন বলে ব্যাপক অভিযোগ রয়েছে। এদিকে সরকারি জব্দকৃত সম্পত্তি বিক্রয়ে কোনো বাঁধা নিষেধ
মানা হচ্ছে না ও যথেচ্ছা ভাড়া দিয়ে আদায় করা হচ্ছে অর্থ।
এ ব্যাপারে রণজিত কুমার রায় ও তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে তাদের
কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পালিত ছেলে দুর্গা নাথের সাথে শহরের বারান্দি নাথ পাড়ায় যেয়ে
যোগাযোগ করলে তিনি বলেন, আইন মেনেই সব চলছে। এর বেশি কিছু তিনি বলতে চাননি

যশোরে গণঅধিকার পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরঅর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান...বিল্লাল হুসাইন : আজ ২২ শে সেপ্টেম্বর ২...
22/09/2025

যশোরে গণঅধিকার পরিষদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান..
.

বিল্লাল হুসাইন : আজ ২২ শে সেপ্টেম্বর ২০২৫ রোজ সোমবার যশোর প্রেসক্লাবে আনুষ্ঠানিক ভাবে গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ও গণঅধিকার পরিষদ, যশোর জেলা সভাপতি এবিএম আশিকুর রহমানের হাতে ফুল দিয়ে গণঅধিকার পরিষদে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মোর্শেদের নেতৃত্বে অর্ধ শতাধিক নেতাকর্মী।এনসিপির যুব সংগঠন জাতীয় যুব শক্তি,যশোরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে আট জন জেলা পদধারী নেতা । এসময় গণঅধিকার পরিষদ থেকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ যশোর কেন্দ্রীয় প্রচার সম্পাদক জিএম রাজু , জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ন কবির (মুরাদ), শ্রমিক অধিকার পরিষদের, যশোর জেলার সিনিয়র সহ-সভাপতি, আসাদুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক, তারেক হোসেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শাবুদ্দিন শান্ত প্রমুখ।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Jashore, GonoAdhikarParishad, StudentPolitics, PoliticalNews, BangladeshPolitics, StudentMovement, Leadership, YouthPolitics, OrganizationalStrength, JesinaMorshed, AshiqIqbal, ABMAshiqurRahman, NationalYouthShokti, ShramikAdhikarParishad, JashoreNews, BangladeshUpdates, PressClubJashore

যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি: চার আসামি গ্রেফতার, হ্যান্ডকাপ-ওয়াকি-টকি উদ্ধার..যশোর অফিস : যশোরে পুলিশ পরিচয়ে সংঘটিত...
22/09/2025

যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি: চার আসামি গ্রেফতার, হ্যান্ডকাপ-ওয়াকি-টকি উদ্ধার..


যশোর অফিস : যশোরে পুলিশ পরিচয়ে সংঘটিত আলোচিত স্বর্ণ ডাকাতি মামলায় চারজন আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত হ্যান্ডকাপ, ওয়াকি-টকি, কসটেপ ও একটি প্রাইভেটকারসহ লুণ্ঠিত সোনার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেছেন,গত ১৪ জুলাই সকালে যশোর শহরের রাজারহাট রেলক্রসিং এলাকায় প্রাইভেটকারে বাধা দিয়ে পুলিশ পরিচয়ে কয়েকজন সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু ও কর্মচারী রাসেল গাজীকে চোখ বেঁধে হাতকড়া পরায়। পরে তাদের কাছ থেকে ১৯ ভরি ৮ আনা স্বর্ণালংকার, নগদ ২৬ হাজার টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ডাকাতরা। পরে ভুক্তভোগীদের মনিরামপুর উপজেলার ট্যাংরাখালী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। পরে যশোর কোতোয়ালি ও যশোর ডিবি পুলিশের যৌথ উদ্যোগে তদন্ত নামেন পুলিশ সদস্যরা।

তদন্তে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়। এরপর ২০ সেপ্টেম্বর রাতে ঢাকার তাঁতীবাজারের হাজী মার্কেট এলাকা থেকে দুই আসামি মো. উজ্জল হোসেন ও মো. নিশান হোসেনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি মতে তাদের কাছ থেকে ৫ ভরি ১১ আনা গলানো স্বর্ণালংকার (মূল্য প্রায় ১০ লাখ ১ হাজার টাকা) উদ্ধার করা হয়।

