Manna 360

Manna 360 মৃত্যুসাগর সরিয়ে শুন্যে বেচে আছি।কত অবলীলাই কাটিয়ে দিচ্ছি এই বেপাওার দিনগুলো।তবুও জীবন যাচ্ছে কেটে।

13/02/2025

গদখালির ফুলের বাজার।

জীবনের প্রতি অভিযোগ রাখা যাবে না যা হচ্ছে হোক 💜
05/01/2025

জীবনের প্রতি অভিযোগ রাখা যাবে না যা হচ্ছে হোক 💜

🔹 ফুটবলের ইতিহাসে সেরা গোলদাতা:🥇 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো - ৯০৭ গোল🥈 🇦🇷 লিওনেল মেসি - ৮৫০ গোল🥉 🇦🇹 জোসেফ বিকান - ৮০৫ গোল🔹...
24/11/2024

🔹 ফুটবলের ইতিহাসে সেরা গোলদাতা:
🥇 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো - ৯০৭ গোল
🥈 🇦🇷 লিওনেল মেসি - ৮৫০ গোল
🥉 🇦🇹 জোসেফ বিকান - ৮০৫ গোল

🔹 সর্বাধিক অ্যাসিস্ট প্রদানকারী খেলোয়াড়রা (অপ্টার মতে):
🥇 🇦🇷 লিওনেল মেসি - ৩৭৮ অ্যাসিস্ট
🥈 🇭🇺 ফেরেঙ্ক পুসকাস - ৩৫৯ অ্যাসিস্ট
🥉 🇳🇱 ইয়োহান ক্রুইফ - ৩৫৮ অ্যাসিস্ট

🔹 সর্বাধিক সফল ড্রিবলার (২০০৬-০৭ মৌসুম থেকে):
🥇 🇦🇷 লিওনেল মেসি - ২৫৩৮ ড্রিবল
🥈 🇧🇪 এডেন হ্যাজার্ড - ১২৮৫ ড্রিবল
🥉 🇫🇷 ফ্রাঙ্ক রিবেরি - ১০৬১ ড্রিবল

🔹 ব্যালন ডি'অর জয়ের ক্ষেত্রে শীর্ষে থাকা খেলোয়াড়রা:
🥇 🇦🇷 লিওনেল মেসি - ৮
🥈 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো - ৫
🥉 🇳🇱 ইয়োহান ক্রুইফ - ৩

🔹 ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারে সেরা খেলোয়াড়রা:
🥇 🇦🇷 লিওনেল মেসি - ৮
🥈 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো - ৫
🥉 🇫🇷 জিনেদিন জিদান - ৩

🔹 বিশ্বকাপ গোল্ডেন বল জয়ের ক্ষেত্রে শীর্ষ খেলোয়াড়রা:
🥇 🇦🇷 লিওনেল মেসি - ২
🥈 🇦🇷 দিয়েগো ম্যারাডোনা - ১
🥉 🇩🇪 অলিভার কান - ১

🔹 ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে শীর্ষ খেলোয়াড়রা:
🥇 🇦🇷 লিওনেল মেসি - ৬
🥈 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো - ৪
🥉 🇺🇾 লুইস সুয়ারেজ - ২

🔹 সর্বাধিক ম্যাচ সেরা পুরস্কারপ্রাপ্ত খেলোয়াড়রা (দেশীয় লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগে):
🥇 🇦🇷 লিওনেল মেসি - ৩৯৭
🥈 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো - ১৬৮
🥉 🇸🇪 জ্লাতান ইব্রাহিমোভিচ - ১১৬

🔹 আইএফএফএইচএস বর্ষসেরা প্লেমেকার জয়ের ক্ষেত্রে শীর্ষে থাকা খেলোয়াড়রা:
🥇 🇦🇷 লিওনেল মেসি - ৫
🥈 🇪🇸 জাভি হার্নান্দেজ - ৪
🥉 🇧🇪 কেভিন ডি ব্রুইনে - ৩

🔹 আন্তর্জাতিক টুর্নামেন্টে সেরা খেলোয়াড় পুরস্কার জয়ী খেলোয়াড়রা:
🥇 🇦🇷 লিওনেল মেসি - ৭
🥈 🇺🇾 জোসে নাসাজি - ৩
🥉 🇧🇷 পেলে - ২

