MeRacle Zone

MeRacle Zone Science +Known unknown facts +Entertainment

✨ “যে স্বপ্ন দেখে, সে স্বপ্নবান;আর যে স্বপ্ন পূরণে এগোয়, সে-ই সত্যিকারের সফল।”✨ “হাজারবার ব্যর্থ হলেও থেমো না;একবারের সফ...
27/08/2025

✨ “যে স্বপ্ন দেখে, সে স্বপ্নবান;
আর যে স্বপ্ন পূরণে এগোয়, সে-ই সত্যিকারের সফল।”

✨ “হাজারবার ব্যর্থ হলেও থেমো না;
একবারের সফলতাই তোমাকে বদলে দেবে।”

✨ “ভয় পেলে সামনে এগোনো যায় না;
সাহসই জীবনের আসল শক্তি।”

✨ “পরিশ্রম কখনো ব্যর্থ হয় না;
সময়ই সঠিক ফল এনে দেয়।”

✨ “হাল ছাড়া মানুষ কখনো জেতে না;
যারা লড়ে যায় তারাই ইতিহাস গড়ে।”

🔥১.“আলেকজান্ডার দ্য গ্রেট”আলেকজান্ডার মাত্র ২০ বছর বয়সে রাজা হন। ৩২ বছর বয়সের মধ্যেই তিনি পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য গড়...
26/08/2025

🔥১.“আলেকজান্ডার দ্য গ্রেট”

আলেকজান্ডার মাত্র ২০ বছর বয়সে রাজা হন। ৩২ বছর বয়সের মধ্যেই তিনি পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য গড়ে তুলেছিলেন—গ্রীস থেকে শুরু করে ভারত পর্যন্ত। এত কম বয়সে এত বড় সাম্রাজ্য জয় করার কারণে তাঁকে বলা হয় “দ্য গ্রেট”।

---

🔥 ২.“তাজমহল”

মোগল সম্রাট শাহজাহান তাঁর প্রিয় স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে ১৬৩২ সালে তাজমহল নির্মাণ শুরু করেন। ২২ বছর পর এটি সম্পূর্ণ হয়। আজও এটি পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থাপনাগুলোর মধ্যে একটি এবং ভালোবাসার প্রতীক।

---

🔥৩. “বায়তুল মোকাদ্দাস (জেরুজালেম)”

এটি তিনটি ধর্মের কাছে পবিত্র স্থান—ইসলাম, খ্রিস্টান ও ইহুদি। ইসলামে এটিকে কিবলা-এ-আওয়াল বলা হয়, এখান থেকেই নবী মুহাম্মদ (সাঃ) মেরাজে গিয়েছিলেন। ইতিহাসে এর জন্য অসংখ্য যুদ্ধ ও সংগ্রাম হয়েছে।

🌟 ৫টি বিস্ময়কর তথ্য 🌟1️⃣ মধু কখনো নষ্ট হয় না — হাজার বছর পুরোনো মধুও খাওয়ার উপযোগী থাকে। 🍯2️⃣ মানুষের জিহ্বার ছাপ (Tongu...
25/08/2025

🌟 ৫টি বিস্ময়কর তথ্য 🌟

1️⃣ মধু কখনো নষ্ট হয় না — হাজার বছর পুরোনো মধুও খাওয়ার উপযোগী থাকে। 🍯
2️⃣ মানুষের জিহ্বার ছাপ (Tongue Print) আঙুলের ছাপের মতোই একেবারে আলাদা। 👅
3️⃣ সমুদ্রের অক্সিজেনের প্রায় ৫০% আসে সাগরের শৈবাল (Algae) থেকে, গাছ থেকে নয়! 🌊
4️⃣ তেলাপোকা মাথা ছাড়া প্রায় এক সপ্তাহ বেঁচে থাকতে পারে। 🪳
5️⃣ মানুষের পেটের ভেতরের এসিড এত শক্তিশালী যে, তা লোহার টুকরো গলিয়ে ফেলতে পারে। ⚡

