Knowledge Gain

Knowledge Gain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Knowledge Gain, Digital creator, Jessore.
(1)

Knowledge Gain এ আপনাকে স্বাগতম, আমাদের পেইজটি মূলত নানা ধরনের জ্ঞান মূলক তথ্য নিয়ে কাজ করে থাকে। যা পারিপার্শিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মিয়, জীব - বৈচিত্র্য সহ বিজ্ঞান সম্মত বিভিন্ন জ্ঞানের সমাহার ! জ্ঞান আহরণ করুন আর আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ!

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষধর সাপের কামড়ে হাতির মতো বিশাল প্রাণীও মারা যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—একটি প্রাণী আছে...
01/09/2025

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষধর সাপের কামড়ে হাতির মতো বিশাল প্রাণীও মারা যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—একটি প্রাণী আছে যেটি সাপের বিষে কখনো মারা যায় না। সেই প্রাণীটি হলো ঘোড়া।

ঘোড়াকে যদি কোনো মারাত্মক সাপ কামড়ায়, তবে সে কয়েকদিন অসুস্থ থাকে। কিন্তু পরে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। আর এই বৈশিষ্ট্যের কারণেই ঘোড়ার শরীর থেকে তৈরি হয় দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক, যেটিকে বলা হয় অ্যান্টিভেনম।

উদাহরণস্বরূপ, যদি কিং কোবরা’র মতো কোনো সাপের অ্যান্টিভেনম তৈরি করতে হয়, তবে গবেষকরা প্রথমে সেই সাপের বিষ অল্প অল্প করে ঘোড়ার শরীরে প্রবেশ করান। এতে ঘোড়া মারা যায় না, কেবল কিছু সময় অসুস্থ থাকে। এই সময়ের মধ্যেই ঘোড়ার শরীর সেই বিষের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে।

পরবর্তী ধাপে ঘোড়ার রক্ত সংগ্রহ করা হয়। রক্তের লাল অংশ আলাদা করে সাদা অংশ থেকে প্রয়োজনীয় অ্যান্টিবডি বের করা হয়। প্রক্রিয়াজাত করার পর এই অ্যান্টিবডি থেকেই তৈরি হয় মানুষের জন্য ব্যবহারযোগ্য অ্যান্টিভেনম ইনজেকশন।

মানুষকে সাপ কামড়ালে চিকিৎসকেরা এই ইনজেকশন সরাসরি প্রয়োগ করেন। বিশেষ করে ভারতসহ অনেক দেশে অ্যান্টিভেনম তৈরির জন্য অসংখ্য ঘোড়ার খামার রয়েছে। বলা যায়—ঘোড়া না থাকলে আজ সাপের কামড়ে বেঁচে থাকার সুযোগ অনেক কমে যেত।


24/08/2025

প্লাটিপাস হলো পৃথিবীর অন্যতম অদ্ভুত স্তন্যপায়ী প্রাণী।

👉 ডিম দেয়:
প্লাটিপাস খুবই বিরল "মোনোট্রিম" (Monotreme) শ্রেণির স্তন্যপায়ী প্রাণী। এই শ্রেণিতে মাত্র দু’টি প্রাণী আছে – প্লাটিপাস আর ইচিডনা। এরা অন্য স্তন্যপায়ীদের মতো বাচ্চা জন্ম না দিয়ে ডিম পাড়ে।

👉 দুধ খাওয়ায়:
ডিম ফুটে বাচ্চা বের হওয়ার পর মা প্লাটিপাস দুধ খাওয়ায়। তবে এদের স্তনবৃন্ত (ni**le) নেই। বরং ত্বকের রন্ধ্র দিয়ে দুধ বের হয়, আর মা নিজের শরীর ভিজিয়ে দেয়। ছোট প্লাটিপাস বাচ্চারা মায়ের পেটের চামড়া থেকে সেই দুধ চেটে খায়।

মানে, প্লাটিপাস ডিমও দেয়, আবার দুধও খাওয়ায় 🥚🥛
এ কারণে একে বিজ্ঞানীরা প্রাণিজগতে "একেবারেই অদ্ভুত মিশ্রণ" বলে মনে করেন।

নামাজ না পড়লে মহান আল্লাহ পাক কিন্তু রিজিক বন্ধ করেন না!
19/08/2025

নামাজ না পড়লে মহান আল্লাহ পাক কিন্তু রিজিক বন্ধ করেন না!

