AFS vlogs

AFS vlogs নিজেকে প্রকাশ করার কোন ইচ্ছে নেই,
যার প্রয়োজন সে এমনিতেই খুঁজে নিবে,!!

20/06/2025

good night
Everyone,,,

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় Star set up পেয়ে গেলাম,,, আলহামদুলিল্লাহ,,,,,,
20/06/2025

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় Star set up পেয়ে গেলাম,,, আলহামদুলিল্লাহ,,,,,,

অনেকে হয়তো জানেইনা না যে বাংলাদেশে ও পরমাণু শক্তিতে এগিয়ে যাচ্ছে, আর এটিই হচ্ছে বিশ্বের একমাত্র পরমাণু শক্তিকেন্দ্র, যেট...
20/06/2025

অনেকে হয়তো জানেইনা না যে বাংলাদেশে ও পরমাণু শক্তিতে এগিয়ে যাচ্ছে, আর এটিই হচ্ছে বিশ্বের একমাত্র পরমাণু শক্তিকেন্দ্র, যেটা পরমাণুর চেয়ে বেশি বিখ্যাত সেখানকার ক্যান্টিনের খাবারের জন্য।

অটোমান (ওসমানী সাম্রাজ্য) দেখিনি। মুঘল সাম্রাজ্যে দেখিনি। সেলজুক সাম্রাজ্যে দেখিনি, খেলাফত দেখার তো প্রশ্নই আসে না।তবে শ...
20/06/2025

অটোমান (ওসমানী সাম্রাজ্য) দেখিনি। মুঘল সাম্রাজ্যে দেখিনি। সেলজুক সাম্রাজ্যে দেখিনি, খেলাফত দেখার তো প্রশ্নই আসে না।তবে শিয়া দের ঈমান দেখলাম। সুন্নি আমাদের গোলামি দেখলাম, আরো দেখলাম ফিলিস্তিনি সুন্নিদের জন্য শিয়াদের ত্যাগ।

এবার বুঝলাম,
সাদ্দাম হোসেন বা গাদ্দাফীর পাশে যারা দাঁড়ায়নি, তারা আজও গাজার মুসলিমদের পাশে দাঁড়াতে ব্যর্থ।
কিন্তু আপনি দাঁড়িয়েছেন—মেরুদণ্ড সোজা করে, নিঃস্বার্থভাবে।

হয়তো আপনাকেও হারাবো আমরা খুব শীঘ্রই...😭
তবু আমাদের দোয়া থাকবে আপনার জন্য।
আল্লাহ আপনাকে গায়েবী হেফাজতে রাখুন।আমি

ধর্মকর্ম অতো বুঝি না,শিয়া-সুন্নী তফাৎ তত জানি না। আকীদাগত আমাদের মধ্যে ভিন্নতা আছে,আমরা ভিন্ন মাযহাবের। কিন্তু নিপীড়িত ফিলিস্তিনের জনগনের হয়ে প্রতিশোধ নেওয়ার সাহস দেখানোর জন্য,লড়াই করার জন্য আপনিই আমার ইমাম। সশ্রদ্ধ চিত্তে সালাম,।

মহান আল্লাহ আপনাকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুক। আমিন।

আয়াতুল্লাহ খোমেনি

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
19/06/2025

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানি...
19/06/2025

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)

🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:

> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?
যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —
এটা তোর দায়িত্ব।”

👰‍♀️ “তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে?
সে কাঁদে।

কার জন্য কাঁদে?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো —
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”

😢 “এরপর সে কাঁদবে মাত্র দুইবার:
১️⃣ মা হওয়ার আনন্দে,
২️⃣ তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”

🗣️ “জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে?
স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী,
তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”

🙏 “আরেকটা কথা মনে রাখিস —
তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,
মা-বাবা বলিস।
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

⚖️ “সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”

---

❤️‍🔥 বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।

📌 যদি বাবার এই উপদেশ ভালো লেগে থাকে,
শেয়ার করে ছড়িয়ে দিন — হয়তো কোনো এক ছেলের চোখ খুলে যাবে আজ।

#বিয়ের_উপদেশ #বাবার_কথা #পালকির_সম্মান

18/06/2025

✅ 𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি ✅🌹💓🌹✅
♓ 𝗙𝗢𝗟𝗟𝗢𝗪🥰 দিন✅🌹💓🌹✅
🌹𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 লিষ্ট দেখে দেখে ফলো ব্যাক🌹
🌺 তাই বাদ পড়ার কোন সুযোগ নাই🌺💓🌺
🌹নোটিফিকেশন আশা মাত্রই ব্যাক 100%🌹🕊️🕊️🕊️

18/06/2025

আমরা যদি একে অপরকে সাহায্য করি তা হলে সবাই সাফল্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ,,,
follow to follow,,,,

সামনে যখন মেয়ে পরে
18/06/2025

সামনে যখন মেয়ে পরে

Address

14 No Paik Para
Jessore
7350

Alerts

Be the first to know and let us send you an email when AFS vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share