পরে তাদের তথ্যের ভিত্তিতে ওই রাতেই যশোর শহরের চাঁচড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে আরও দুই সহযোগী রতন শেখ ও মুসাব্বির হোসেন টুটুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৮০৫৭), একটি জোড়া স্টিলের হ্যান্ডকাপ, দুইটি ওয়াকি-টকি (BAOFENG লেখা) এবং দুইটি কসটেপ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসামি নিশান হোসনের বিরুদ্ধে খুন, ডাকাতি, অস্ত্র ও ধর্ষণসহ ১৮টি মামলা রয়েছে। অপর আসামি উজ্জল হোসনের বিরুদ্ধেও চারটি মামলা রয়েছে। তারা দুজনই এলাকায় চিহ্নিত ডাকাত ও সন্ত্রাসী। অন্য আসামিরা হচ্ছে, শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকার নিশান (২৫),শার্শা উপজেলার গাজী পাড়া গ্রামের উজ্জ্বল হোসেন (১৯),যশোর শহরের খড়কি বামন পাড়া এলাকার রতন শেখ (৪৫), যশোর সদরের পোলেরহাট তফসি ডাঙ্গা এলাকার মুসাব্বির হোসেন টুটুল (২১)।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা বলেছেন, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Jashore, Police, GoldRobbery, CrimeNews, BangladeshCrime, DBCID, LawAndOrder, PoliceOperation, Arrested, Handcuff, WalkieTalkie, PrivateCar, StolenGold, DBPolice, KotwaliThana, BangladeshUpdates, CriminalArrest, NotoriousCriminals, RobberyCase, JashoreNews, LocalNews

কাজী এনামকে যশোর ক্রীড়া সংস্থা থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ...যশোর অফিস : বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশ...
22/09/2025

কাজী এনামকে যশোর ক্রীড়া সংস্থা থেকে অপসারণের দাবিতে মানববন্ধন ...

যশোর অফিস : বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অডহক কমিটি থেকে অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার ক্রীড়া সংগঠকদের উদ্যোগে রোববার সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে শতাধিক ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়বৃন্দ অংশ নেন। এসময় মানববন্ধন থেকে ক্রীড়া সংগঠকরা বলেন, ছয় মাস আগে যশোর ক্রীড়া সংস্থার ৭ সদস্যের অ্যাডহক কমিটি ঘোষণা করা হয় এর গত ১১ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি পুনর্গঠন করা হয়। ওই কমিটিতে ক্রীড়া সংগঠক শ্রীনিবাস হালদারের স্থলে বিসিবির সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের পলাতক নেতা যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই। শেখ হাসিনা সরকার আমলে এমপি ভাইয়ের তদ্বিরে যশোরের প্রতিনিধি হয়ে পরপর দুই মেয়াদে বিসিবির পরিচালকের দায়িত্ব পান তিনি। আসন্ন বিসিবি নির্বাচনে ভোটার হওয়ার সুযোগ নিতেই ইনাম ‘বিশেষ উপায়ে’ অ্যাডহক কমিটির পদ বাগিয়ে নিয়েছেন।

তারা আরো বলেন, জাতীয় ক্রীড়া পরিষদে ফ্যাসিস্টের দোসররা এখনও বিদ্যমান। তারাই অন্যায়ভাবে কলকাঠি নাড়ছেন। ফলে অনতিবিলম্বে কাজী এনামকে অপসারণ করতে হবে অন্যথায় যশোর ক্রীড়াঙ্গনের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুশিয়ারি দেন তারা।

dainikjashore, BreakingNews, BangladeshNews, Jashore, SportsNews, HumanChain, Protest, KaziEnam, JashoreSports, BangladeshSports, SportsCommittee, AdhocCommittee, NationalSportsCouncil, BCB, BangladeshCricket, SportsOrganizers, JashoreNews, LocalNews, SportsUpdate, ProtestInJashore, SportsPolitics, CricketBangladesh, BangladeshUpdates

যশোরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, বনফুলে ৫০ হাজার টাকা জরিমানা..যশোর অফিস : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধি...
22/09/2025

যশোরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, বনফুলে ৫০ হাজার টাকা জরিমানা..