🌾 বাংলার কৃষকই আমাদের প্রাণ, তাদের ঘামেই ধান, তাদের পরিশ্রমেই আমাদের জীবন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ♥️     #গ্রামবাংলা  #...
24/08/2025

🌾 বাংলার কৃষকই আমাদের প্রাণ, তাদের ঘামেই ধান, তাদের পরিশ্রমেই আমাদের জীবন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। ♥️
#গ্রামবাংলা #কৃষক

21/08/2025
21/08/2025

শিক্ষক নিয়োগে থাকছে না নিবন্ধন পরীক্ষা।যে পদ্ধতিতে হবে শিক্ষক নিয়োগ।
বিস্তারিত কমেন্টে :

🌌 মিথ না বাস্তব?মানুষের ইতিহাসে মিথ বা পুরাণ শুধু গল্প নয়, বরং একেকটা রহস্যময় ধারণা।প্রাচীনকালে মানুষ অজানা জগতকে বুঝতে...
20/08/2025

🌌 মিথ না বাস্তব?

মানুষের ইতিহাসে মিথ বা পুরাণ শুধু গল্প নয়, বরং একেকটা রহস্যময় ধারণা।
প্রাচীনকালে মানুষ অজানা জগতকে বুঝতে না পেরে নানা কাহিনি তৈরি করেছিল।

🔥 যেমন–

গ্রিক পুরাণে বলা হয় সূর্য প্রতিদিন আকাশে দেবতা হেলিওসের রথে চড়ে ঘোরে।

নর্স মিথে বিশ্বাস করা হতো পৃথিবী এক বিশাল সাপের কুণ্ডলীর উপর দাঁড়িয়ে আছে।

বাংলায় এখনো শোনা যায়— গোধূলি লগ্নে পেঁচা ডাকলে অশুভ কিছু ঘটতে পারে।

আজ আমরা জানি এগুলোর অনেকটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। কিন্তু তবুও, এসব গল্প মানবসভ্যতার কল্পনা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।

👉 প্রশ্ন হলো:
সব মিথ ভ্রান্ত, নাকি কিছু মিথের ভেতরে লুকানো আছে গভীর সত্য?

20/08/2025

ডাকাতি করতে ঘরে ঢুকতেই অটো লক দরজা!! এমনি আজব ঘটনা ঘটেছে নোয়াখালীর মাইজদীর সুলতান কলোনিতে।

19/08/2025

🚨 জনগুরুত্বপূর্ণ পোস্ট 🚨
🚨 যশোর শহরে রাত ৯টার পর ভারী যানবাহনের সমস্যা 🚨🚛🚚

🚍যশোর শহরের রাস্তায় রাত ৯টার পর ট্রাক, লরি, কাভার ভ্যান চলাচল করছে। এর ফলে:
⚠️ রাস্তা দ্রুত খারাপ হচ্ছে
⚠️ পথচারী ও ছোট যানবাহনের নিরাপত্তা ঝুঁকিতে
⚠️ যানজট ও শব্দ-ধুলার সমস্যা বৃদ্ধি পাচ্ছে

আমাদের দাবি:
🛑 রাত ৯টার পর শহরের ভিতরে ভারী যানবাহন চলাচল বন্ধ হোক
🛣️ হাইওয়ে ব্যবহার নিশ্চিত করা হোক
🛠️ ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামত করা হোক।

যশোরের শহরের রাস্তাঘাট ও নিরাপত্তা সুরক্ষার জন্য দ্রুত পদক্ষেপ নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
ধন্যবাদ।
#যশোর #সড়ক_নিরাপত্তা #ভারী_যানবাহন #নিয়ন্ত্রণ

আমার দর্শক সংখ্যা 3.5K জন ফলোয়ার জন! আপনাদের নিরলস সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉
03/01/2025

আমার দর্শক সংখ্যা 3.5K জন ফলোয়ার জন! আপনাদের নিরলস সমর্থনের জন্য ধন্যবাদ। আপনাদের ছাড়া আমি এটা করতে পারতাম না। 🙏🤗🎉

30/12/2024

আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ, পুলেরহাট,যশোর। ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল :

Address

Jessore

Alerts

Be the first to know and let us send you an email when MeRacle Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share