09/10/2024
যশোর রেল বাজার এলাকায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত
০৮/১০/২০২৪ তারিখ আনুমানিক রাত ১:৩০ দিকে মুদি দোকানদার মোঃ গোলাম মাওলা (৫৫),পিতা : মৃত : আব্দুল লতিফ দেওয়ান, গ্রাম :রেল বাজার, থানা: কোতোয়ালি, জেলা: যশোর কে ৪/৫ জন স্থানীয় সন্ত্রাসীরা চাঁদা না দেওয়ায় ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। হামলায় মোঃ গোলাম মাওলা গুরুতর আহত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সন্ত্রাসীরা। পরে বাজারের লোকজন আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, যশোরে নিয়ে আসেন ।