যশোর অফিস : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের তত্ত্বাবধানে শহরের দড়াটানা মোড়ে বনফুল এন্ড কোং মিষ্টির দোকানে বিশেষ অভিযানে রোববার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চলা এ অভিযানে প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে রাখা দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উল্লেখ না থাকার পাশাপাশি আমদানিকারকের সীল স্টিকার ছাড়া ভারতীয় চকলেট বিক্রি করতে দেখা যায়। এছাড়া ফ্রিজে খোলা অবস্থায় মাংস ও দই রাখা এবং বিক্রিত মিষ্টির কোনো মেয়াদ দেখাতে না পারার কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় জেলা পুলিশের একটি টিম ও কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোর শাখার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Jashore, ConsumerRights, FoodSafety, Banoful, Fine, BangladeshLaw, FoodInspection, NewsUpdate, LocalNews, FoodQuality, ConsumerProtection, LawEnforcement, BangladeshUpdates, FoodStandards, HealthSafety, ConsumerAwareness, BusinessRegulation

কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ..মাসুদ রানা,মোংলা : মোংলা ও পিরোজপুর  ...
22/09/2025

কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ..

মাসুদ রানা,মোংলা : মোংলা ও পিরোজপুর কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং চোরাইকৃত মালামালসহ বোট জব্দ করেছে।
সোমবার ২২ সেপ্টম্বর দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ সোমবার সকাল ৬ টায় কোস্ট গার্ড স্টেশন সুপতি, কচিখালী ও পুলিশের সমন্বয়ে পিরোজপুরের মঠবাড়িয়া থানাধীন খেতাছিড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
অপরদিকে, সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হারবাড়িয়া কর্তৃক মোংলার সাইলো সংলগ্ন কাঠাখাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত ফাইবার বোট তল্লাশি করে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ২০ লক্ষ ৪৫ হাজার ৮৫ টাকা মূল্যের ২ হাজার ২ শত ২০ লিটার পোড়া মবিল, ১ টি ইলেকট্রনিক মোটর, ৩ বস্তা মুরলি প্রিমিয়াম টি-কফি মিক্স, ৬ বান্ডিল ওয়্যার রোপসহ চোরাইকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।
অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারী ও চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও বোটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Mongla, Pirojpur, CoastGuard, WeaponsRecovery, Smuggling, IllegalTrade, BangladeshSecurity, CrimeControl, CoastGuardOperation, LawEnforcement, ArmsAndAmmunition, BangladeshUpdates, LocalNews, NewsUpdate, BangladeshCrimeNews, BorderSecurity, SmugglingBangladesh

তালায় বিবাহের প্রলোভনে তরুণীকে ধর্ষণকারী শামীম গ্রেফতার..এস এম মোতাহিরুল হক শাহিন ভ্রাম্যমাণ, প্রতিনিধি, তালা, সাতক্ষীরা...
22/09/2025

তালায় বিবাহের প্রলোভনে তরুণীকে ধর্ষণকারী শামীম গ্রেফতার..

এস এম মোতাহিরুল হক শাহিন ভ্রাম্যমাণ, প্রতিনিধি, তালা, সাতক্ষীরা : বিবাহের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের গুচ্ছগ্রামের শামীম হোসেন (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে খলিলনগর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শহর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভুক্তভোগী তরুণী রবিবার তালা থানায় মামলা দায়ের করেন। মামলার পর রাতেই পুলিশ শামীমকে আটক করে এবং সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এজাহারে উল্লেখ করা হয়েছে, বিবাহের আশ্বাসে দীর্ঘদিন ধরে তরুণীকে ধর্ষণ করে আসছিল শামীম। বর্তমানে ভুক্তভোগী চার মাসের অন্তঃসত্ত্বা। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন জানান, মামলার ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Satkhira, Tala, CrimeNews, RapeCase, MarriagePromise, PoliceAction, JusticeForVictim, CourtUpdate, LocalNews, WomenRights, ViolenceAgainstWomen, BangladeshCrimeNews, LawAndOrder, NewsUpdate

কেশবপুরে পরীক্ষার খাতায় কম নম্বরের কথা জানতে চাওয়ায় স্কুলছাত্রকে মারপিট..এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের ...
22/09/2025

কেশবপুরে পরীক্ষার খাতায় কম নম্বরের কথা
জানতে চাওয়ায় স্কুলছাত্রকে মারপিট..