🔹 সর্বাধিক বড় ট্রফি জয়ের ক্ষেত্রে শীর্ষে থাকা খেলোয়াড়রা:
🥇 🇦🇷 লিওনেল মেসি - ৪৬
🥈 🇧🇷 দানি আলভেস - ৪৩
🥉 🇪🇸 আন্দ্রেস ইনিয়েস্তা - ৩৭

🔹 ব্যক্তিগত অর্জনে শীর্ষে থাকা খেলোয়াড়রা:
🥇 🇦🇷 লিওনেল মেসি
🥈 🇵🇹 ক্রিশ্চিয়ানো রোনালদো
🥉 🇧🇷 রোনালদো নাজারিও

👑 তুমি যে বয়সেই থাকো না কেন, লিওনেল মেসির মতো একজন খেলোয়াড়কে একাধিক ক্ষেত্রের শীর্ষে দেখতে পাওয়া বড়ই অনন্য অভিজ্ঞতা।

যশোর কালেক্টর পুকুর
08/11/2024

যশোর কালেক্টর পুকুর

05/11/2024
28/10/2024

টেনশনমুক্ত ও সুখে থাকার ১২ উপায়

১। মানুষের সংস্পর্শে কম যাওয়া
২। অন্যের কাছে নিজের সব কথা না বলা
৩। কাউকে মাত্রারিক্ত বিশ্বাস না করা
৪। মানুষ থেকে প্রত্যাশা কম করা এবং কারও উপকার করে প্রতিদান পাওয়ার আশা না করা
৫। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের উপর নির্ভরশীল হওয়া
৬। কারও প্রতি রাগ-ক্ষোভ জমা হলে ক্ষমা করে দেওয়া
৭। পিছনে পিছনে কারও দুর্নাম না করা
৮। কারও ভালো কিছু অর্জনে ঈর্ষান্বিত না হয়ে খুশি হওয়া এবং সম্ভব হলে অভিবাদন জানানো
৯। অন্যের সাথে নিজের তুলনা না করা
১০। যে অবস্থায় রয়েছেন, সেই অবস্থায় শোকরিয়া আদায় করা এবং ইতিবাচক চিন্তা করা।
১১। বিপদে সবুর করা এবং বিপদ নয়ে টেনশন না উত্তরণের উপায় খোঁজা
১২। প্রতিদিন নিজেকে একটু করে হলেও সমৃদ্ধ করা

~ Gazi Mizanur Rahman
Author, Educationist & Inspirational Speaker

রাতের যশোর যংশন
27/10/2024

রাতের যশোর যংশন

অবশেষে আমিও কিনে ফেললাম🙃
25/10/2024

অবশেষে আমিও কিনে ফেললাম🙃

তুমি জানোই না তোমার অজান্তেই তোমাকে আল্লাহ পাক কত বার বিপদ থেকে র'ক্ষা করেছেন।আলহামদুলিল্লাহ
16/10/2024

তুমি জানোই না তোমার অজান্তেই তোমাকে আল্লাহ পাক কত বার বিপদ থেকে র'ক্ষা করেছেন।

আলহামদুলিল্লাহ

বেঁচে থাকার জন্যে প্রতিদিন যে ট্যাক্স দিতে হয়, তার নাম নিঃসঙ্গতা।
06/10/2024

বেঁচে থাকার জন্যে প্রতিদিন যে ট্যাক্স দিতে হয়, তার নাম নিঃসঙ্গতা।

আহা শৈশব ! 🖤
26/09/2024

আহা শৈশব ! 🖤

16/09/2024

ফারহান ফাইয়াজের মায়ের চিঠির প্রতিটি লাইন হৃদয় বিদীর্ণ করে দিল … মায়ের চিঠি পড়ে চোখ ভিজে গেল অজান্তেই …

প্রিয় ফাইয়াজ,
আব্বা আমার - আমার কলিজা বাচ্চা,আমার চাঁদের টুকরা। কেমন আছো আব্বা? পৃথিবীর বুকে বেঁচে থাকলে আজকে তোমার জন্য একটি বিশেষ দিন ছিল। কত কত স্মৃতি আমাদের। আব্বা আমি জানি তুমি খুব ভালো আছো। আমি তোমার জন্য কান্না করলেই মাহা আমাকে বলে 'মা, ভাইয়া তো শহীদ, ভাইয়া কত ভালো আছে! তুমি কাঁদো কেন?'