টিপস :☀️ ফার্নিচার সরানোর সময় মেঝেতে আঁচড় এড়াতে নিচে পুরোনো মোজা পরিয়ে নিন।☀️ গাড়ির আয়নায় বৃষ্টির জল জমে ঝাপসা হয়ে গেলে...
19/08/2025

টিপস :

☀️ ফার্নিচার সরানোর সময় মেঝেতে আঁচড় এড়াতে নিচে পুরোনো মোজা পরিয়ে নিন।

☀️ গাড়ির আয়নায় বৃষ্টির জল জমে ঝাপসা হয়ে গেলে আলু কেটে ঘষে দিন আর আয়না ঝাপসা হবে না।

☀️ কাঁচের বোতলের ঢাকনা আটকে গেলে গরম পানিতে ডুবিয়ে নিন, সহজে খুলবে।

☀️ ড্রয়ারে সাবানের খালি খোসা রেখে দিলে সুন্দর গন্ধ থাকবে।

কি কথা ঠিক কিনা ? ゚viralシfypシ゚
11/08/2025

কি কথা ঠিক কিনা ?

゚viralシfypシ゚

08/08/2025

কাচা ছোলা খাওয়ার উপকারিতা!
#কাচাছোলা ゚viralシfypシ゚

কাঁচা ছোলা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা আছে, কারণ এতে প্রাকৃতিক প্রোটিন, ফাইবার, ভিটামিন ও খনিজ উপাদান প্রচুর থাকে।
নিচে এর প্রধান উপকারিতাগুলো দেওয়া হলো—

১. শক্তি বৃদ্ধি করে
কাঁচা ছোলায় জটিল শর্করা (Complex Carbohydrate) থাকে, যা ধীরে ধীরে শক্তি দেয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখে।

২. রক্তশর্করা নিয়ন্ত্রণে সহায়তা করে
এর ফাইবার রক্তে শর্করার মাত্রা ধীরে বাড়াতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।

৩. হজম শক্তি বাড়ায়
ছোলার ফাইবার অন্ত্রের কার্যক্ষমতা ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

৪. পেশী ও হাড় মজবুত করে
উচ্চ প্রোটিন ও ক্যালসিয়াম পেশী গঠনে এবং হাড়ের দৃঢ়তায় সহায়তা করে।

৫. রক্তস্বল্পতা দূর করতে সহায়ক
ছোলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা হিমোগ্লোবিন তৈরি করে রক্তস্বল্পতা রোধে সাহায্য করে।

৬. হার্টের জন্য ভালো
এতে থাকা পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং হার্টের সুস্থতা বজায় রাখে।

৭. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
প্রচুর ফাইবার ও প্রোটিন থাকার কারণে এটি দীর্ঘসময় ক্ষুধা নিয়ন্ত্রণ করে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।

সতর্কতা:

অতিরিক্ত কাঁচা ছোলা খেলে গ্যাস বা হজমের সমস্যা হতে পারে।

ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত, প্রয়োজনে রাতভর ভিজিয়ে রাখা ভালো।

07/08/2025

দেশে বেকার এতো বেশি যে, চায়ের দোকানে দেখলাম, ৪ জন লুডু খেললে, পিছন থেকে ১২ জন বুদ্ধি দেয়!

゚viralシfypシ゚

Send a message to learn more

১৩ বছর ধরে পাশে থাকলাম সেটা তো বুঝলেন, তাহলে কি ১ দিন অন্তত কলরেট ফ্রি করে দেওয়া যেত না? এইটুকু যদি না করতে পারেন, তাহলে...
02/08/2025

১৩ বছর ধরে পাশে থাকলাম সেটা তো বুঝলেন, তাহলে কি ১ দিন অন্তত কলরেট ফ্রি করে দেওয়া যেত না?

এইটুকু যদি না করতে পারেন, তাহলে আপনাদের সাথে থেকে লাভ কি, ১৩ বছর পর ১ টা sms পাওয়ার আশায়?

কি! কথায় কি কোনো ভ্যাজাল আছে ?

゚viralfbreelsfypシ゚viral ゚viralシfypシ゚viralシalシ

31/07/2025

বলুন তো কোন তরকারি রান্না করতে লবন লাগে না!

মানুষের ক্ষতি করার ফলাফল  টা এক সময় নিজের কাধেই এসে পড়ে!  ゚viralシfypシ゚
30/07/2025

মানুষের ক্ষতি করার ফলাফল টা এক সময় নিজের কাধেই এসে পড়ে!
゚viralシfypシ゚

Address

Jessore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Knowledge Gain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share