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে বিজ্ঞান পরীক্ষার খাতায় নম্বর কম পাওয়ার বিষয়ে জানতে চাওয়ায় প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুলছাত্রকে মারপিট করার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দশকাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। সোমবার ঘটনা উল্লেখ করে ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়াসহ শিক্ষা অফিসকে অবগত করা হয়েছে।
অভিযোগ ও স্কুলছাত্রের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রোববার দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার বিজ্ঞান বিষয়ের খাতা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়। এতে পাঁচ রোল নম্বরধারী রোহান শেখের খাতায় ৪৯ নম্বর দেওয়া হয়েছে। ফলে শ্রেণী কক্ষে সে সংশ্লিষ্ট শিক্ষক চিন্ময় সরকারের কাছে সব প্রশ্নের উত্তর লেখার পরও এত কম নম্বর পাওয়ার বিষয়ে জানতে চায়। সাথে সাথেই শিক্ষক চিন্ময় সরকার তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট শুরু করে। লাঠি ভেঙ্গে যাওয়ায় ওই শিক্ষক রোহানের মুখের দুই চোয়ালে থাপ্পড় মারতে থাকে। এতে সে মারাত্মকভাবে আহত হয়।
স্কুলছাত্র রোহান শেখের বাবা রমি শেখ বলেন, আমার ছেলেকে ডাক্তার না দেখিয়ে ও বাড়িতে যেতে না দিয়ে আহত অবস্থায় তাকে বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৪ ঘন্টা বিদ্যালয়ের অফিস কক্ষে আটকে রাখা হয়। পরে বিষয়টি জানতে পেরে বিদ্যালয় ছুটির আগমুহুর্তে রোহানকে আনা হলে তার বামপাশের চোয়ালে, মাথায় ও পিঠে জখমের চিহ্ন দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেয়ে চিকিৎসা করানো হয়। আমার ছেলেকে এভাবে মারপিট করার কারণে বিদ্যালয়ের শিক্ষক চিন্ময় সরকারের বিচার চাই। একই সঙ্গে চিকিৎসা না দিয়ে আহত অবস্থায় তাকে বিদ্যালয়ে আটকে রাখার জন্য প্রধান শিক্ষক দীন মোহাম্মদেরও বিচার চাচ্ছি।
উপজেলার দশকাহুনিয়া গ্রামের শামীম শেখ জানান, শিক্ষক চিন্ময় সরকার এর আগেও একই গ্রামের আব্দুল খালেকের পুতা ও হাফিজুরের মেয়েকে মেরে আহত করেছে। তার বিরুদ্ধে আরও বিতর্কিত কর্মকান্ডের অভিযোগ আছে।
অভিযোগের বিষয়ে শিক্ষক চিন্ময় সরকারের কাছে যোগাযোগ করা হলে মুঠোফোন বন্ধ করে রাখায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
দশকাহুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ বলেন, রোহানকে মারপিটের কারণে উপজেলা শিক্ষা অফিস থেকে সহকারী শিক্ষক চিন্ময় সরকারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার সন্তোষ মন্ডল বলেন, ওই স্কুলছাত্রের বাবার কাছ থেকে অভিযোগ পেয়েই শিক্ষক চিন্ময় সরকারকে তিন কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Jessore, Keshabpur, SchoolNews, StudentAbuse, Education, ViolenceInSchool, PrimarySchool, ChildRights, TeacherPunishment, StudentRights, BangladeshEducation, LocalNews, EducationSystem, StudentBeaten, JessoreNews, NewsUpdate, ChildAbuse

বেনাপোল দিয়ে বাংলাদেশি এক নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত.. বেনাপোল থেকে এনামুল হকঃ  ভারতে অবৈধভাবে অবস্থানে...
21/09/2025

বেনাপোল দিয়ে বাংলাদেশি এক নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত..

