07/10/2025
বাংলাদেশ বিমানবাহিনীর বহরে যুক্ত হচ্ছে আধুনিক J-10CE যুদ্ধবিমান!
বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন কর্মসূচির আওতায় চীন থেকে সর্বাধুনিক J-10CE মাল্টিরোল ফাইটার জেট সংগ্রহের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। “Government to Government” (G2G) চুক্তির আওতায় প্রস্তাবিত এই প্রকল্পের আওতায় ২০টি J-10CE যুদ্ধবিমান ক্রয় করা হবে, যার আনুমানিক ব্যয় প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ২৫ হাজার কোটি টাকা)।
চুক্তির কাঠামো অনুযায়ী, প্রতি ইউনিট বিমানের দাম প্রায় ৬০ মিলিয়ন ডলার, যা মোট ব্যয়ের প্রায় ১.২ বিলিয়ন মার্কিন ডলার। বাকি ৮২০ মিলিয়ন ডলার ব্যয় হবে অস্ত্রসজ্জা, মেইনটেন্যান্স, গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট, ট্রেনিং এবং লজিস্টিক সহায়তা খাতে।
প্রকল্প বাস্তবায়নের জন্য বিমানবাহিনী প্রধানের নেতৃত্বে ১১ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রকিউরমেন্ট কমিটি গঠন করা হয়েছে। চুক্তির কার্যক্রম ২০২৭ সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সাম্প্রতিক চীন সফরের পর এই ক্রয়-প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে অগ্রসর হয়। বিশ্লেষকদের মতে, J-10CE যুদ্ধবিমান যুক্ত হলে বাংলাদেশ বিমানবাহিনীর আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
J-10CE, চীনের Chengdu Aerospace Corporation কর্তৃক নির্মিত একটি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল ফাইটার জেট, যা AESA রাডার, PL-15 BVR মিসাইল এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট দ্বারা সজ্জিত। এই যুদ্ধবিমান বিমানবাহিনীর “Next Generation Fighter” কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপডেট তথ্য পেতে Defence Care পেইজে ফলো করুন।