জানো বাবা, সেদিন বাজার করতে গিয়ে যেই চকোলেট এর শেল্ফ এর সামনে দিয়ে যাচ্ছি- আমি দেখতে পেলাম ঠিক তুমি দাঁড়িয়ে, আর ক্যাডবেরির একটা বড় Silk এর প্যাকেট আমাকে দেখিয়ে বলছো মুনাম্মা নেই এটা?' বাবা আমি আর চকোলেট কিনি না, মাহা মাইরীন ও আর আবদার করেনা।

সেইদিন মাইরীন মাহাকে বলছে 'জানো মাহা-মা আর কখনও বিরিয়ানি রাধবে না। ভাইয়া যে নাই, তাই।' সত্যিই তো বাবা, আমি কী করে রান্না করবো বলো? তোমাকেই তো খাওয়াতে পারবো না!

আব্বা, আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? আমি যে কেমন আছি জানি না বাবা- শুধু আমার কিছু ভালো লাগে না। শুধু মনে হয় অনেক দূরে হাঁটতে হাঁটতে কোথাও চলে যেতে পারতাম-। যেখানে কেউ নাই! চুপচাপ।

আমি যখন স্কুলে যাই বা অন্য কাজে ধানমণ্ডি ২৭ নম্বর ক্রস করতে হয়, জানো বাবা আমি পুরোটা রাস্তা চোখ বন্ধ করে থাকি। সিটি হসপিটালের সামনে দিয়ে গেলেও চোখ বন্ধ করে রাখি। মনে হয় কেন আমাকে এসব পথে চলতে হচ্ছে। ধানমণ্ডি ২৭ টা এখন সবচেয়ে বিভীষিকাময় আমার জন্যে।

আচ্ছা বাবা এই যে তোমার জন্মদিন, রোজার ঈদ, কুরবানীর ঈদ, পহেলা বৈশাখ আসবে..- আমি কী করবো বলো তো? আমাদের না একসাথে শপিং এ যাওয়ার কথা! তারপর শপিং শেষে পিৎজ্জ্বা আর কফি খেয়ে রিকশা চড়ে গল্প করতে করতে বাসায় ফেরার কথা!

আমি সারাটা দিন মনে মনে তোমার সাথে কথা বলি, তুমি যে কত কত উপদেশ দাও আমাকে! কত বড় হয়ে গেছো তুমি আব্বা!

জানো বাবা তোমার জন্য যখন দোয়া করি, তখন আমি একটু স্বার্থপর হয়ে যাই। আমি আল্লাহকে বলি, আল্লাহ ফাইয়াজ কি বুঝতে পারছে, ওর জন্য আমি কত কষ্টে আছি? ওকে প্লিজ একটু বলে দিয়েন যে তোমার মুনাম্মা ভালো নাই। তোমাকে ছাড়া বেঁচে থাকা তোমার মুনাম্মার জন্য কঠিন শাস্তি হয়ে যাচ্ছে। আবার মনে হয়, এটা শুনলে হয়তো তোমার মন খারাপ হবে! তখন আবার কথা বদলে ফেলি। শুধু চাই তুমি ভালো থাকো।

তুমি ইনশাল্লাহ অনেক অনেক ভালো আছো। কারণ, যত মানুষ তোমার জন্য কেঁদেছে আর যত লোক তোমার জন্য দোয়া করছে- তুমি নিশ্চয়ই জানতে পারছো। মাতৃভূমির ক্রান্তিলগ্নে যেই ছেলে বীরের মত প্রান দেয়, তাকে কেউ ভালো না বেসে পারে‌ বাবা? সমস্ত পৃথিবী তোমাকে এখন চেনে, আব্বা।

অনেক ভালোবাসি বাবা, অনেক দোয়া রইল। শুভ জন্মদিন বাবা ❤️

তোমার মুনাম্মা
১২ সেপ্টেম্বর ২০২৪

ফারহান ফাইয়াজ ১৮তম বছর অতিক্রম করত, যদি তার গল্পের শেষ পাতাটি ফুরিয়ে না যেত । নির্ম/ম স্বৈরা/চার এর বুলে/ট যদি তার প্রাণ কেড়ে না নিত 💔

Farhan Faiyaaz could have walked into his 18th year if his life hadn't been taken by the rut/hless bull/et of a Dic/tator. 💔

Address

Jashore
Jessore
7400

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 22:00
Friday 10:00 - 18:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 11:00

Telephone

+8801710030086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manna 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manna 360:

Share