বেনাপোল থেকে এনামুল হকঃ ভারতে অবৈধভাবে অবস্থানের দায়ে সাজাভোগ শেষে এক বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর ) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা ব্যক্তি হলেন— মোঃ শাকির আহমেদ (৪৯), পিতা- মোঃ ছানাফ মিয়া, গ্রাম- দক্ষিণ কাঞ্চনা, ডাকঘর- জোতপুকুরিয়া, উপজেলা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম।
ইমিগ্রেশন সূত্র জানায়, শাকির আহমেদ অবৈধভাবে দালালের সহায়তায় গত ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সালে ভারতে প্রবেশ করে চেন্নাইয়ে অবস্থান করেন। পরে ২০ মার্চ চেন্নাই পুলিশ তাকে আটক করে এবং আদালতের রায়ে তাকে ৬ মাসের সাজা দেওয়া হয়। তিনি চেন্নাই সেন্ট্রাল কারাগারে ওই সাজা ভোগ করেন।
আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। থানা কর্তৃপক্ষ জানান, প্রক্রিয়া শেষে ওই বাংলাদেশিকে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার সংস্থার নিকট হস্তান্তর করা হবে।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Benapole, TravelPermit, Immigration, BangladeshiCitizen, Chennai, Petrapole, IndiaBangladeshBorder, Jessore, BorderNews, InternationalNews, Repatriation, IllegalStay, CourtVerdict, PrisonSentence, JusticeAndCare, Chittagong, Satkania

বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলে নিতে হুমকির অভিযোগ.. জেলা প্রতিনিধি  যশোর : যশোরের শার্শায় জোর করে একটি পেট্রোল...
21/09/2025

বিএনপি নেতার বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলে নিতে হুমকির অভিযোগ..


জেলা প্রতিনিধি যশোর : যশোরের শার্শায় জোর করে একটি পেট্রোল পাম্প দখলচেষ্টার অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন ওরফে আইনাল নামের এক বিএনপি নেতা জাল-জালিয়াতি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলে নিতে লাগাতার হামলা চালাচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা তাসনুমা।
অভিযুক্ত বিএনপি নেতা আনোয়ার হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে তনিমা তাসনুমা জানান, তার বাবা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজার ১৭ শতক জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনটি স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। ২০২২ সালে তিনি মারা যান। এরপর ২০২৩ সাল থেকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে পেট্রোল পাম্পটি অনেকবার দখলের চেষ্টা করেন। সবশেষ বিচারকের সই জাল করে একটি হস্তান্তর চুক্তিনামা তৈরি করেন। এ ঘটনায় জাল দলিলের বিরুদ্ধে তিনি ও সই জালের ঘটনায় বিচারক বাদী হয়ে মামলা করেন। ওই মামলা দুটি চলমান থাকলেও থেমে নেই আনোয়ার ও তার লোকজন। সবশেষ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফিলিং স্টেশনে ঢুকে পাম্পের চাবিসহ সব কাগজপত্র ছিনিয়ে নেন এবং ম্যানেজারকে পাম্প থেকে বের করে দেন। বিষয়টি পুলিশকে জানালে তারা চলে যান। তবে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্প দখল করার হুমকি অব্যাহত রেখেছেন। এ অবস্থায় সম্পদ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবারটি। তবে অভিযোগ অস্বীকার করেছেন আনোয়ার হোসেন। তিনি দাবি করে বলেন, ছয় কোটি ৮ লাখ টাকা দিয়ে তিনি জমি ও পেট্রোল পাম্পটি ক্রয় করেছেন। ১৯৯৯ সাল থেকে পাম্পটি তিনি পরিচালনা করছেন। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত পাম্প তার দখলে ছিল। গোলাম কিবরিয়ার স্ত্রী-সন্তানরা দলিল ও চুক্তিনামা মানেন না। তারা পেট্রোল পাম্প মালিক সমিতি ও পুলিশকে দিয়ে আমার কাছ থেকে পাম্পটি দখল করে নিয়েছেন। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত চলছে।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Jessore, Sharsha, PetrolPump, BNP, PoliticalInfluence, LandDispute, BangladeshUpdates, LocalNews, LawAndOrder, PoliticalConflict, BangladeshToday, NewsUpdate, PetrolPumpDispute, JessoreNews, FamilyAppeal, PressConference

