Raju Ahammad Online - রাজু আহাম্মদ অনলাইন

Raju Ahammad Online - রাজু আহাম্মদ অনলাইন 😊👨‍🎓✍
স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো,
নিজের লক্ষ্য অর্জন করো।
😊👨‍🎓✍
সকলের প্রতি হৃদয় নিঙড়ানো ভালোবাসা রইলো 🌹🌹
(1)

21/10/2025

________সচেতনতা_______
গত কয়দিন ধরে পরিচিত একাধিক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক হয়েছে, গতকাল রাতেও দুই ব্যক্তির আইডি হ্যাক, তাই আপনার ফেসবুক পোস্টে উল্লেখ করুন ফোন নাম্বারসহ,লেনদেন করার আগে অবশ্যই ফোনে কথা বলে তার পরে যেনো টাকা অথবা ফোন নাম্বার আদান-প্রদান করে।

19/10/2025

শিক্ষক দের যৌক্তিক দাবি মেনে নেওয়া হোক

18/10/2025

২০ কোটি জনগণের ১৬ কোটি জনগণ এর ঐক্যের ভিত্তিতে জুলাই বিপ্লব ঘটেছে।জুলাই সনদ দিলে ১৬ কোটি জনগণ কেই দিতে হবে না হলে এসমস্ত ভন্ডামি বাদ দেন।

#না #এর #সনদ

জিবন যুদ্ধে হার না মানা এক সৈনিক 🌹🌹 I alwayas Respected him
15/10/2025

জিবন যুদ্ধে হার না মানা এক সৈনিক 🌹🌹 I alwayas Respected him

07/10/2025

যুদ্ধ বিমানের জন্য যদি আলাদা করে টাকা দেওয়া লাগে তাও আমরা প্রস্তুত। সারা বাংলাদেশ থেকে ১০০০ টাকা করে তুললেও ১০-১৫ যুদ্ধ বিমান কেনা সম্ভব। শুরু করুন এখন থেকেই। প্রতি বছর বছর আধুনিক যুদ্ধ বিমান থেকে শুরু করে একটা দেশের প্রতিরক্ষার জন্য পুর্নাঙ্গ প্রস্তুতি শুরু করা হোক। আর আমাদের প্রবাসী ভাইরা তো সব আছেই।
fans

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হচ্ছে আধুনিক J-10CE যুদ্ধবিমান!বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন কর্মসূচির আওতায় চীন থে...
07/10/2025

বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হচ্ছে আধুনিক J-10CE যুদ্ধবিমান!

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন কর্মসূচির আওতায় চীন থেকে সর্বাধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। “Government to Government” (G2G) চুক্তির আওতায় প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় ২০টি J-10CE যুদ্ধবিমান ক্রয় করা হবে, যার আনুমানিক ব্যয় প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা)।

চুক্তির কাঠামো অনুযায়ী, প্রতি ইউনিট বিমানের দাম প্রায় ৬০ মিলিয়ন ডলার, যা মোট ব্যয়ের প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার। বাকি ৮২০ মিলিয়ন ডলার ব্যয় হবে অস্ত্রসজ্জা, মেইনটেন্যান্স, গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট, ট্রেনিং এবং লজিস্টিক সহায়তা খাতে।

প্রকল্প বাস্তবায়নের জন্য বিমানবাহিনী প্রধানের নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রকিউরমেন্ট কমিটি গঠন করা হয়েছে। চুক্তির কার্যক্রম ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফরের পর এই ক্রয়-প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে অগ্রসর হয়। বিশ্লেষকদের মতে, J-10CE যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

J-10CE, চীনের Chengdu Aerospace Corporation কর্তৃক নির্মিত একটি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট, যা AESA রাডার, PL-15 BVR মিসাইল এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট দ্বারা সজ্জিত। এই যুদ্ধবিমান বিমানবাহিনীর “Next Generation Fighter” কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপডেট তথ্য পেতে Defence Care পেইজে ফলো করুন।

05/10/2025

পূজা না আসলে বুঝতেই পারতাম না
অনেকের কাছে ঈমানের চাইতে ভোটের দাম বেশি

#না #না #দাম

05/10/2025

Donald Trump কে আমি যদি কোনোদিন পায় , শুয়োরের বাচ্চা

02/10/2025

জাতীয় শহিদ মিনার

30/09/2025

পাহাড়ে আমরা একসাথে থাকতে চাই ,সেনাবাহিনি

30/09/2025

হাইরে অবস্থা রে

29/09/2025

আমার মনে হয় জাতীয় স্মৃতি সৌধ টা সবার জন্য বন্ধ করে দেওয়া উচিত। কারন এখানে ছাত্র ছাত্রীদের সহ সাধারণ পাবলিক অশ্লীলতা ছড়ায়।।

Address

Jhenaidah
Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raju Ahammad Online - রাজু আহাম্মদ অনলাইন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share