Tech-Tainment With Asad

Tech-Tainment With Asad পেইজে লাইক/ফলো দিয়ে সাথে থাকার জন্য ধন্যবাদ।

Tech-Tainment With Asad

13/07/2025

🔮🌕
✨ "কলম্বাস কি সত্যিই চাঁদকে গিলে ফেলেছিল? 😱🌑
দ্বীপবাসীর চোখে দেবতা হয়ে উঠল সে...
কিন্তু কিভাবে? 🤔
এক চঞ্চল রাতের চন্দ্রগ্রহণে লুকিয়ে আছে সেই ভয়ংকর রহস্য...
জেনে নাও এই অলৌকিক গল্পটি 🎥"
🕯️🚢🌌

#রহস্য #রহস্যময় #ইতিহাস #কাল্পনিক #মজার_গল্প #সত্য_ঘটনা #অলৌকিক #অদ্ভুত #আশ্চর্য #চমকপ্রদ #গল্প #দুর্দান্ত #কলম্বাস #চন্দ্রগ্রহণ #দ্বীপ #সমুদ্রযাত্রা

05/07/2025
04/07/2025

🤔🤔🤔অনেকের মনে প্রশ্ন জাগে!!! কলম্বাস নামের সাথে কি কলম্বো নামের জায়গার কোন মিল আছে?












💖বাঁচতে হলে সুস্থ থাকার কোন বিকল্প নাই💖

12/06/2025

💖 পাখির বাচ্চা উদ্ধার, তার নিজ বাসায় পৌঁছে দেওয়া 💖 ছোটবেলায় এইগুলা ছিল আবেগ অনুভূতি আর ভালোলাগা সর্বোপরি নেশা।













💖বাঁচতে হলে সুস্থ থাকার কোন বিকল্প নাই💖

😥😥😥মধুমতি নদীর তীরে😥😥😥সকালবেলা চোখ খুললেই দেখা যেত নদীটা কী সুন্দর করে বয়ে যাচ্ছে। পানির ওপরে রোদ পড়লে মনে হতো, যেন সোনা...
25/05/2025

😥😥😥মধুমতি নদীর তীরে😥😥😥
সকালবেলা চোখ খুললেই দেখা যেত নদীটা কী সুন্দর করে বয়ে যাচ্ছে। পানির ওপরে রোদ পড়লে মনে হতো, যেন সোনালি রঙের একটা চাদর বিছানো আছে। সেই ছোটবেলা থেকেই নদীটা ছিল আমাদের জীবন, আমাদের আনন্দ, আর কোথাও কোথাও আমাদের কান্নাও।

আমরা যারা মধুমতির পাড়ে জন্মেছি, তারা জানি—এই নদী কেমন করে হাসায়, আবার কেমন করে একদিন সবকিছু কেড়ে নেয়। বাড়িঘর, মাঠ, গাছ, বাপ-দাদার ভিটে—সব কিছু একে একে গিলে খেয়েছে এই মধুমতি।
তবুও আমরা নদীকে ঘৃণা করতে পারিনি। কেউ পারে না। কারণ, আমরা এই নদীর সাথেই বড় হয়েছি, হাসতে শিখেছি, কাঁদতে শিখেছি।

বিকেলের সময়টা ছিল সবচেয়ে সুন্দর। নদীর পাড়ে বসে অনেকেই জাল সেলাই করত, কেউ কেউ খেলা করতো, কেউবা আবার অলস গল্প। আর আমি? আমি ঘুড়ি ওড়াতাম। বাতাসে যখন ঘুড়িটা ভাসত, মনে হতো—আমার শৈশবটা যেন আকাশে উড়ে যাচ্ছে।

নদীতে তখন পাল তোলা নৌকা চলত। দূর থেকে দেখতাম, নৌকার পালে বাতাস লাগলে কী সুন্দর করে নদীর বুক চিরে এগিয়ে যায়। মাঝিরা গলায় গান ধরে, আর নদীও যেন সেই গান শুনে ধীরে ধীরে বয়ে চলে।

সেই সময়টায় মনে হতো—আমাদের জীবনটাই যেন নদীর সাথে একেবারে গাঁথা। একটু পানি বাড়লে ভয় পেতাম, যদি আবার কিছু হারাই! আবার পানি নেমে গেলে হাঁফ ছেড়ে বাঁচতাম।

আমাদের মধ্যে অনেকেই আজ সব হারিয়েছে। কারো আর নিজস্ব ঘর নেই, কারো জায়গা জমি নেই। মধুমতি কেঁড়ে নিয়েছে অনেক কিছু। কিন্তু তবুও কেউ এই পাড় ছাড়তে চায় না। কেন জানো?
এই পাড়ে তাদের বাপের কবর আছে, শৈশবের হেঁটে যাওয়া পথ আছে, প্রথম প্রেমের স্মৃতি আছে, আর আছে নদীর সেই চেনা ডাক—যেটা কেউ ভুলতে পারে না।

নদীর পাড়ে এখনো অনেকে থাকে। টিনের ছাউনি দেওয়া ছোট ঘর, চৌকাঠ ভাঙ্গা দরজা, কিন্তু মনে বড় স্বপ্ন। তারা ভাবে, “আর ক’দিন পরে যদি নদী পিছু হটে?”
তাদের অভিমান আছে, কষ্ট আছে। তবুও ভালোবাসাটাই বেশি। কারণ, মধুমতি শুধু একটা নদী না—এটা তাদের মা, তাদের শেকড়, তাদের জীবনের গল্প।

আজ আমি দূরে, তবুও চোখ বন্ধ করলে মনে হয়, আমি আবার সেই নদীর পাড়ে হাঁটছি। কাদায় পা দিচ্ছি, বাতাসে ঘুড়ি ওড়াচ্ছে ছোট্ট আমিটা।
মধুমতি ডাকছে—নরম সুরে, নিজের মতো করে।











24/05/2025

💖 আপনিই কেন সবসময় দোষী হন??💖














বাঁচতে হলে সুস্থ থাকার কোন বিকল্প নাই।

🪣🪜🪓🪛🔧🔨👡👓🕶️⚒️📐✒️🖋️📋📃📄🗒️📚🗑️📍📌📤📥⏰⏳⌛🕰️⌚🗳️🕢🕕🔔📣🔈⚱️⚔️📜💣💣🔏🔓🔐 এলোমেলো, এলোমেলো এবং এলোমেলো।অফিস পরিবর্তন করা কতটা কষ্ট আর যন্ত্রন...
23/05/2025

🪣🪜🪓🪛🔧🔨👡👓🕶️⚒️📐✒️🖋️📋📃📄🗒️📚🗑️📍📌📤📥⏰⏳⌛🕰️⌚🗳️🕢🕕🔔📣🔈⚱️⚔️📜💣💣🔏🔓🔐 এলোমেলো, এলোমেলো এবং এলোমেলো।

অফিস পরিবর্তন করা কতটা কষ্ট আর যন্ত্রনার তা শুধু ভুক্তভোগীরাই জানে। নতুন জায়গায় দ্রুত চলে যাবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। 🤲🤲🤲🤲🤝🤝

23/05/2025

💖 শুভ সকাল💖
বাঁচতে হলে সুস্থ থাকার কোন বিকল্প নাই।











21/05/2025

🥵অল্প বিদ্যা ভয়ংকর🥵












20/05/2025

উপকারীকে বাঘে খায়।

11/05/2025

শুভ সকাল।
প্রতিটি দিন হোক সবার জন্য নতুন দিন। 💕

Address

Jashore
Jessore
7400

Alerts

Be the first to know and let us send you an email when Tech-Tainment With Asad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category