
01/09/2025
পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষধর সাপের কামড়ে হাতির মতো বিশাল প্রাণীও মারা যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো—একটি প্রাণী আছে যেটি সাপের বিষে কখনো মারা যায় না। সেই প্রাণীটি হলো ঘোড়া।
ঘোড়াকে যদি কোনো মারাত্মক সাপ কামড়ায়, তবে সে কয়েকদিন অসুস্থ থাকে। কিন্তু পরে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। আর এই বৈশিষ্ট্যের কারণেই ঘোড়ার শরীর থেকে তৈরি হয় দুনিয়ার সব সাপের বিষের প্রতিষেধক, যেটিকে বলা হয় অ্যান্টিভেনম।
উদাহরণস্বরূপ, যদি কিং কোবরা’র মতো কোনো সাপের অ্যান্টিভেনম তৈরি করতে হয়, তবে গবেষকরা প্রথমে সেই সাপের বিষ অল্প অল্প করে ঘোড়ার শরীরে প্রবেশ করান। এতে ঘোড়া মারা যায় না, কেবল কিছু সময় অসুস্থ থাকে। এই সময়ের মধ্যেই ঘোড়ার শরীর সেই বিষের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করে।
পরবর্তী ধাপে ঘোড়ার রক্ত সংগ্রহ করা হয়। রক্তের লাল অংশ আলাদা করে সাদা অংশ থেকে প্রয়োজনীয় অ্যান্টিবডি বের করা হয়। প্রক্রিয়াজাত করার পর এই অ্যান্টিবডি থেকেই তৈরি হয় মানুষের জন্য ব্যবহারযোগ্য অ্যান্টিভেনম ইনজেকশন।
মানুষকে সাপ কামড়ালে চিকিৎসকেরা এই ইনজেকশন সরাসরি প্রয়োগ করেন। বিশেষ করে ভারতসহ অনেক দেশে অ্যান্টিভেনম তৈরির জন্য অসংখ্য ঘোড়ার খামার রয়েছে। বলা যায়—ঘোড়া না থাকলে আজ সাপের কামড়ে বেঁচে থাকার সুযোগ অনেক কমে যেত।