সাতক্ষীরা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১ চিংড়ি পুশ ব্যবসায়ীকে জরিমানা কাজী আল মামুন কালিগঞ্জ সাতক্ষীরা : সাতক্ষীরা কালী...
21/09/2025

সাতক্ষীরা কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ১ চিংড়ি পুশ ব্যবসায়ীকে জরিমানা


কাজী আল মামুন কালিগঞ্জ সাতক্ষীরা : সাতক্ষীরা কালীগঞ্জে পুশ বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালত কর্তৃক জেলিপুশ কৃত ২৫ কেজি বাগদা সহ নজরুল ইসলাম নামে এক চিংড়ি ব্যবসায়ীকে আটক করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরে ঐ পুশকৃত বাগদা চিংড়ি জব্দ করে পেট্রোলের আগুন দিয়ে বিনষ্ট করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের শেখ হোসেন আলীর পুত্র ভেজাল চিংড়ি ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস হানা দিয়ে এ অভিযান পরিচালনা করে। কালিকাপুর রঘুনাথপুর এলাকায় অসাধু চিংড়ি ব্যবসায়ীরা বাড়িতে ফেলে জেলি মিশ্রিত অপ দ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধির অধিকাংশ ব্যবসায়ীরা এই অপকর্ম চালিয়ে আসছিল এর আগেও একাধিকবার ওই অসাধু ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে পুশ কৃত বাগদা জব্দ করে জেল জরিমান করা হয়েছে। তারপরও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত এই অপকর্ম চালিয়ে আসছে বলে এলাকাবাসী এ প্রতিনিধিকে জানান ।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Satkhira, Kaliganj, ShrimpBusiness, PrawnPush, FoodSafety, AntiAdulteration, MobileCourt, BangladeshUpdates, LocalNews, LawAndOrder, ShrimpAdulteration, PrawnFraud, BangladeshToday, NewsUpdate

১৪৩ পূজা মন্ডপে পূজার প্রস্তুতি..পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছা প্রত...
21/09/2025

১৪৩ পূজা মন্ডপে পূজার প্রস্তুতি..

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ যথাযথভাবে
উদযাপন উপলক্ষ্যে পূজা মন্ডপ সমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলার সমুন্নত রাখা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে পাইকগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তৃতা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হক,
ওসি রিয়াদ মাহমুদ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মইনুল ইসলাম, জুনি. কনসালটেন্ট গাইনী ডা. সুজন কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ,
আনসার ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, পিআইও রাজীব বিশ্বাস, ঈমান উদ্দিন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পূজা পরিষদের জেলা পূজা বিষয়ক সম্পাদক অব. অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা সহ-সভাপতি মুরারী মোহন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, ঐক্য ফ্রন্টের উপজেলা সেক্রেটারি দিপংকর শিকদার, শান্ত্বানু সরকার, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ উপজেলা ২৪৩ টা পূজা মন্দির বা মন্ডপের কমিটির সভাপতি, সেক্রেটারি, প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দূর্গা পূজা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে আলোচনা করে। এছাড়াও বর্তমান পরিস্থিতিতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে নিরাপত্তা বাহিনীর প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন। সম্প্রীতির বন্ধনে সকলকে এক হয়ে চলার আহবান জানায় বক্তারা।
dainikjashore, BreakingNews, BangladeshNews, Paikgacha, DurgaPuja2025, SharadiyaDurgaPuja, PujaPreparation, PujaMandap, BangladeshUpdates, ReligiousFestival, CommunityEvent, LawAndOrder, FestivalSecurity, HinduFestival, PujaCelebration, BangladeshToday, NewsUpdate

Address

33/1 Rail Rode, Kotwali Jashore

7400

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Jashore । দৈনিক যশোর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share